ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের বর্তমান অবস্থা কেমন?

অথবা, ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের বর্তমান চিত্র তুলে ধর।
অথবা, ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের বর্তমান অবস্থা বর্ণনা কর।
অথবা, ইউনিয়ন পরিষদে নারীর বর্তমান অবস্থা ব্যাখ্যা কর।
অথবা, ইউনিয়ন পরিষদে নারীর বর্তমান অবস্থা ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
বাংলাদেশের মতো একটি দেশ, যে দেশ শুধু অনুন্নতই নয়, যেখানে নারীরা শত বাধা নিষেধের বেড়াজালে আবদ্ধ, সেখানে তাদের ঘর থেকে বেরিয়ে এসে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়া, জনসভা করা, প্লাকার্ড
হাতে মিছিল করা সত্যিই অবাক কাণ্ড। কিন্তু তারপরও নির্বাচিত মহিলা সদসদের যথার্থ মূল্যায়ন করে না পুরুষতান্ত্রিক সমাজ।
ইউনিয়ন পরিষদে নারীর বর্তমান অবস্থা : নারীর ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদে নারীর অংশগ্রহণ জরুরি। তাই ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের সময় মহিলারা মনে করেছিল, এ নির্বাচন হবে নারীর ক্ষমতায়নের একটি অন্যতম উপায়। নারীরা মনে করেছিল এ নির্বাচনে নির্বাচিত হওয়ার মাধ্যমে একজন পুরুষ সদস্যের সমকক্ষ হয়ে তাদের মতোই সকল কাজে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু নির্বাচনের পর ভিন্ন চিত্র দেখা যায়। ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা নারীদের তেমন গুরুত্ব দেয় না। তাদেরকে তেমন কোনো কাজে সম্পৃক্ত করা হয়নি। তুলনামূলকভাবে যে কাজগুলোতে ক্ষমতায়নের সুযোগ কম, সে কাজগুলো দেয়া হয়েছে নারীকে। অর্থ সংক্রান্ত কাজগুলো নারীদের দেয়া হয়নি। সরকার কর্তৃক যেহেতু ইউপি পরিষদে নারী সদস্যদের দায়িত্ব যথাযথভাবে বর্ণনা করা হয়নি তাই তাদেরকে অধিকাংশ সময়ে চেয়ারম্যান ও পুরুষ সদস্যদের আজ্ঞাধীন হয়ে নিম্নের দায়িত্ব পালনে বাধ্য হয় । যথা :
১. শিক্ষা বিষয়ক।
২. মহিলা বিষয়ক ।
৩. পরিবার পরিকল্পনা বিষয়ক।
৪. মা ও শিশু বিষয়ক।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, নারীদের উপর্যুক্ত সীমিত ক্ষমতা দিলেও আশ্চর্যের বিষয় হলো শিক্ষার যে অংশে গম বা আটা বরাদ্দ ছিল সে অংশে নারীদের দেয়া হয়নি। তাছাড়া ইউপির মাসিক সভার চিঠি অনেক সময় নারী সদস্যদের কাছে যথাযথ সময়ে পৌঁছানো হয় না। বলা যেতে পারে, তৃণমূল পর্যায় থেকে নারীদের
ক্ষমতায়ন সময় সাপেক্ষ বলে মনে হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*