একাদশ শ্রেণীতে (২০২৩)ভর্তি হতে প্রয়োজনীয় কাগজপত্র

এইচএসসির টেস্ট পরীক্ষা-২০২৩ শুরু ৩০ এপ্রিল, চলবে ১৫ মে পর্যম্ত। ফলাফল ২১ মে।
◾একাদশে ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি, বার্ষিক পরীক্ষা ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফল ৫ সেপ্টেম্বর। – শিক্ষা মন্ত্রণালয়

১।চূড়ান্ত ভর্তি ফরম নিজ নিজ কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।
২। একাদশ ভর্তির সিকিউরিটি কোড সংখ্যাটি অবশ্য সাথে রাখতে হবে – ম্যাসেজে পাবা
৩।এসএসসি পাস এর মূল মার্কশিট – একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি – স্কুল দিবে
৪। এসএসসি পাস এর মূল প্রশংসাপত্র – টেস্টমনিয়াল এবং দুই কপি করে তার ফটোকপি – স্কুল দিবে
৫। এসএসসি পাশের মূল প্রবেশপত্র এডমিট কার্ড এবং দুই কপি ফটোকপি
৬। এসএসসি পাশে রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি করে তার ফটোকপি
৭। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের এবং স্ট্যাম্প সাইজের ছবি
৮। শিক্ষার্থীর পিতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ।
৯। জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি
১০। পিতা বা মাতার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের কপি ফটোকপি
১১। পাঠ বিরতি বা শিক্ষাবিরোতি সনদ যারা 2010 21 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই ডকুমেন্ট প্রযোজ্য।
১২। মোবাইল নম্বর অবশ্যই যেটি সচল থাকবে এবং যেখানে তথ্য প্রদান করা হবে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*