বর্তমানে বাংলাদেশে নারীদের প্রতি যে ভয়াবহ নির্যাতন চলছে তা সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, বাংলাদেশে নারী নির্যাতনের বর্তমান চিত্র তুলে ধর।
উত্তর৷ ভূমিকা : অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমান বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনা, সংখ্যা ও ভয়াবহতা উভয় দিক থেকেই বৃদ্ধি পেয়েছে। এ সত্য অনস্বীকার্য। প্রতিদিনের দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত নারী
নির্যাতনের ঘটনায় এ সত্য প্রমাণিত হয়।
নারী নির্যাতনের ভয়াবহতা : নিম্নে নারী নির্যাতনের ভয়াবহতা উল্লেখ করা হলো :
১. রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা : অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নারী নির্যাতনের এ হীন কৌশলটি অধিক ব্যবহৃত হয়েছে। ছবিরানী মণ্ডলের ঘটনা, রাজশাহীর মহিমাসহ অসংখ্য বর্বরোচিত ঘটনা ব্যাপকভাবে রাজনৈতিক দলের প্রশ্রয়ে রাজনৈতিক নেতাদের ক্যাডার দ্বারা সংঘটিত হয়েছে। রাজনীতিতে সন্ত্রাস এবং সন্ত্রাসী পালনের যে সংস্কৃতি সৃষ্টি হয়েছে তার খেসারত বা মূল্য অদূর ভবিষ্যতে সমগ্র জাতিকেই দিতে হবে।
২. ধর্ষণ নিয়ে বাণিজ্য : রাজশাহী জেলার পুটিয়ার মহিমার ধর্ষণের ছবি তোলার খবর এবং হাটের দিনে উক্ত ছবির স্টিল ফটোগ্রাফ প্রদর্শনের খবর আমরা অনেকেই জানি। কিন্তু ধর্ষণের ভিডিও করে ব্লু-ফ্লিম তৈরি করার কাজটি বাংলাদেশে শুরু হয়েছে বেশ কয়েক বছর পূর্বে। ধর্ষণ নিয়ে এ বাণিজ্য করার প্রবণতা ১০ বছর পূর্বেও বাংলাদেশের সমাজ
মানসিকতায় ছিল সম্পূর্ণ অনুপস্থিত।
৩. শিশু হত্যা ও ধর্ষণ : শিশু হত্যা ও ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সুন্দর পৃথিবীকে ভালোভাবে দেখার উপলব্ধি করার পূর্বেই তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদের মায়েরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন বাংলাদেশে প্রতিমাসে খুন হচ্ছে ৩৯টি শিশু।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রত্যাশা আলোকিত মানুষ সত্যকে সত্য, আলোকে আলো, অসত্যকেও অন্যায়কে চিহ্নিত কর অন্যায়কারীদের বিরুদ্ধে একযোগে প্রতিকারের ও প্রতিরোধের আন্দোলনে আরো সক্রিয়ভাবে নিজেদের সংঘটিত করতে উদ্বুদ্ধ করে।