চতুর্থ অধ্যায়,বাংলাদেশের অর্থনীতি,

ক- বিভাগ

শিল্পায়ন কী?
উত্তর : শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে।
Urban শব্দের অর্থ কী?
উত্তর : Urban শব্দের অর্থ হলো Conceptation of
People in Cities and Towns.
শহরায়ন কী?
উত্তর : শহরায়ন বলতে বুঝায় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন এলাকা শহরে রূপান্তরিত হয়।
পুঁজি প্রত্যাহার নীতি কাকে বলে?
উত্তর : রাষ্ট্রীয়ও খাতের ও সরকারি মালিকানায়
পরিচালিত শিল্পকারখানা, ব্যাংক ও অন্যান্য আর্থিক
প্রতিষ্ঠানকে ব্যক্তি মালিকানায় হস্তান্তরের মাধ্যমে
সরকারের বিনিয়োগকৃত পুঁজি ফিরিয়ে নেয়াকে পুঁজি প্রত্যাহার নীতি বলা হয় ।
পুঁজি প্রত্যাহার নীতির অপর নাম কী?
উত্তর : পুঁজি প্রত্যাহার নীতির অপর নাম বেসরকারীকরণ নীতি
নয়া শিল্পনীতি ঘোষণা করা হয় কবে?
উত্তর : নয়া শিল্পনীতি ঘোষণা করা হয় ১৯৮২ সালের ১ জুন।
শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ সংশোধন বিল গ্রহণ করা যায় কখন?
উত্তর : ১৯৮৭ সালের ১৭ জুন জাতীয় সংসদে শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ সংশোধন বিল পাস হয়।
স্থানান্তর গমন কাকে বলে?
উত্তর : স্থানান্তর গমন হচ্ছে কোন জনসমষ্টির পূর্বে এলাকা ছেড়ে বা ত্যাগ করে নতুন করে কোন স্থানে স্থায়ীভাবে বসবাস করা।
সমাজ কাঠামোর ভিত্তি কী?
উত্তর : সমাজ কাঠামোর ভিত্তি হলো সমাজস্থ বিভিন্ন শ্রেণি, গোষ্ঠী বা পেশার মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক।
Migrant বা স্থানান্তরিত কে?
উত্তর : যিনি স্থানান্তর প্রক্রিয়ায় পূর্বের এলাকা ছেড়ে নতুন স্থানে আবাস গড়েন তিনি Migrant বা স্থানান্তরিত।
কোথায় মানুষ স্থানান্তরিত বেশি হয়?
উত্তর : শহরে মানুষ স্থানান্তরিত বেশি হয়।
Pash factor কী?
উত্তর : গ্রামীণ দারিদ্র্য, কাজের অভাব বা অন্যান্য আর্থিক ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য অংশকে শহর বা নগরের দিকে ধাক্কা বা চাপ দিয়ে ঠেলে দিচ্ছে যাকে Pash factor বলে।
Pull factor কী?
উত্তর : শহরের সুযোগ সুবিধা, বৈচিত্র্য ও চাকচিক্য যেন গ্রামের মানুষকে আকর্ষণ করছে বা টানছে যাকে Pull factor বলে।
গ্রামীণ অর্থনীতি গঠিত হয় কীভাবে?
উত্তর : কৃষিজাত দ্রব্য, মৎস্য, গবাদিপশু, কুঠির শিল্পজাত দ্রব্য, বনজ সম্পদ ইত্যাদির উৎপাদন, আহরণ ও বিপণন সম্পর্কিত অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে গ্রামীণ অর্থনীতি গঠিত।
শহুরে অর্থনীতি গঠিত হয় কীভাবে?
উত্তর : বড় শিল্পপ্রতিষ্ঠান, আর্থিক ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, যোগাযোগ ও পরিবহন কেন্দ্র ইত্যাদি শহরে অবস্থিত এবং এগুলোর উৎপাদন ও বিপণন সম্পর্কিত কার্যকলাপ নিয়ে শহরে অর্থনীতি গঠিত।
বাংলাদেশের কত ভাগ লোক গ্রামে বাস করে?
উত্তর : বাংলাদেশের শতকরা ৮০ ভাগ লোক গ্রামে বাস করে।
বাংলাদেশের G. D. P তে কৃষিখাতের অবদান কত?
উত্তর : বাংলাদেশের G. D. P তে কৃষিখাতের অবদান ৩০%।
জীবিকা নির্ভর বা জীবন নির্বাহী খামার কাকে বলে?
উত্তর : জীবিকা নির্ভর বা জীবন নির্বাহী খামার বলতে সর্বনিম্ন যুক্তিপূর্ণ খামার আয়তনকে বুঝায় এবং উক্ত খামারে উৎপাদিত পণ্য এত কম পরিমাণে যে, এর দ্বারা পরিবারের ভরণপোষণ কোনরকমে সম্ভব।
পারিবারিক খামার কাকে বলে?
উত্তর : পারিবারিক খামার বলতে সহজ অর্থে এমন একটি খামারকে বুঝায়, যে খামার একটি পরিবারের শ্রম দ্বারা ক্রিয়াশীল ও পরিচালিত এবং আংশিক সময়ে ভাড়া করা শ্রমকে অন্তর্ভুক্ত করা যায়।
কী কী এককের ভিত্তিতে পারিবারিক খামারকে বিশ্লেষণ করা হয়?
উত্তর : লাঙল একক, কর্ম একক, ও আয় এককের ভিত্তিতে পারিবারিক খামার বিশ্লেষণ করা হয়।
পারিবারিক খামারকে দক্ষ উৎপাদনের একক হিসেবে আখ্যায়িত করা যায় কেন?
উত্তর : স্বল্পকালীন সময়ে এর ব্যয় কম থাকে বিধায় কৃষি অর্থনীতিবিদ ও সাধারণ মানুষ পারিবারিক খামারকে দক্ষ উৎপাদনের একক হিসেবে আখ্যায়িত করেন।
উদ্বৃত্ত খামার কী?
উত্তর : উদ্বৃত্ত খামার হচ্ছে এমন এক ধরনের খামার, যেখানে প্রয়োজনীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত পণ্য কৃষকের বাজারজাতকরণের সুযোগ থাকে।
বাণিজ্যিক খামার কাকে বলে?
উত্তর : বাণিজ্যিক খামার বলতে এমন এক ধরনের খামার ব্যবস্থাকে বুঝায়, যেখানে কৃষক বা উৎপাদনকারী তাঁর উৎপাদন বৃহদায়তন করে এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাজার উদ্বৃত্ত সৃষ্টি প্রসঙ্গে মৌলিক লক্ষ্য হিসেবে সর্বাধিক মুনাফাকে প্রাধান্য দিয়ে থাকে।
অভ্যন্তরীণ স্থানান্তর গমনের প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর : অভ্যন্তরীণ স্থানান্তর গমন দুই প্রকার। যথা : ১. গ্রাম থেকে শহরে স্থানান্তর গমন ও ২. শহর থেকে গ্রামে স্থানান্তর গমন।

খ- বিভাগ

প্রশ্ন৷১৷৷গ্রামীণ কাঠামোর উপাদান বা উৎসসমূহ কী?
প্ৰশ্ন৷৷২৷৷গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ লিখ।
প্ৰশ্ন৷৷৩৷৷বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ লিখ।
প্রশ্ন॥৪॥বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব লিখ।
প্ৰশ্ন॥৫॥বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য লিখ ।
প্ৰশ্ন৷৬৷৷ কৃষি কাঠামো কী?
প্রশ্ন৷৷৭৷ কৃষি খামার কাকে বলে?
প্রশ্ন॥৮॥ বাংলাদেশের উপযোগী খামার ব্যবস্থা কোনটি?
প্রশ্ন॥৯॥ কৃষিখামারের ধরন কী কী উল্লেখ কর।
প্রশ্ন১০৷৷ | পারিবারিক খামারের সংজ্ঞা দাও।
প্রশ্ন৷১১৷৷ জীবন নির্বাহী খামারের সংজ্ঞা দাও ।
প্রশ্ন৷১২৷৷ জীবন নির্বাহী খামারের সুবিধা ও অসুবিধা লিখ ।
প্রশ্ন॥১৩৷৷ | জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে কোনটি বেশি উপযোগী আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৪৷৷ বাণিজ্যিক খামারের সংজ্ঞা দাও।
প্রশ্ন৷৷১৫৷৷ | বিশেষায়িত খামারের সুবিধাসমূহ লিখ ।
প্রশ্ন৷৷১৬৷ : বিশেষায়িত খামারের অসুবিধাসমূহ লিখ।
প্রশ্ন৷৷১৭৷৷ বহুমুখী খামারের সুবিধাসমূহ লিখ ।
প্রশ্ন৷৷১৮৷৷ | বহুমুখী খামারের অসুবিধাসমূহ লিখ ।
প্ৰশ্ন৷৷১৯৷৷ | বাণিজ্যিক খামারের সুবিধা ও অসুবিধাসমূহ লিখ।
প্ৰশ্ন৷৷২০৷ বিশেষায়িত খামার ও বহুমুখী খামারের মধ্যে কোনটি বেশি উপযোগী? আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২১৷৷ সমবায় খামার ও যৌথ খামার বলতে কী বুঝ?
প্রশ্ন৷৷২২৷ উদ্বৃত্ত খামারের সংজ্ঞা দাও।
প্রশ্ন৷৷২৩৷৷ | ভূমিস্বত্ব ব্যবস্থা কী?
প্ৰশ্ন৷৷২৪৷৷ | শিল্প সমাজের প্রধান দিকগুলো কী?
প্রশ্ন৷৷২৫৷ | অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি কী?
প্রশ্ন৷৷২৬৷৷ বাংলাদেশে শ্রমিক অসন্তোষ দূরীকরণের উপায়গুলো লিখ ।
প্ৰশ্ন৷৷২৭৷ | শিল্পায়ন কী?
প্রশ্ন৷৷২৮৷ | বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়সমূহ কী কী?
প্রশ্ন৷২৯৷৷ | বাংলাদেশে কৃষিক্ষেত্রে সমস্যাসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩০৷৷ শ্রমিক অসন্তোষ কী?
প্রশ্ন৷৷৩১৷ বাংলাদেশে শিল্পায়নের সমস্যাসমূহ কী কী?
প্রশ্ন৷৷৩২৷বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব লিখ।
প্রশ্ন৷৩৩৷৷ভূমি সংস্কার কী?
প্রশ্ন৷৩৪৷ বেকারত্বের পাঁচটি কারণ লিখ।
প্ৰশ্ন৷৷৩৫৷ | অকৃষিকাজ কী?
প্ৰশ্ন৷৩৬৷ | অর্থনৈতিক উন্নয়নের উপর বয়স কাঠামোর প্রভাব আলোচনা কর ।
প্ৰশ্ন৷৩৭৷ বৈদেশিক মুদ্রা বলতে কী বুঝ?
প্রশ্ন৷৩৮৷ স্থানান্তর বলতে কী বুঝ?
প্রশ্ন৷৷৩৯৷ | গ্রামীণ জীবনের উপর স্থানান্তরের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৪০৷ | স্থানান্তরিত হওয়ার পিছনে দায়ী উপাদানসমূহ কী কী?
প্রশ্ন৷৪১৷ শহরে সমাজব্যবস্থার উপর স্থানান্তরের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।
প্ৰশ্ন৷৪২৷ | আন্তর্জাতিক স্থানান্তর গমনের কারণসমূহ লিখ।
প্রশ্ন৷৷৪৩৷৷ | আন্তর্জাতিক স্থানান্তরের প্রভাব বা ফলাফল লিখ ।
প্রশ্ন৷৷ ৪৪॥ স্থানান্তরের কারণসমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৪৫৷ | স্থানান্তর গমনের গুরুত্ব আলোচনা কর ।
প্রশ্ন৷৷৪৬৷৷ রেমিট্যান্স কী?
প্রশ্নঃ৪৭॥ | রেমিট্যান্স বৃদ্ধির উপায়সমূহ কী?
প্রশ্ন৷৪৮৷ | বাংলাদেশের রেমিট্যান্সের বর্তমান চিত্র তুলে ধর।
প্রশ্ন॥৪৯৷ | মানব সম্পদ উন্নয়ন ধারাটি ব্যাখ্যা কর।

গ- বিভাগ

প্রশ্ন॥১॥ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২॥ গ্রামীণ অর্থনীতি কাকে বলে? বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির কাঠামো আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৷৷বাংলাদেশের অর্থনীতিতে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব পর্যালোচনা কর।
প্ৰশ্ন৷॥৪॥বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বিরাজমান সমস্যাবলির বিস্তারিত আলোচনা কর ।
প্ৰশ্ন৷॥৫॥বাংলাদেশে শ্রেণি কাঠামো বা শ্রেণি সম্পর্ক আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৷বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থা ও শ্রেণি কাঠামোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন॥৭॥ বাংলাদেশের শিল্পায়নে প্রধান সমস্যাগুলো কী?
প্রশ্ন৷॥৮॥ প্রাকৃতিক পরিবেশের উপর শিল্পায়নের প্রভাব আলোচনা কর।
প্রশ্ন॥৯॥ সামাজিক পরিবেশের উপর শহরায়নের প্রভাব আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১০৷৷ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাবলি আলোচনা কর।
প্রশ্ন৷১১৷৷ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা কর।
প্রশ্ন॥১২॥ | শিল্পনীতির প্রসঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমান পুঁজি প্রত্যাহার নীতি ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷১৩৷৷বাংলাদেশ পুঁজি প্রত্যাহার নীতি অর্থনীতির বেসরকারি খাতে উদ্যোক্তা সৃষ্টিতে কী সহায়তা করে?
প্ৰশ্ন৷৷১৪৷৷বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷১৫৷বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷ ১৬৷বাংলাদেশে কীভাবে দ্রুত শিল্পায়ন সম্ভব তার বর্ণনা দাও।
প্ৰশ্ন৷১৭৷৷৷বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ১৮৷৷ | শিল্পায়ন কী? বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন৷৷১৯৷ | বাংলাদেশে শিল্পায়নের বাধাসমূহ কী কী? এগুলো দূরীকরণের উপায় কী?
প্ৰশ্ন৷৷২০৷৷ বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের উপায় কী?
প্ৰশ্ন৷২১৷৷মানব সম্পদ উন্নয়ন কী? বাংলাদেশে বর্তমান মানব সম্পদ উন্নয়নের অবস্থা বর্ণনা কর।
প্রশ্ন৷২২৷ | কৃষির স্থানান্তরের ক্ষেত্রে বিপণন সমস্যা ও সমাধানসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷২৩৷৷ কৃষি স্থানান্তরের ক্ষেত্রে বণ্টনের সমস্যা ও সমাধান আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৪৷ গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরের কারণসমূহ উল্লেখ কর।
প্রশ্ন৷৷২৫৷৷ বাংলাদেশে গ্রাম থেকে শহরের স্থানান্তরের আর্থসামাজিক কারণ আলোচনা কর।
প্রশ্ন৷২৬৷৷ বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলাফল আলোচনা কর।
প্রশ্ন৷২৭৷ পরিবেশের উপর গ্রাম-শহর স্থানান্তরের প্রভাব সম্পর্কে যা জান লিখ ।
প্রশ্ন৷৷২৮৷ | বাংলাদেশের সমাজের পরিপ্রেক্ষিতে স্থানান্তর গমনের আকর্ষণ ও বিকর্ষণ বিষয় পর্যালোচনা কর।
প্রশ্ন৷২৯৷ | রেমিট্যান্স বৃদ্ধির উপায়সমূহ লিখ।
প্রশ্ন৷৩০৷৷ | ‘হুন্ডিই রেমিট্যান্সের প্রধান শত্রু’ আলোচনা কর ।
প্রশ্ন৷৷৩১৷কৃষিপণ্যের উৎপাদন সমস্যাসমূহ কী কী? এর সমাধান আলোচনা কর।
প্রশ্ন৷৩২৷ | মানি লন্ডারিং প্রতিরোধ আলোচনা কর।
প্রশ্ন৷৩৩৷ বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন৷৩৪৷ | রেমিট্যান্স কী? প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণে প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৫৷ | বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা কর।
প্রশ্ন৷৩৬৷শ্রম ও কর্মসংস্থানের লক্ষ্যে গৃহীত সরকারের পদক্ষেপসমূহ বর্ণনা কর।
প্ৰশ্ন৷৩৭৷৷ | বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আলোচনা কর।
প্রশ্ন৷৩৮৷ বাংলােদশের অর্থনৈতিক সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৩৯৷ | বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব বর্ণনা কর।
প্রশ্ন॥৪০৷৷ বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা কর।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*