ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নে কী কী সমস্যা বিদ্যমান?

অথবা, ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নে বাধাসমূহ কী কী?
অথবা, ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতাসমূহ কী?
অথবা, ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের সমস্যাসমূহ উল্লেখ কর।
অথবা, ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের বাধাসমূহ লিখ।
উত্তর৷ ভূমিকা :
নারীর ক্ষমতায়নের আলোচনায় ইউনিয়ন পরিষদে নারীর অবস্থান ও অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়। বাংলাদেশে নারী এবং পুরুষের অবস্থানটি অসম। সমাজে নারীদের অবস্থান পুরুষের তুলনায় নিম্নস্তরে রয়েছে। এ ধরনের একটি সামাজিক কাঠামোয় ইউনিয়ন পরিষদের এ নির্বাচন নারীদের কাছে বড় একটি প্রত্যাশার বাস্তবায়ন । কিন্তু এক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে নারীকে পড়তে হয় নানা সমস্যায়। ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের সমস্যাবলি : ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের পথ সুস্পষ্ট হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ নিম্নে আলোচনা করা হলো :
১. সুনির্দিষ্ট নীতিমালার অভাব : ইউনিয়ন পরিষদে নারী সদস্যদের দায়দায়িত্ব, ক্ষমতা ও অধিকার সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা সরকার কর্তৃক এখনো পর্যন্ত প্রণয়ন করা হয়নি। এর ফলে চেয়ারম্যান কিংবা পুরুষ সদস্যদের আজ্ঞাবহ হয়ে কাজ করতে তারা বাধ্য হয়।
২. পুরুষতান্ত্রিক সমাজ : বাংলাদেশে নারীর ক্ষমতায়নের বিশাল বাধা হলো পুরুষতান্ত্রিকতা। ইউনিয়ন পরিষদেও
নারী সদস্যদের প্রতি বিরূপ পুরুষতান্ত্রিক মনোভাব লক্ষণীয়।
৩. বেতন ভাতার স্বল্পতা : সংরক্ষিত আসন সাধারণ আসনের চেয়ে তিনগুণ বড় হওয়া সত্ত্বেও সরাসরি ভাতার স্বল্পতা, ভাতা প্রাপ্তির ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি নানা অনিয়মের সম্মুখীন হতে হয় নারী সদস্যদের। এটা তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে অন্যতম বাধা।
৪. নিরাপত্তাহীনতা : আমাদের দেশে যেখানে সকল নাগরিকই প্রায় সর্বক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগে, সেখানে স্বাভাবিকভাবেই নারীদের ক্ষেত্রে তার মাত্রাটা আরো বেশি। চরম নিরাপত্তাহীনতার কারণে রাত্রিকালীন বিচার সালিশে নারী সদস্যদের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয় না।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, ইউনিয়ন পরিষদে নারীরা ক্ষমতায়নে যেসব সমস্যার কথা বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তাই ইউনিয়ন পরিষদসহ সকল স্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এসব সমস্যার দ্রুত সমাধান আবশ্যক।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*