অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ বাংলা বিষয় বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি ২১১০০১ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। ‘আর্য’ শব্দটির আক্ষরিক অর্থ কী?
উঃ ‘আর্য’ শব্দটির আক্ষরিক অর্থ হলো- সত্বংশজাত ব্যক্তি।
২। কোন অঞ্চলের নাম ‘হরিকেল’ ছিল?
উঃ বাকেরগঞ্জ অঞ্চল সংলগ্ন এলাকা অর্থাৎ বরিশাল,
খুলনা ও বাগেরহাট ছিল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত।
৩। ‘ভুসুক’ কে ছিলেন?
উঃ ‘ভুসুক’ ছিলেন চর্যার পদকর্তা।
৪। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে?
উঃ সম্রাট অশোকের আমলে এদেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে।
৫। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
উঃ মুজিব নগর সরকার ১৭ এপ্রিল ১৯৭১ সালে শপথ
গ্রহণ করে।
৬। ‘শিখা’ গোষ্ঠীর স্লোগান কী ছিল?
উঃ “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি
সেখানে অসম্ভব।”
৭। ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস।
৮। ‘সুফিবাদ’ কী?
উঃ পরমাত্মার সাথে জীবাত্মার মিলন সাধনের দর্শন সুফীবাদ ।
৯। ‘সোমপুর বিহার’ কোথায় অবস্থিত?
উঃ সোমপুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুর অবস্থিত।
১০। “আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি”—উক্তিটি কার?
উঃ উক্তিটি ড. মুহাম্মদ শহীদুল্লাহ ।
১১। ‘টোটেম’ অনুষ্ঠান কী?
উঃ পশু শিকারের পর যে অনুষ্ঠান করা হতো তাকে
টোটেম অনুষ্ঠান বলা হয় ।
১২। ‘মাৎস্যন্যায়’ শব্দের অর্থ কী?
উঃ মাৎস্যন্যায় হলো অরাজকতাপূর্ণ অবস্থা। বড় মাছ যেমন
ছোটমাছকে গ্রাস করে তেমনি সবলেরাও দুর্বলদের শোষণ করে।
১৩। ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ আবুল ফজল।
১৪। কখন ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?
উঃ বাংলা ১১৭৬ সাল, ইংরেজি ১৭৭০ সাল।
১৫। ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা?
উঃ সাপ্তাহিক সৈনিক পত্রিকা।
১৬। ‘বর্গী’ নামে পরিচিত কারা?
উঃ মারাঠা হানাদার দস্যুরা ‘বর্গী’ নামে পরিচিত।
১৭। গম্ভীরা কোন অঞ্চলের গান?
উঃ গম্ভীরা চাপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।
১৮। পাল আমলে বাংলার কোন সাহিত্যকর্ম রচিত হয়েছিল?
উঃ চর্যাপদ।
১৯। পাঁচালি কাকে বলে?
উঃ পাঁচালি এক ধরনের পালাগান।
২০। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উঃ লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত ।
২১। আর্য কারা?
উঃ প্রটো অস্ট্রালয়েডদের পর ককেশীয়রা এদেশের প্রবেশ করে, এদেরকে আর্য বলা হয়ে থাকে ।
২২। ‘Terra cotta’ কি?
উঃ পোড়ামাটির তৈরি শিল্পকর্মকে টেরাকোটা বলা হয় ।
২৩। কবি কালিদাস কোন যুগের কবি ছিলেন?
উঃ কবি কালিদাস প্রাচীন যুগের কবি ছিলেন।
২৪। প্রাচীনকালে ‘বঙ্গ’ জনপদটি বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল?
উঃ বাংলার পূর্বে ও দক্ষিণ-পূর্বে অঞ্চল অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল ।
২৫। সম্রাট আকবর কবে বাংলা বিজয় করেন?
উঃ ১৫৭৬ সালে।
২৬। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে, কোথায় উত্তোলন করা হয়?
উঃ ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে; তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম আব্দুর রব।
২৭। বড় সোনা মসজিদের নির্মাতা কে?
উঃ হোসেন শাহের পুত্র নুসরৎশাহ ১৫২৬ সালে বড় সোনা মসজিদ নির্মাণ করেন।
২৮। ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে?
উঃ ব্রাহ্ম ধর্মের প্রবর্তক রাজা রামমোহন রায়।
২৯। বাঙালির আদি নৃ-গোষ্ঠীর নাম কী?
উঃ বাঙালির আদি নৃ-গোষ্ঠীর নাম : প্রাক-দ্রাবিড় বা আদি তাম্রাল ।
৩০। বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উঃ বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম শেরে বাংলা এ. কে ফজলুল হক।
৩১। সোনারগাঁও এর প্রাচীন নাম কী?
উঃ সুবর্ণ গ্রাম।
৩২। জৈন ধর্মের প্রবর্তক কে?
উঃ মহাবীর।
৩৩। কৌলিন্য প্রথা কোন সেন রাজার সময় প্রবর্তিত হয়?
উঃ রাজা বল্লালসেনের সময়ে চালু হয়।
৩৪। সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
উঃ লর্ড বেন্টিঙ্ক।
৩৫। তিতুমীর কোথায় ‘বাঁশের কেল্লা’ নির্মাণ করেছিলেন?
উঃ নারিকেলবাড়িয়ায় ।
৩৬। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী কে?
উঃ সুলতান ইলতুতমিশের কন্যা সুলতানা রাজিয়া ।
৩৭। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উঃ শেরে বাংলা এ. কে. ফজুল হক।
৩৮। ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা কৌটিল্য।
৩৯। আর্যদের আদি অবস্থান কোথায় ছিল?
উঃ আর্যদের আদি অবস্থান দক্ষিণ-পূর্ব ইউরোপ।
৪০। সমতটের রাজধানী কোথায় ছিল?
উঃ বড়কামতা (বর্তমান কুমিল্লা জেলার দেবিদার থানার দক্ষিণাংশে)।
৪১। সংস্কৃতি কি?
উঃ মানুষের বিশ্বাস, আচার-আচরণ এবং জ্ঞানের একটি সমন্বিত প্যাটার্নকে বলা যায় সংস্কৃতি অর্থাৎ সুন্দর ও সামাগ্রিক জীবন চেতনাই সংস্কৃতি।
৪২। শিখা পত্রিকা কোন সংগঠনের মুখপাত্র?
উঃ মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র।
৪৩। ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উঃ বাগেরহাটে।
৪৪। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
উঃ অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে।
৪৫। বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উঃ বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাংলার বারো ভূঁইয়াদের পরিচিতি দাও। ১০০%
২। বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় দাও। ১০০%
৩। বাউল দর্শনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ১০০%
৪। বাঙালির খাদ্যাভ্যাস ও পোশাকের সংক্ষিপ্ত পরিচয় দাও। ১০০%
৫। দ্বৈতশাসন’ কী? বাংলায় দ্বৈতশাসনের ফলাফল আলোচনা কর। ১০০%
৬। কৃষিনির্ভর বাঙালি সমাজের বিভিন্ন অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
৭। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার সমাজ ও অর্থনীতিতে কী অবস্থার সৃষ্টি হয়েছিল? সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশে মুসলমানদের আগমন সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৯। সংস্কৃতি কাকে বলে? বাঙালি সংস্কৃতির উৎসসমূহ বর্ণনা কর। ১০০%
১০। বাংলা’ নামের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা কর। ১০০%
১১। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর। ৯৯%
১২। তমদ্দুন মজলিস কি? এদের ভূমিকা কি ছিল? ৯৯%
১৩। কৈবর্ত বিদ্রোহ কী? কখন এ বিদ্রোহ হয়েছিলাে? ৯৯%
১৪। বাঙালির লৌকিক দেব-দেবীর পরিচয় দাও। ৯৯%
১৫। নিধিবাবুর টপ্পা গানের পরিচয় দাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। জনপদ কী? প্রাচীন বাংলার জনপদসমূহের পরিচয় দাও। ১০০%
২। কলিঙ্গ যুদ্ধের কারণ ফলাফল পর্যালোচনা কর।
৩। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গবিজয় সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।১০০%
৪। “মধ্যযুগের বাংলার গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ” উক্তিটির আলোকে বাংলার গ্রামীণ অর্থনীতির স্বরূপ ব্যাখ্যা কর। ১০০%
৫। বৈষ্ণব ধর্মমতের উদ্ভব ও বিকাশ বিস্তারিত আলোচনা কর। ১০০%
৬। ছয় দফাকে বাঙালির বাঁচামরার দাবি বলা হয় কেন? বর্ণনা কর। ১০০%
৭। মধ্যযুগের মুসলিম স্থাপত্যকলার পরিচয় দাও।
৮। বাঙালির লোকায়ত সংস্কৃতির পরিচয় দাও। ১০০%
৯। বাঙালির লোকশিল্পের পরিচয় দাও। ১০০%
১০। বাংলায় সেন শাসনের অবসান ও মুসলমানদের আগমনের ইতিহাস সংক্ষেপে আলাচনা কর। ১০০%
১১। একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাপ্ত বিষয়ে একটি পর্যালোচনা লিখ। ৯৯%
১২। বাঙালি মুসলমানদের জাগরণে মুসলিম সাহিত্য সমাজের ভূমিকা আলোচনা কর। ৯৯%
১৩। বাংলায় বাউল মতের উদ্ভব ও বিকাশের পটভূমি আলোচনা কর। ৯৯%
১৪। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর। ৯৯%
১৫। পাক্স্তানের অধীন পূর্ব-বাংলার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বেষম্যের একটি চিত্র উপস্থাপন কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*