অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ বাংলা বিভাগ বিষয় বাংলা নাটক ১ ২২১০০৭ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘বিসর্জন’ নাটকে রাজা গোবিন্দমাণিক্য পূজাচ্ছলে জীবহত্যার জন্য কোন দণ্ড দেবেন বলেছেন?
উঃ ‘বিসর্জন’ নাটকে রাজা গোবিন্দমাণিক্য পূজাচ্ছলে জীবহত্যার জন্য নির্বাসন দণ্ড দেবেন বলেছেন।
২। “যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলই দেন।”-উক্তিটি কার?
উঃ উক্তিটি ধনদাসের।
৩। কৃষ্ণকুমারী’ নাটকের ঘটনা ক’দিনের মধ্যে সম্পন্ন হয়েছে?
উঃ চারদিনের কিছু বেশি সময়ের মধ্যে সম্পন্ন হয়।
৪। ধনকুল সিংহ কে?
উঃ মরুদেশের মৃত রাজা ভীমসিংহের পুত্র। কিন্তু তার পিতার লোকান্তর হওয়ার পর তার জন্ম হয় বলে কেউ কেউ বলে তিনি ভীম সিংহের পুত্র নন।
৫। দীনবন্ধু মিত্রের পিতৃপ্রদত্ত নাম কী?
উঃ দীনবন্ধু মিত্রের পিতৃপ্রদত্ত নাম গন্ধর্ব নারায়ণ ।
৬। নীলদর্পণ’ নাটকে সরলতা কে?
উঃ ‘নীলদর্পণ’ নাটকে সরলতা হচ্ছে গোলক বসুর ছোট ছেলে বিন্দুমাধবের স্ত্রী।
৭। পণ্ডিত মহাশয় কাকে ‘নরকের দ্বারপাল’ বলে আখ্যায়িত করে?
উঃ পণ্ডিত মহাশয় দারোগাকে ‘নরকের দ্বারপাল বলে আখ্যায়িত করেন।
৮। রঘুপতি দেবী প্রতিমাকে কোথায় বিসর্জন দিয়েছিল?
উঃ রঘুপতি গোমতী নদীর জলে দেবীকে ছুঁড়ে বিসর্জন দিয়েছিল।
৯। “দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ”-সংলাপটি কার?
উঃ সংলাপটি গোবিন্দমাণিক করেছে।
১০। জয়সিংহ নাটকের কোন অংশে আত্মবিসর্জন দেয়?
উঃ জয়সিংহ নাটকের পঞ্চম অঙ্কের ১ম দৃশ্যে আত্মবিসর্জন দেয় ।
১১। “বৃটিশ সিংহ ভয়ে লেখ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।” -কথাটি কার?
উঃ কথাটি উমিচাঁদের।
১২। মিরজাফর কার হাত ধরে বাংলার মসনদে বসেছিলেন?
উঃ কর্নেল রবার্ট ক্লাইভের হাত ধরে মীরজাফর মসনদে বা সিংহাসনে বসেছিলেন।
১৩। ঘসেটি বেগম কোন প্রাসাদে বাস করতেন?
উঃ ঘসেটি বেগম মুর্শিদাবাদের সুরম্য মতিঝিল প্রাসাদে বাস করতেন।
১৪। রস বিচারে ‘কৃষ্ণকুমারী’ কোন জাতীয় নাটক?
উঃ রস বিচারে ‘কৃষ্ণকুমারী’ ট্র্যাজেডি শ্রেণির নাটক।
১৫। ‘কৃষ্ণকুমারী’ নাটকটি কোথায় প্রথম মঞ্চস্থ হয়েছিল?
উঃ ‘কৃষ্ণকুমারী’ নাটকটি প্রথম ১৮৬৭ সালের ৮ ফেব্রুয়ারি শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটিতে মঞ্চস্থ করা হয়েছিল।
১৬। কৃষ্ণকুমারী’ নাটক মাইকেল মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেন?
উঃ ‘কৃষ্ণকুমারী’ নাটক মাইকেল মধুসূদন দত্ত কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করেন।
১৭। ‘কৃষ্ণকুমারী’ নাটকের গর্ভাঙ্ক কয়টি?
উঃ ৫ম অঙ্ক এবং ১৪ দৃশ্য/ গর্ভাঙ্ক রয়েছে।
১৮। “হা আমার কুললক্ষ্মী !” —উক্তিটি কার?
উঃ উক্তিটি উদয়পুরের রাজভ্রাতা বলেন্দ্রসিংহের।
১৯। “একে মনসা, তায় আবার ধুনার গন্ধ।”-উক্তিটি কার?
উঃ উক্তিটি মন্ত্রী নারায়ণ মিশ্রের।
২০। “এ সুধা চন্দ্ৰলোকে থাকে” – কার কথা বলা হয়েছে?
উঃ কৃষ্ণকুমারীর কথা বলা হয়েছে।
২১। কৃষ্ণকুমারী’ নাটকের সর্বশেষ সংলাপটি কার?
উঃ ‘কৃষ্ণকুমারী’ নাটকের সর্বশেষ সংলাপটি রাজমন্ত্রী সত্যদাসের।
২২। কৃষ্ণকুমারীকে কে মন্দিরে হত্যা করতে উদ্যত হয়েছিল?
উঃ কৃষ্ণকুমারীকে মন্দিরে হত্যা করতে কাকা বলেন্দ্রসিংহ উদ্যত হয়েছিল।
২৩। জয়পুরের রাজার নাম কী?
উঃ জয়পুরের রাজার নাম জগৎসিংহ।
২৪। দুরাত্মা রাবণ কি বৈদেহীর উপযুক্ত পাত্র?’ সংলাপটি কার?
উঃ সংলাপটি জয়পুরের রাজা জগৎসিংহের।
২৫। “মহাশয়, চন্দ্রের কলঙ্ক আছে বলে কী কেউ তাঁকে অবহেলা করে?” – উক্তিটি কার?
উঃ উক্তিটি অর্থলোলুপ ধনদাসের।
২৬। কৃষ্ণকুমারীর মাতার নাম কী?
উঃ কৃষ্ণকুমারীর মাতার নাম মহিষী অহল্যা।
২৭। কৃষ্ণকুমারীর পিতার নাম কি?
উঃ কৃষ্ণকুমারীর পিতার নাম ভীমসিংহ ।
২৮। ‘কৃষ্ণকুমারী’ নাটকে উদয়পুরের রাজার নাম কী?
উঃ ‘কৃষ্ণকুমারী’ নাটকে উদয়পুরের রাজার নাম রাণা ভীমসিংহ ।
২৯। রানা ভীমসিংহ কোন দেশের রাজা ছিলেন?
উঃ রানা ভীমসিংহ মেবারের (উদয়পুরের) রাজা ছিলেন ।
৩০। উদয়পুরের ভীমসিংহ কোন বংশীয় রাজা?
উঃ উদয়পুরের ভীমসিংহ চন্দ্রবংশীয় রাজা ।
৩১। গোপীনাথকে পেসকার হতে দেওয়ান বানিয়েছে কে?
উঃ গোপীনাথকে পেসকার হতে দেওয়ান বানিয়েছে উড সাহেব।
৩২। ক্ষেত্রমণি কে?
উঃ কৃষক সাধুচরণের কন্যা ক্ষেত্রমণি।
৩৩। সাধুচরণের স্ত্রীর নাম কী?
উঃ সাধুচরণের স্ত্রীর নাম রেবতী ।
৩৪। সাধুচরণ স্বরপুর ছেড়ে কোথায় যেতে চায়?
উঃ সাধুচরণ স্বরপুর ছেড়ে বসন্তপুরের জমিদারিতে যেতে চায়।
৩৫। নীলকুঠিরের লাঠিয়ালের কাছে পদীময়রানি কী চেয়েছিল?
উঃ নীলকুঠিরের লাঠিয়ালের কাছে পদীময়রানি বকনা গরু চেয়েছিল।
৩৬। ম্যারে ক্যান ফ্যালায় না, মুই নেমোখ্যারামি কত্তি পারবো ‘না’ সংলাপটি কার?
উঃ সংলাপটি প্রতিবাদী রাইয়ত তোরাপের।
৩৭। ‘বিসর্জন’ নাটকটি রবীন্দ্রনাথ কোথায় বসে লিখেছেন?
উঃ ‘বিসর্জন’ নাটকটি রবীন্দ্রনাথ সাহাজাদপুরে বসে লিখেছেন ।
৩৮। বিসর্জন’ নাটক কত সালে প্রকাশিত হয়।
উঃ ‘বিসর্জন’ নাটক ১৮৯১ সালে প্রকাশিত হয় ।
৩৯। ‘বিসর্জন’ কত অঙ্কের নাটক?
উঃ ‘বিসর্জন’ পাঁচ অঙ্ক বিশিষ্ট নাটক।
৪০। বিসর্জন’ নাটকের পট উন্মোচিত হয়েছে কোথায়?
উঃ ‘বিসর্জন’ নাটকের পট উন্মোচিত হয়েছে মন্দিরে।
৪১। বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন?
উঃ ‘বিসর্জন’ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কবির ভাইপো শ্রীমান সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন।
৪২। বিসর্জন’ নাটকের রাজভ্রাতা কে?
উঃ ‘বিসর্জন’ নাটকের রাজভ্রাতা হলো- নক্ষত্ররায় ।
৪৩। বিসর্জন’ নাটকে কিসের জয় হয়।
উঃ ‘বিসর্জন’ নাটকে মানব ধর্মের জয় হয়।
৪৪। ত্রিপুরার রাজা কে?
উঃ ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্য।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। “এ সুধা চন্দ্রালোকে থাকে”—ব্যাখ্যা কর। ১০০%
২। ‘নীলদর্পণ’ নাটকের পটভূমি সংক্ষেপে লেখ। ১০০%
৩। ‘কৃষ্ণকুমারী’ নাটক অবলম্বনে ধনদাসের পরিচয় দাও। ১০০%
অথবা, কৃষ্ণকুমারী’ নাটকে জগৎসিংহ, তপস্বিনীর পরিচয় দাও।
৪। পরিচয় দাও : রঘুপতি, মোহনলাল, তোরাপ, উমিচাঁদ। ১০০%
৫। “সিরাজ আমার কেউ নয়”-ঘসেটি বেগমের এই ক্ষোভের কারণ ব্যাখ্যা কর। ১০০%
৬। “এই শেষ পূণ্যরক্ত এ পাপ মন্দিরে।”-কে, কেন একথা বলেছে? ১০০%
৭। “জীবরক্ত সহে না তাহার।” —ব্যাখ্যা কর। ১০০%
৮। কৃষ্ণকুমারী নাটকে কৃষ্ণকুমারীর জীবনের অবসান কিভাবে হয়েছিল? ১০০%
৯। “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে”—কে, কোন ইতিহাসের কথা বলেছে? ১০০%
১০। জয়সিংহের অন্তর্দ্বন্দ্বের কারণ নির্দেশ কর। ৯৯%
১১। “এই আইনে কত ব্যক্তি বিনা অপরাধে কারাগরে ক্রন্দন করিতেছে।”—বিশ্লেষণ কর। ৯৯%
১২। “মীরজাফর এক ঘৃণিত চরিত্র।” কেন? ৯৯%
১৩। ‘ধর্ম কি ব্যাচার জিনিস’ –কে, কাকে, কোন প্রসঙ্গে একথা বলেছে? ৯৯%
১৪। বিসর্জন’ নাটকে কে, কী বিসর্জন দিয়েছে তা উপস্থাপন কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। ‘কৃষ্ণকুমারী’ নাটকে প্রাচ্য ও প্রাশ্চাত্য প্রভাব সম্পর্কে আলোচনা কর। ১০০%
২। “কৃষ্ণকুমারী’ নাটকের প্রধান চরিত্রগুলো অপেক্ষা অপ্রধান চরিত্রগুলো বেশি সক্রিয়।”—আলোচনা কর। ১০০%
৩। ‘নীলদর্পণ’ নাটকে সংলাপ রচনায় দীনবন্ধু মিত্রের সাফল্য ও সীমাবদ্ধতা বিশ্লেষণ কর। ১০০%
৪। কাব্যনাট্য হিসেবে ‘বিসর্জন’ নাটকের সার্থকতা বিচার কর। ১০০%
৫। ট্র্যাজেডি হিসেবে ‘সিরাজউদ্দৌলা’ নাটকে সার্থকতা বিচার কর। ১০০%
৬। ‘সিরাজউদ্দৌলা’ নাটক অবলম্বনে মীরজাফর চরিত্র বিশ্লেষণ কর। ১০০%
৭। “সিরাজউদ্দৌলা’ নাটকের সংলাপ রচনা ও ভাষা ব্যবহারে নাট্যকারের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা কর। ১০০%
৮। বিসর্জন’ নাটকের মূল বিষয় প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব।” – আলোচনা কর। ১০০%
৯। ‘কৃষ্ণকুমারী’ নাটক অবলম্বনে কৃষ্ণকুমারী বা ভীমসিংহের চরিত্র বিশ্লেষণ কর। ১০০%
১০। ‘নীলদর্পণ’ নাটকে বিধৃত সমাজচিত্র আলোচনা কর। ১০০%
১১। ‘বিসর্জন’ নাটক অবলম্বনে জয়সিংহের চরিত্র বা গোবিন্দমানিক্য আলোচনা কর। ৯৯%
অথবা, বিসর্জন’ নাটকের নায়ক কে? আলোচনা কর।
১২। বিসর্জন’ নাটকের শিল্পমূল্য আলোচনা কর। ৯৯%
১৩। “নীলদর্পণ” নাটকে উচ্চবিত্ত চরিত্র অপেক্ষা নিম্নবিত্ত চরিত্র সৃষ্টিতে নাট্যকার বেশি সফল।” -আলোচনা কর। ৯৯%
১৪। ইতিহাসের যে পটভূমিতে দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি রচিত তার স্বরূপ ব্যাখ্যা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*