চৈতী হাওয়া’ কবির কবির জীবনে ব্যর্থ প্রেমের পরিচয় দাও ।
উত্তর : কবির জীবন ছিল শান্ত ও শীতল। তাঁর জীবনে প্রিয়া হারানোর কোন ভয়ও যাতনা ছিল না। কিন্তু হঠাৎ এক চৈতালি দুপুরে কবির জীবনে প্রেমের আগমন ঘটল। ফুলে ফলে শোভিত হল জীবন। সে জীবন ছিল শান্ত দীঘির মতো, সে জীবনে কোন ব্যথার নীলোৎপল ফুটানোর প্রয়োজন ছিল না। এক শুভ বসন্ত লগ্নে প্রিয়াকে পেয়েছিলেন তিনি। অথচ তাঁর জীবনে অসংখ্য বসন্ত এল কিন্তু প্রিয়াকে পেলেন না। তাই কবি অদৃশ্য অস্তিত্বকে সামনে রেখে প্রিয়াকে স্মরণ করেছেন-
‘শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল
কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল?’
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079