গেইনস’ কী?

অথবা, গেইনস বলতে কী বুঝ?
অথবা, GAINS কাকে বলে?
অথবা, GAINS এর প্রধান লক্ষ্যসমূহ উল্লেখ কর।
অথবা, GAINS এর প্রধান লক্ষ্যগুলো লিখ।
উত্তর৷ ভূমিকা :
GAINS এর পূর্ণ অভিব্যক্তি হলো Gender Aware Information and Networking Stsyem, ১৯৮০ সালের জাতিসংঘের সাধারণ পরিষদ নারী প্রগতির লক্ষ্যে INSTRAW নামে নতুন “আন্তর্জাতিক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। ১৯৯৯ সালে এর কর্মসূচি সম্প্রসারিত করা হয় এবং একুশ শতকের উপযোগী “তথ্য সমাজে” নারীদের অনুপ্রবেশের ক্ষমতা সৃষ্টি ও বৃদ্ধির লক্ষ্যে GAINS নামক কর্মসূচি গৃহীত হয়।
GAINS এর লক্ষ্য : INSTRAW বিশেষ কতিপয় উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে GAINS এর মাধ্যমে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিকাশ ঘটায়। এগুলো হলো :
১. নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে ইলেক্ট্রনিক মাধ্যমগুলোর সহযোগিতায় গবেষণা পরিচালনা করা।
২. সাধারণ জীবনের সকল স্তরে নারী উন্নয়নের জন্য নীতিমালা প্রণয়ন ও প্রচার করা এবং নারী পুরুষ সম্পর্কিত জ্ঞান ও তথ্য ভাণ্ডার তৈরি করা ও ব্যবহার করা।
৩. প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ ও ব্যবহারের ‘ইলেকট্রনিক’ মাধ্যমসমূহের ব্যবহার ও এ প্রক্রিয়ায় নারীদের প্রবেশ সহজসাধ্য করতে প্রশিক্ষণ দান করা।
৪. গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে “ই-প্রশিক্ষণ’ ও ‘দূর শিক্ষণ’ এর মাধ্যমে নারীর ক্ষমতায়নে সহায়তা করা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নারীদের প্রবেশকে সহজসাধ্য করা এবং নারী উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তি ও তথ্য যোগাযোগব্যবস্থার কার্যকর ব্যবহার করাই GAINS এর মূল উদ্দেশ্য। এতে রয়েছে আন্তর্জাতিক মতবিনিময়, সংলাপ, নেটওয়ার্কিং এর কৌশল এবং নারী পুরুষ সম্পর্কিত বিশাল তথ্য ভাণ্ডার।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*