সুরবালার বাড়িতে গল্পকথকের অতিথি হয়ে যাওয়ার বিষয়টি বর্ণনা দাও।

অথবা, গল্পকথক কীভাবে জানতে পারে সে আজ সুরবালার বাড়িতে অতিথি হয়ে এসেছেন?
উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘একরাত্রি’ গল্পে গল্পকথকের পিতা ও গল্পকথকের বাল্যসঙ্গী সুরবালার পিতা একমত হয়ে সুরবারার সাথে গল্পকথকের বিয়ের জন্য তৈরি হয়। কিন্তু গল্পকথক সুরবালকে বিয়ে করবে না বলে জানায়। ইতিমধ্যে সরকারি উকিল রামলোচনের সাথে সুরবালার বিয়ে হয়ে যায়। গল্পকথক তখন তার বাবার মৃত্যুতে সংসারের হাল টানতে তৈরি হচ্ছিল। তখন নওয়াখালি অঞ্চলের একটি স্কুলের সেকেন্ড মাস্টার সেখানকার উকিল রামলোচনের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। এই রামলোচনই ছিল সুরবালার স্বামী তা গল্পকথক জানতো এবং এও জানতো সুরবালা তার স্কুলের পাশেই এই রামলোচনের সাথেই থাকে। একদিন ছুটির দিনে গল্পকথক রামলোচন বাবুর বাড়িতে তার সাথে সাক্ষাৎ করতে যায়। এমন সময়ে পাশের ঘরে অত্যন্ত মৃদু একটি চুড়ির টুং টুং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দও শুনতে পায়। লেখকের আর বুঝতে বাকি থাকে না যে সুরবাল তাকে জানালার ফাঁক দিয়ে নিরীক্ষণ করছে। এভাবেই গল্পকথক বুঝতে পারে যে সে আজ সুরবালার বাড়িতে অতিথি হয়ে এসেছে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!