অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ নন-মেজর বিষয় প্রাণিবিজ্ঞান ১ ২১৩১০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ কি?(IPM,ADH,FSH,DNA,)
২। প্রাণিবিজ্ঞান কাকে বলে?প্রাণিবিজ্ঞানের জনক কে?
উঃজীববিজ্ঞানের যে শাখায় প্রাণিজগতের সকল প্রাণীর স্বভাব, বাসস্থান, গঠন, শারীরবৃত্ত, উৎপত্তি ও বিবর্তন, বংশগতি, বিস্তৃতি এবং পরিবেশের সাথে সম্পর্কের বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয় তাকে প্রাণিবিজ্ঞান বলে। দুটি গ্রিক শব্দ Zoon (প্রাণী) ও Logos (জ্ঞান) সমন্বয়ে Zoology শব্দটি উদ্ভত হয়েছে। প্রাণিবিজ্ঞানের জনক এরিস্টটল।
৩। জীবমণ্ডল বলতে কী বুঝ?
উঃ পৃথিবীপৃষ্ঠের স্থলভাগ, জলভাগ বা আবহাওয়ামগুলে বসবাস উপযোগী সকল প্রকার জীবের বাসস্থানকে জীবমণ্ডল বলে ৷
৪। কোষ মতবাদের প্রবক্তা কে? কোষ চক্র বলতে কি বুঝ?
উঃ Scheiden and Schwan. কোষের বৃদ্ধি এবং বিভাজন দশাসমূহসর্বদাই চক্রাকার বা পর্যায়ক্রমিক পথে আবর্তিত হচ্ছে। এই আবর্তনকেই কোষ চক্র বলে।
৫। একক পর্দা কী?
উঃ J.D Robertson এর মতে কোষ ঝিলি 7ধু পুরু একক বেধ সম্পন্ন ঝিলি যার বহিঃ ও অন্তঃস্তরে প্রোটিন এবং মধ্যস্তরে লিপিড অবস্থান করে তাকে একক পর্দা (Unit membrane) বলে ।
৬। Animal Pole কি?
উঃ ডিম্বাণুর সাইটোপ্লাজমের যে দিকে নিউক্লিয়াস থাকে সে অঞ্চলকে Animal pole বলে।
৭। হেটেরোক্রোমাটিন কী?
উঃ রঞ্জিত করার পর ক্রোমোজোমের যে অঞ্চল গাঢ় রং ধারণ করে তাকে হেটারোক্রোমটিন বলা হয়।
৮। পতনশীল অমরা কী?
উঃ যে অমরা প্রসবের সময় মাতৃদেহের বাইরে পতিত হয়, তাকে পতনশীল অমরা বলে।
৯। নামকরণ কী?ত্রিপদ নামকরণ কাকে বলে?
উঃ কোনো বিশেষ প্রাণীকে শনাক্তকরণের জন্য শ্রেণিবিন্যাসের কিছু নিয়মকানুন ও পদ্ধতি অনুসারে প্রাণীর প্রতিটি প্রজাতির যে বিশেষ নাম প্রদান করা হয় তাকে নামকরণ বা নামতত্ত্ব বলে। এবং জীবের নামকরণে গণ ও প্রজাতির নামেরপাশে আবিষ্কার বিজ্ঞানীর নামের অংশ সংযুক্ত করে যে নামকরণ করা হয় তাকে ত্রিপদ নামকরণ বলে।
১০। সিলোম এর সংজ্ঞা দাও। অপকৃত সিলোম বলতে কী বুঝ?
উঃ পেরিটোনিয়াম দ্বারা পরিপূর্ণরূপে পরিবৃত্ত ফাঁকা স্থান যা দেহ প্রাচীর ও পোষ্টিক নালির মধ্যবর্তী অংশে অবস্থিত থাকে তাকে সিলোম বলা হয় । এবং যে সকল প্রাণীদের দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির প্রাচীরে মেসোডার্মাল আবরণ থাকে নাতাদেরকে অপ্রকৃত সিলোম বা সিলোমযুক্ত প্রাণী বলে। যেমন- Nematoda, Acanthocephala.
১১। পিনোসাইটোসিস (Pinocytosis) কী?
উঃ পিনোসাইটোসিস হচ্ছে সরলতম প্রাণীদের এক প্রকার খাদ্য গ্রহণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় প্রোটোজোয়ান প্রাণী প্লাজমামেমব্রেন দ্বারা তরল খাদ্য গ্রহণ করে।
১২। কোন পর্বের প্রাণীদের ‘Spiny headed worms’
বলা হয়?
উঃ Acanthocephala পর্বভুক্ত প্রাণিদের ‘Spring headed worms’ বলা হয়।
১৩। কোন প্রাণীকে Tongue worm বলা হয়?
উঃ Hemichordata পর্বভূক্ত প্রাণীদের ‘Acton worm’ বা ‘Tongue worm’ বলা হয়।
১৪। ককসিডিওসিস কি?
উঃ Eimeria tenella দ্বারা মুরগির ছানার যে মারাত্মক রোগের সৃষ্টি হয় তা ককসিডিওসিস (Coccidiosis) নামে পরিচিত।
১৫। সাইটোপাইজ কি?
উঃ Paramecium-এর দেহের পশ্চাৎ প্রান্তের পাশীয় দিকের পেলিকলে একটি ক্ষুদ্র ছিদ্র থাকে তাকে সাইটোপাইজ বলে।
১৬। সিলিয়ারি ফিডিং বলতে কি বুঝ?
উঃ কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে খাদ্য গ্রহণে পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেক প্রাণীতে পৌষ্টিকনালীতে সিলিয়ার প্রাধান্য লক্ষ্য করা যায়। এই সকল সিলিয়া পানিস্রোত সৃষ্টি করে, পানিস্রোতে বাহিত খাদ্যবস্তুকে বাছাই করে, ছাঁকনির কাজ করে, খাদ্যবস্তুকে মুখছিদ্র পথে গলবিল ও পৌষ্টিক নালীতে প্রেরণ করে। সিলিয়ার সাহায্যে খাদ্য গৃহীত হয় বলে এই খাদ্যগ্রহণ প্রক্রিয়াকে সিলিয়ারি ফিডিং প্রক্রিয়া বলা হয়। ব্রাঙ্কিয়োস্টোমা সিলিয়ার সাহায্যে খাদ্যগ্রহণ করে বলে সিলিয়ারি ফিডার বলা হয়।
১৭। স্পনোসিল কি?
উঃ Scypha-র Osculum একটি সংকীর্ণ নলাকার গহ্বরে উন্মুক্ত। এই গহবরটিকে স্পঞ্জোসিল বলে।
১৮। প্যারাজোয়া শব্দের অর্থ কী?
উঃ বহুকোষী আকার নিয়ে গঠিত যা মূলত একটি গ্যাস্টুলার সাথে তুলনীয়।
১৯। স্পিকিউল কী? স্পিকিউলগুলো কি দ্বারা নির্মিত?
উঃ পরিফেরা পর্বের প্রাণীদের দেহ কঙ্কালকে স্পিকিউল বলে । এবং স্পিকিউলগুলো ক্যালসিয়াম কার্বনেট দ্বারা।
২০। বহুরূপতা কী?
উঃ একই প্রজাতির বিভিন্ন সদস্য কলোনি গঠন করে বসবাসকালে ভিন্ন ভিন্ন কাজের প্রেক্ষিতে সদস্যদের মধ্যে গঠনগত পার্থক্য প্রকাশের প্রক্রিয়াকে বহুরূপতা বলে।
২১। Obelia-এর লার্ভার নাম লিখ।
উঃ Obelia-এর লার্ভার নাম হলো প্লানুলা লার্ভা।
২২। স্ট্যাটোসিস্ট কি?
উঃ মেডুসার প্রতিটি একান্তর কর্ষিকার গোড়ায় ১টি করে মোট ৮টি থলি সদৃশ সংবেদী অঙ্গ থাকে, যার নাম স্ট্যাটোসিস্ট।
২৩। জুইড বলতে কি বুঝ?
উঃ কলোনি গঠনকারী প্রাণীদের বিভিন্ন অংশকে Zooid বলে। Cnidaria পর্বের Hydrozoa শ্রেণির ও অন্তর্গত প্রাণীদের Zooid দেখা যায়। যেমন- Obelia 1 Obelia-র উপনিবেশে তিন ধরনের Zooid থাকেন। যথা- (ক) পলিপ, (খ) ব্লাস্টোস্টাইল ও (গ) মেডুসা ।
২৪। মুক্তা কী?
উঃ ঝিনুকের খোলকের Nacerous স্তরে কোন Foreign particles যেমন- পরজীবী, বালুকণা ও উদ্ভিদ শেষাংশ প্রবেশ করলে ম্যান্টলের প্রাচীর হতে নিঃসৃত একধরনের পদার্থ তাকে আবৃত করে ফেলে এভাবে বড় হতে থাকে। একে মুক্তা বলে।
২৫। র‍্যাডুলা কি?
উঃ Pila সহ প্রায় সব Mollusca পর্বের প্রাণীর মুখবিবরের মেঝেতে ওডোনটোফোরের শীর্ষদেশে বাদামি বর্ণের ফিতার ন্যায় কাইটিন নির্মিত যে বিশেষ অঙ্গটি অবস্থান করে তার নাম র‍্যাডুলা। এটি গৃহীত খাদ্যবস্তুকে চূর্ণ করার কাজে সহায়তা করে।
২৬। হিমোসিল বলতে কি বুঝ?
উঃ আর্থোপোডাদের বেশিরভাগ দেহ গহ্বর রক্তেপূর্ণ থাকে। রক্তেপূর্ণ এ ধরনের দেহ গহ্বরকে হিমোসিল বলে।
২৭। সবুজ গ্রন্থি কী?
উঃ Prawn’ এর অ্যান্টেনার কক্সা খণ্ডের মধ্যে একটি করে সাদা, ঘোলাটে, মটর দানার মত ‘অ্যান্টেনারী গ্রন্থি থাকে। একে সবুজ গ্রন্থি বলে ।
২৮। Astropecten এর লার্ভা দশার নাম কী?
উঃ বাইপিনারিয়া লার্ভা।
২৯। ম্যান্ড্রিপোরাইট কী?
উঃ Astropecten-এর দুটি বাহুর আন্তঃঅরীয় স্থানে যে স্পষ্ট, চ্যাপ্টা, গোলাকার ছিদ্রযুক্ত পাত থাকে, তার নাম ম্যান্ড্রিপোরাইট।
৩০। পেডিসিলারি কী?
উঃ কণ্টক এবং ত্বকীয় ফুলকা ছাড়াও Astropecten এর পরাঙ্গমুখ তলে অসংখ্য অতিক্ষুদ্র সাদা বর্ণের রূপান্তরিত স্পাইন বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এদের পেডিসিলারি বলে । এরা দেহের উপরিভাগ পরিষ্কার রাখে।
৩১। শ্বসন কাকে বলে?
উঃ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত O2 দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ বা গতি শক্তিরূপে মুক্ত করে এবং উপজাত দ্রব্য হিসেবে CO2 ত্যাগ করে তাকে শ্বসন বলে।
৩২। রেচন বলতে কি বুঝ?
উঃ বিপাকীয় কাজের ফলে উৎপন্ন অপ্রয়োজনীয়, অতিরিক্ত ও দূষিত পদার্থ যে শারীরবৃত্তীয় পদ্ধতিতে দেহ থেকে দ্রুত ও নিয়মিত হারে অপসারিত হয় তাকে রেচন বলে।
৩৩। ইমপ্যান্টেশন এর সংজ্ঞা দাও।
উঃ বর্ধনশীল মানব ভ্রূণ জরায়ুর প্রাচীরে সংস্থাপিত হওয়ার কৌশলকে ইমপ্যানটেশন বলে
৩৪। ইনসুলিন কী?
উঃ ইনসুলিন একধরনের হরমোন। এর অভাবে মানুষের ডায়াবেটিস রোগ হয়। মেরুদণ্ডী প্রাণীর অগ্ন্যাশয়ের ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জের বিটা কোষ থেকে প্রাকৃতিক নিয়মে নিঃসৃত হয়।
৩৫। নিউরো-হরমোন বলতে কী বুঝ?
উঃ স্নায়ুকোষ থেকে নির্গত এক ধরনের রাসায়নিক পদার্থ বা হরমোনের মত কাজ করে তাকে নিউরো-হরমোন বলে।
৩৬। মৌ বিষ কী?
উঃ কর্মী মৌমাছি ও কর্মী মৌমাছির উপরের শেষ খণ্ডের স্থল হতে নিঃসৃত স্বচ্ছ তীক্ষ্ণ তিক্ত অম্ল ও ক্ষারীয় যন্ত্রণাযুক্ত পদার্থকে মৌ বিষ বলে। মৌবিষে অম্লীয় ও ক্ষারীয় পদার্থ থাকে যার মিলিত কার্যক্রমে যে কোনো প্রাণী অসুস্থ ও মারা যেতে পারে। আবার এ বিষ মানুষের বহু ধরনের রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।
৩৭। মনোসেক্স কালচার কী?
উঃ যখন কোনো একক প্রজাতির শুধু পুরুষ কিংবা স্ত্রী জাতের মাছ চাষ করা হয় তখন তাকে মনোসেক্স কালচার বলা হয়।
৩৮। Ornithology- এর সংজ্ঞা দাও।
অথবা, পক্ষীবিজ্ঞান কাকে বলে?
উঃ প্রাণিবিদ্যার যে শাখায় পাখি সম্বন্ধে বিশদ Ornithology বা আলোচনা করা হয় সেই শাখাকে পক্ষীবিজ্ঞান বলে ৷
৩৯। Fauna-এর সংজ্ঞা দাও।
উঃ জীববিজ্ঞানে ‘ফনা’ বলতে কোনো ভৌগোলিক অঞ্চলে অথবা প্রত্নতাত্ত্বিক যে-কোনো সময়ে (যথা- Era, Epoch, Period প্রভৃতি) প্রাপ্ত যাবতীয় প্রাণী সম্পর্কে বুঝানো হয়।
৪০। পার্টের ক্ষতিকর একটি পতঙ্গের বৈজ্ঞানিক নাম কি?
উঃ Diacrasia oblique
৪১। প্রণোদিত প্রজননের সংজ্ঞা দাও।
উঃ কৃত্রিম হরমোন, ইনজেকশনের মাধ্যমে মাংসপেশিতে ব্যবহার করে বদ্ধ পানিতে কার্পজাতীয় মাছের প্রজননে উদ্বুদ্ধ করার প্রক্রিয়াকে প্রণোদিত প্রজনন বলে ।
৪২। সমন্বিত মৎস্য চাষ কাকে বলে?
উঃ মাছের সাথে পশু-পাখি বা উদ্ভিদের একই খামারে চাষ ব্যবস্থাপনাকে সমন্বিত মৎস্য চাষ (Integrated fish farming) বলে। যেমন- মাছ ও হাঁস-মুরগির সমন্বিত চাষ, ধান-মাছ সমন্বিত চাষ ইত্যাদি।
৪৩। বায়োটা কি?
উঃ কোনো অঞ্চলের সমগ্র প্রাণীকুল (Fauna) ও উদ্ভিদকুল (Flora) একত্রে বায়োটা নামে আখ্যায়িত।
৪৪। পুলেশন’ বলতে কী বুঝ?
উঃ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একটি প্রজাতির অন্তর্গত সকল সদস্যের সমষ্টিকে জনগোষ্ঠী বা পপুলেশন বলে।
৪৫। কো-এসারভেট কাকে বলে?
উঃ A.I Oparin এর গবেষণা থেকে জানা যায় তৎকালে সরল প্রোটিনের (যেমন-জিলেটিন) তরল দ্রবণ যে-কোনো জটিল সুগারের সাথে মিশ্রিত হয়ে কো-এসারভেট ড্রপলেট তৈরি করেছিল। এদের অন্যতম বৈশিষ্ট্য ছিল চতুর্দিকের দ্রবণ থেকে কলয়ডাল দ্রব্য পরিশোধন করে তাদের অভ্যন্তরে জমা করা।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। মরফোমেট্রিক্স ও মেরিস্টিক্স এর পার্থক্য লিখ। ১০০%
২। পলিপ ও মেডুসার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। Ascaris এর পরজীবীয় অভিযোজনিক বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৪। Eimeria-র রোগতাত্ত্বিক দিকগুলো লিখ। ১০০%
অথবা, Ascaris-এর রোগতত্ত্ব বর্ণনা কর।
৫। Balanoglossus কী একটি কর্ডেট প্রাণী? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও। ১০০%
৬। অন্তঃকোষীয় পরিপাক ও বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৭। ট্যাগমাটাইজেশন কি? প্রাণী শ্রেণিবিন্যাস এর গুরুত্ব উল্লেখ কর। ১০০%
৮। লাইসোজোম/ক্রোমোজোমের গঠন ও কাজ লিখ। ১০০%
অথবা, গলজি বস্তু কি? গলগি বস্তুর গঠন ও কাজ লিখ।
৯। বাংলাদেশে হাঁস-মুরগি খামারের আর্থ-সামাজিক গুরুত্ব আলোচনা কর। ১০০%
১০। DNA ও RNA এর মধ্যে পার্থক্য কর। ১০০%
১১। পরিপাক ও শোষণের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
অথবা, হরমোন ও এনজাইমের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১২। শর্করা বিপাকে ভিটামিনের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৩। ভিটামিন A ও C/D-এর উৎস ও অভাবজনিত রোগের নাম লিখ। ৯৯%
১৪। ধানক্ষেতে মাছ চাষের সুবিধাসমূহ উল্লেখ কর। ৯৯%
১৫। পুরুষ ও স্ত্রী Macrobrachium এর মধ্যে পার্থক্য লিখ। ৯৮%
১৬। বাইপিনারিয়া/টরনারিয়া লার্ভার গঠন বর্ণনা কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। জনুঃক্রম ও মেটাজেনেসিস কী? Obelia জীবনচক্রে মেটাজেনেসিসের গুরুত্ব লিখ। ১০০%
২। অ্যালভিওলাস কী? রক্তের মাধ্যমে কীভাবে অক্সিজেন O₂ ও কার্বন ডাইঅক্সাইড CO₂ পরিবাহিত হয় বর্ণনা কর। ১০০%
৩। দ্বি-শাখা উপাঙ্গ কী? চিংড়ির শিরবক্ষের উপাঙ্গসমূহ বর্ণনা দাও। ১০০%
৪। Astropecten এর পানি সংবহন তন্ত্রের বর্ণনা দাও। ১০০%
অথবা, Astropectern-এর ক্ষেত্রে জৈবিক গুরুত্বসহ পানি সংবহন তন্ত্র বর্ণনা কর। ১০০%
৫। প্রভুগ্রন্থি কী? প্রভুগ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম ও কাজ উল্লেখ কর। ১০০%
৬। ধানক্ষেত্রে মাছ চাষের পদ্ধতিসমূহ বর্ণনা কর। ১০০%
৭। Paramecium-এর কনজুগেশন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৮। মুরগির রাণীক্ষেত রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার বর্ণনা কর। ১০০%
৯। নিউরন কী? নিউরনের চিহ্নিত চিত্রসহ বর্ণনা দাও। ১০০%
অথবা, নেফ্রন কি? একটি নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা কর।
১০। দুটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ Annelida বা Platyhelminthes এর পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। ৯৯%
১১। Euglena-র দৈহিক গঠন বর্ণনা কর। ৯৯%
১২। স্পার্মাটোজেনেসিস কি? স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার বর্ণনা দাও। ৯৯%
১৩। Balanoglossus-এর জ্ঞাতিত্ব ও অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের বর্ণনা কর। ৯৯%
১৪। বহুরূপতা কি? Obelia-এর ক্ষেত্রে বহুরূপতা বর্ণনা কর। ৯৮%
১৫। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের উপাদানগুলোর বর্ণনা দাও। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*