বৌদ্ধ ধর্মে নারীর অবস্থান সংক্ষেপে আলোচনা কর ।

অথবা, বৌদ্ধ ধর্মে নারীর মর্যাদা কেমন?
অথবা, বৌদ্ধ ধর্ম অনুসারে নারীর মর্যাদা তুলে ধর।
অথবা, বৌদ্ধ ধর্ম অনুসারে নারীর অবস্থান বর্ণনা কর।
অথবা, বৌদ্ধ ধর্মে নারীর মর্যাদা সম্পর্কে কী বলা হয়েছে?
অনুসারে নারীর অবস্থান ব্যাখ্যা কর।
অথবা, বৌদ্ধ ধর্ম
উত্তর৷ ভূমিকা :
পৃথিবীতে বিভিন্ন ধরনের ধর্ম লক্ষ্য করা যায়; বৌদ্ধ ধর্ম তার মধ্যে একটি। পৃথিবীর প্রতিটি ধর্মই নারীকে মর্যাদাশীল করেছে। দিয়েছে নারীর স্বতন্ত্র অধিকার। বৌদ্ধ ধর্মও এর ব্যতিক্রম নয়। অন্যান্য ধর্মের ন্যায়
বৌদ্ধ ধর্মও দিয়েছে শিক্ষা, বিবাহ, সম্পত্তি প্রভৃতি ক্ষেত্রে নারীকে বিশেষ অধিকার। বৌদ্ধদের প্রধান ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক। ত্রিপিটকে নারীর সমুদয় অধিকারের কথা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
বৌদ্ধ ধর্মে নারী : নিম্নে বৌদ্ধ ধর্মে নারীর অবস্থান বা মর্যাদা আলোচনা করা হলো :
১. মানুষ হিসেবে নারী : বৌদ্ধ ধর্ম নারীকে মানুষ হিসেবে বিবেচনা করলেও বৈষম্য এড়াতে পারেনি। কেননা হিন্দু ধর্মের মত বৌদ্ধ ধর্মেও নারীর তুলনায় পুরুষকে প্রাধান্য দেয়া হয়েছে। ছোট থেকেই বৌদ্ধ মেয়েদের শিখানো হয় স্বামীর প্রতি অনুগত থাকার কথা এবং স্ত্রীর দায়িত্ব হলো ঘরের কাজ সম্পাদন করা। ঘরের মধ্যেই নারীর দায়িত্ব সীমাবদ্ধ।
. শিক্ষা ক্ষেত্রে নারী : বৌদ্ধ ধর্মে নারী শিক্ষার প্রতি জোর দেয়া হয়েছে। বৌদ্ধ ধর্মে নারীরা ভিক্ষুণী সংঘে ভর্তি হয়ে ধর্ম বিষয়ক শিক্ষা অর্জন করতে পারে। নারীদের বিশুদ্ধ ব্রহ্মচর্য পালন করতে দেখে বুদ্ধ বলেন, ধৰ্ম্ম, দিন্না, ভাদ্দ কাপিলানীর ন্যায় ভিক্ষুণীর সংখ্যা বৃদ্ধি পেলে আমাদের ধর্মের মঙ্গল ব্যতীত অমঙ্গল হবে না।” “ক্ষেমা, উৎপল বর্না
৩. বিবাহে নারী : বৌদ্ধ ধর্মে যদিও নারীর বিয়ে সংক্রান্ত ব্যাপারে তেমন কোন নীতিমালা উল্লেখ নেই তবে বিয়ে ও এর আনুষঙ্গিক যাবতীয় কার্য কলাপ বৌদ্ধ ধর্মের চরম লক্ষ্যের পরিপন্থী। বৌদ্ধ ধর্মের লক্ষ্য হলো সকল বাসনা কামনার বিলোপ সাধন। তাই এ ধর্মের লক্ষ্যে উপনীত হওয়ার জন্য চিরকুমার থাকা আবশ্যক। বিবাহ বিচ্ছেদেও এ ধর্মে তেমন কোন নীতিমালা নেই।
৪. সম্পত্তিতে নারী : বৌদ্ধ ধর্মে নারীর যাবতীয় বিষয় সম্পর্কে সামান্য ধারণা থাকলেও সম্পত্তির ক্ষেত্রে কোন নীতিমালা নেই। নারীর সম্পত্তির বিষয়টি এ ধর্ম এড়িয়ে গেছে।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, বৌদ্ধ ধর্মে যদিও নারীর যাবতীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা দেয়া হয়নি তথাপি সীমিত আকারে এ ধর্মে নারীকে যেসব অধিকার দিয়েছে তা যদি বাস্তবায়ন করা যায় তাহলে এ ধর্মের নারীরা বিশেষ মর্যাদাবান হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*