মাস্টার্স (নিয়মিত) ভর্তিতে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের জানাই অভিনন্দন
◾রিলিজ স্লিপে কলেজে ভর্তি হতে যা যা লাগবেঃ(২০ নভেম্বরের মধ্যে)
১/ এডমিশন ওয়েবসাইট থেকে পূরণকৃত চূড়ান্তফর্ম।(এডমিশন ওয়েবসাইটে লগইন করে নিতে হবে)
২/ কলেজের ভর্তির ফর্ম। (কলেজ নোটিশে পাবেন)
৩/ এসএসসি,এইচএসসি, অনার্স/মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা পাশের রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি ০২ সেট।
৪/ এসএসসি,এইচএসসি, অনার্স/মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা পাশের মূল মার্কসিট/সনদের সত্যায়িত ফটোকপি ০২ সেট।
৫/ ০৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
৬/ ভর্তির ফি। (সরকারি কলেজে ৫০০০/- এর মধ্যে)
👉 যাদের রিলিজ স্লিপে চান্স হয়নি মাস্টার্স(প্রাইভেট) কোর্সে এডমিশন নিতে পারবেন বা আগামী বছর আবার নিয়মিত কোর্সে আবেদন করতে পারবেন।
✅ চলতি নভেম্বর মাসের শেষ দিকে মাস্টার্স(প্রাইভেট) কোর্সের সার্কুলার আসতে পারে। প্রাইভেট কোর্সে ক্লাস করতে হয়নাহ, এডমিশন ফি ১৫০০ এর মধ্যে। সারাদেশে সরকারি ৬১টি কলেজে মাস্টার্স প্রাইভেট কোর্স রয়েছে।
ভর্তির জন্য অবশ্যই স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন