জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের পদত্যাগ ও অপসারণেরপ্রক্রিয়া উল্লেখ কর।


অথবা,জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের পদত্যাগ ও অপসারণ পদ্ধতি লিখ।
অথবা, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের পদত্যাগ ও অপসারণের প্রক্রিয়া লিখ।
অথবা,জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ ও অপসারণের পদ্ধতি উল্লেখ কর।
ভূমিকা : জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী জেলা পরিষদ একজন চেয়ারম্যান, পনেরাে জন্য সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন মহিলা সদস্য নিয়ে গঠিত।
জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের পদত্যাগ ও অপসারণ প্রক্রিয়া : জেলা পরিষদ আইন, ২০০০ এর ৯ ধারা অনুযায়ী চেয়ারম্যান ও সদস্যগণের পদত্যাগের ক্ষেত্রে নিম্নোক্ত বিধি প্রযােজ্য :
১.সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযােগে কোন চেয়ারম্যান এবং চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযােগে কোনাে সদস্য স্বীয় পদত্যাগ করতে পারবেন।
২.পদত্যাগপত্র গৃহীত হবার তারিখ হতে পদত্যাগ কার্যকর হবে এবং পদত্যাগকারীর পদ শূন্য হবে।
জেলা পরিষদ আইন, ২০০৯ এর ১০ ধারা অনুযায়ী চেয়ারম্যান ও সদস্যগণের অপসারণের ক্ষেত্রে-
১.চেয়ারম্যান বা কোনাে সদস্য তার স্বীয় পদ হতে অপসারণযােগ্য হবেন, যদি তিনি-
ক. যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে পরিষদের পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকেন;
খ, পরিষদের বা রাষ্ট্রের হানিকর কোনাে কাজে জড়িত থাকেন।
গ. দুর্নীতি বা অসদাচরণ বা নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন।
ঘ. তার দায়িত্ব পালন করতে অস্বীকার করেন অথবা শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে তার দায়িত্ব পালনে অক্ষম হন; অথবা
ঙ.অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দোষে দোয়ী হন অথবা পরিষদের কোন অর্থ বা সম্পত্তির কোনাে ক্ষতিসাধন বা উহার আত্মসাতের জন্য দায়ী হন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, চেয়ারম্যান বা সদস্যগণের অপসারণ সরকার কর্তৃক অনুমােদিত হলে অনুমােদনের তারিখে চেয়ারম্যান বা উক্ত সদস্য তার পদ হতে অপসারিত হয়েছেন বলে গণ্য হবেন। এই আইনে অসদাচরণ বলতে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ইচ্ছাকৃত কুশাসনও বুঝাবে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*