এক নজরে ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সকল আপডেটসমূহ

◾ ডিগ্রি ১ম বর্ষ(২০২১-২২) নিয়মিত ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন ৮/০২/২০২৩ইং পর্যন্ত চলবে। ১০ ফেব্রুয়ারির পর মেধা তালিকা দিবে। প্রাইভেট কোর্সের সার্কুলার আসবে ফেব্রুয়ারির শেষ দিকে।

◾ ডিগ্রি(২০২০-২১ শিক্ষাবর্ষ) ১ম বর্ষ(নিয়মিত) ও (প্রাইভেট) শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা চলমান। ১২ মার্চ পরীক্ষাসমূহ শেষ হবে।

◾ডিগ্রি(২০১৯-২০ শিক্ষাবর্ষ) নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার ফরম পূরণ চলবে ৭ ফেব্রুয়ারী থেকে ৭ মার্চ পর্যন্ত। মার্চে রুটিন প্রকাশ করবে।

◾ ডিগ্রি(২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ৩য় বর্ষের একাডেমিক কার্যক্রম চলছে। ফরম পূরণ,পরীক্ষা সংক্রান্ত আপডেট আসবে আগামী মার্চ মাসের পর।

◾ ডিগ্রি(২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ৩য় বর্ষ নিয়মিত, অনিয়মিত এবং প্রাইভেট শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে ফেব্রুয়ারীর ১ম সপ্তাহে।

◾ ডিগ্রি(২০১৬-১৭) শিক্ষাবর্ষের প্রিলিমিনারী টু মাস্টার্স নিয়মিত ও (প্রাইভেট) ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু করে কলেজে পাঠানো হয়েছে। মার্চ মাসে ফরম পূরণের আপডেট আসবে।

◾ ২০২২-২৩ অর্থবছরের ডিগ্রি(পাস) ও সমমান পর্যায়ে উপবৃত্তির আবেদন সংক্রান্ত আপডেট আসতে পারে মার্চের পর।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*