অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় রাজনৈতিক সমাজবিজ্ঞান ২১২০০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-GAD, WAD, WID
২। রাজনৈতিক সমাজবিজ্ঞান হলো রাজনৈতিক ক্ষমতা এবং শ্রেণি কাঠামোর পারস্পরিক সম্পর্কে অধ্যয়ন। ”— উক্তিটি কার?
উঃ Theodore Cap এর .
৩। রাজনৈতিক সমাজবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?
উঃ আর্থার বেন্টলী ও গ্রাহাম ওয়ালাস।
৪। Comparative Political System’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ Barbara Melennan ।
৫। রাজনৈতিক সংস্কৃতির মৌলিক উপাদান উল্লেখ কর।
উঃ অভিজ্ঞতাবাদী বিশ্বাস, সংবেদনশীল মনোভাব,মূল্যবোধের অগ্রাধিকার ও সহনশীল আচরণ।
৬। রক্ষণশীলতাবাদের প্রবক্তা কে?
উঃ এডমন্ড বার্ক ।
৭। রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উঃ ১৯১৭ সালে।
৮। নির্বাচকমণ্ডলী কারা?
উঃ আইন অনুযায়ী রাষ্ট্রের যেসব নাগরিক ভোটাধিকার প্রাপ্ত হয়, তাদের সমষ্টিগত রূপই হলো নির্বাচকমণ্ডলী।
৯। কাল্পনিক সমাজতন্ত্রের একজন প্রবক্তার নাম লিখ।
উঃ টমাস ম্যুর।
১০। Class in itself প্রত্যয়টি কার?
উঃ ‘Class in itself প্রত্যয়টি কার্ল মার্কস-এর।
১১। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা?
উঃ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো- ১. শ্রমিক সংঘ,২.শিল্পপতিদের সংগঠন ও ৩. ধর্মীয় প্রতিষ্ঠান।
১২। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা সর্বপ্রথম কোন দেশে হয়েছিল?
উঃ উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা সর্বপ্রথম হয়েছিল ইংল্যান্ডে।
১৩। রাজনৈতিক সমাজবিজ্ঞান সমাজ ও রাজনীতি, সমাজ কাঠামো ও রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে।” উক্তিটি কার?
উঃ এস.এম. লিপসেট-এর (S.M. Lipset)।
১৪। রাজনৈতিক সমাজবিজ্ঞান বিশ্লেষণে দু’টি দৃষ্টিভঙ্গির নাম লিখ।
উঃ ৫টি। যথা- (ক) আচরণবাদী দৃষ্টিভঙ্গি, (খ) ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি, (গ) কাঠামো-কার্যগত দৃষ্টিভঙ্গি, (খ) গোষ্ঠীগত দৃষ্টিভঙ্গি ও (৫) মার্কসীয় দৃষ্টিভঙ্গি।
১৫। আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?
উঃ আর্থার বেন্টলী ও গ্রাহাম ওয়ালাস।
১৬। রাজনৈতিক সামাজিকীকরণের দুইটি বাহন উল্লেখ কর ।
উঃ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান।
১৭। রাজনৈতিক সামাজিকীকরণের প্রাথমিক সুতিকাগার বলা হয় কোন সংগঠনকে?
উঃ রাজনৈতিক সামাজিকীকরণের প্রাথমিক সূতিকাগার বলা হয় পরিবারকে।
১৮। রাজনৈতিক উন্নয়ন কী?
উঃ সবরকম নতুন ধরনের রাজনৈতিক চাহিদা ও সংগঠনের সাথে সামঞ্জস্য সাধনের ব্যাপারে রাজনৈতিক সক্ষমতাই হলো রাজনৈতিক উন্নয়ন ।
১৯। এলিট চক্রাকার মতবাদের প্রবক্তা কে?
উঃ ইতালি অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী ভেলফ্রিজে প্যারেটো।
২০। রাজনৈতিক সংস্কৃতি কি?
উঃ “রাজনৈতিক সংস্কৃতি হলো সংস্কৃতির এমন একটি অংশ যা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগনের বিশ্বাস জনগণের বিশ্বাস, আদর্শ ও মূল্যবোধ। মনোভাব ও অনুভূতি সম্পর্কে জ্ঞান দান করে।
২১। রাজনৈতিক মেরুকরণ কি?
উঃ রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে ক্ষমতা লাভের আশায় ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলোকে নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে পরাজিত করার জন্য মোর্চা গঠন করা হয়। রাজনৈতিক এই মোর্চা গঠনের প্রক্রিয়াকেই রাজনৈতিক মেরুকরণ বলা হয়।
২২। রাষ্ট্রের উপাদানগুলো কি?
উঃ ৪টি। যথা : সরকার, নির্দিষ্ট ভূখন্ড, জনসমষ্টি, স্বার্বভৌমত্ব।
২৩। অ্যালমন্ড ও ভার্বা এর মতানুসারে রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ উল্লেখ কর।
উঃ অ্যালমন্ড ও ভার্বা-এর মতানুসারে রাজনৈতিক সংস্কৃতির প্রকারভেদ নিম্নরূপ- ১. সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি; ২. অধীন রাজনৈতিক সংস্কৃতি এবং এ. অগ্রোহক রাজনৈতিক সংস্কৃতি।
২৪। দু’টি রাজনৈতিক আন্দোলনের নাম লিখ।
উঃ ১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ২. ১৯৬৯ সালে গণআন্দোলন।
২৫। Civic Culture” গ্রন্থের প্রণেতা কে?
উঃ অ্যালমন্ড ও ভার্বা (Almend and Verba)
২৬। প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি” এর প্রবক্তা কে?
উঃ ডেভিড স্টোন।
২৭। Ancient Society’ এর রচয়িতা কে?
উঃ L. H. Morgan.
২৮। সিভিটাস কী?
উঃ নগর হলো এমন একটি এলাকা বা অঞ্চল যেখানে অধিক লোক স্থায়ীভাবে বসবাস করে এবং জীবিকা নির্বাহের জন্য আকৃতি পেশার সাথে জড়িত থাকে।
২৯। গোত্র কী?
উঃ রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম মাতৃসূত্রীয় সংগঠনের নাম গোত্র বা কৌম।
৩০। The Origin of the State” গ্রন্থের রচয়িতা কে?
উঃ রবার্ট এইচ লুই (R. H. Lowie)।
৩১। আইন কি?
উঃ আইন হচ্ছে ন্যায়ের প্রতিষ্ঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা।
৩২। মুক্ত সমাজ কী?
উঃ মানুষের পারস্পরিক জটিল জাল বিন্যাস; যার মাধ্যমে মানুষ সামাজিক জীব হিসেবে ভূমিকা পালন করে থাকে। তাকেই সমাজ বলা হয়।
৩৩। বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায় সরকার কবে গঠিত হয়েছিল?
উঃ ১৯৯৭ সালের ২৬ মার্চ।
৩৪। নির্বাচকমন্ডলী কারা?
উঃ আইন অনুযায়ী রাষ্ট্রের যেসব নাগরিক ভোটাধিকার প্রাপ্ত হয়, তাদের সমষ্টিগত রূপই হলো নির্বাচকমন্ডলী।
৩৫। গণভোট কী?
উঃ গণভোট বলতে বুঝায় আইনের প্রস্তাবে নির্বাচক মণ্ডলীর ভোটের মাধ্যমে জসম্মতি গ্রহণ।
৩৬। নেতৃত্বের অর্থ কয়টি ও কি কি?
উঃ নেতৃত্ব প্রধানত তিন প্রকার যথা- (ক) অবস্থানের গুণাগুণ, (খ) ব্যক্তির বৈশিষ্ট্য এবং (গ) বিভিন্ন ধরনের ব্যবহার।
৩৭। সম্মোহনী নেতৃত্ব কী?
উঃ নেতৃত্বে নেতা তার ব্যক্তিগত গুণায়াল, আদর্শ ও মূল্যবোধ দিয়ে অনেকের কাছে ঐশ্বরিক ক্ষমতা ও পূজনীয় ব্যক্তি হিসেবে প্রতিভাত হন তাকে সম্মোহনী নেতৃত্ব বলে।
৩৮। এলিট চক্রাকার মতবাদের প্রবর্তক কে?
উঃ এলিট তত্ত্বের প্রবক্তা হলেন ভিলফ্রেডো প্যারেটো।
৩৯। সম্মোহনী নেতৃত্বের একটি উদাহরণ দাও।
উঃ স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব।
৪০। আমলাতন্ত্রের জনক কে?
উঃ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার ( Max Weber).
৪১। ফ্যাসিবাদের প্রবক্তা কে?
উঃ ফ্যাসিবাদের জনক হলেন বেনিতো মুসোলিনি।
৪২। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উঃ কার্ল মার্কস।
৪৩। কার্ল মার্কসের সমাজবিকাশের ধারায় চূড়ান্ত পর্যায় কোনটি?
উত্তর: সাম্যবাদ ।
৪৪। সাম্যবাদের মূল বক্তব্য কি?
উঃ সাম্যবাদ বলতে আয় ও সম্পত্তির সাধারণ মালিকানা এবং সমবন্টন নীতিভিত্তিক এক সমাজব্যবস্থাকে বুঝায়।
৪৫। জেন্ডার কি?
উঃ নারী-পুরুষের আচরণ, ভূমিকা, মর্যাদা ও সামাজিক-সাংস্কৃতিক অবস্থা বোঝানোর সামাজিক পদাবলিকেই লিঙ্গ বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সুশীল সমাজ কী? এর বৈশিষ্ট্য লিখ। ১০০%
২। রাজনৈতিক সংস্কৃতি কী? ১০০%
৩। নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ? ১০০%
৪। ‘আসাবিয়া’ প্রত্যয়টি ব্যাখ্যা কর। ১০০%
৫। রাজনৈতিক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। ১০০%
৬। সামরিক আমলাতন্ত্র বলতে কি বোঝায়? ১০০%
৭। সাম্যবাদের/উদারতাবাদের সংজ্ঞা দাও। ১০০%
৮। রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় কর। ১০০%
৯। রাজনৈতিক আধুনিকীকরণ/সামাজিকীকরণ বলতে কি বুঝ? ১০০%
১০। নেতৃত্বের সংজ্ঞা দাও। ১০০%
১১। সংখ্যালঘু বলতে কি বুঝ? ৯৯%
১২। চাপসৃষ্টিকারী গোষ্ঠী বা দল কি? ৯৯%
১৩। রাষ্ট্র ও আইনের মধ্যকার সম্পর্ক আলোচনা কর। ৯৮%
১৪। রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি লিখ। ৯৮%
১৫। জেন্ডার অসমতা ব্যাখ্যা কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। উদারতাবাদ কী? উদারতাবাদের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
২। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত রবার্ট লোঙ্গ এর তত্ত্বটি পর্যালোচনা কর। ১০০%
৩। বাংলাদেশে জেন্ডার অসমতার কারণসমূহ বর্ণনা দাও। ১০০%
৪। শ্রেণি কাঠামো এবং রাজনৈতিক ক্ষমতার সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৫। উন্নয়নশীল দেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর। ১০০%
৬। উন্নয়নশীল দেশসমূহে সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণ ও পরিণতি পর্যালোচনা কর। ১০০%
৭। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রসমূহের সমাজ ও সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ১০০%
৮। গণতন্ত্র কী? উন্নয়নশীল সমাজে গনতন্ত্রের প্রকৃতি আলোচনা কর। ১০০%
৯। বাংলাদেশে নারী উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ১০০%
১০। আমলাতন্ত্র কী? আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১১। রাজনৈতিক সমাজবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর। ৯৯%
১২। রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব, ক্রমবিকাশ ও পরিধি আলোচনা কর। ৯৯%
১৩। রাজনৈতিক সামাজিকীকরণের বিভিন্ন বাহন আলোচনা কর। ৯৮%
১৪। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*