ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গঠন ও তার কার্যাবলি সম্পর্কিত বিধানাবলি উলেখ কর ।
অথবা, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গঠন ও তার কার্যাবলি সম্পর্কিত বিধানাবলি আলোচনা কর।
অথবা, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গঠন ও তার কার্যাবলি সম্পর্কিত বিধানাবলি বর্ণনা কর।
অথবা, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গঠন ও তার কার্যাবলি সম্পর্কিত বিধানাবলি লেখ।
অথবা, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গঠন ও তার কার্যাবলি সম্পর্কিত আইন কী?
অথবা, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গঠন ও তার কার্যাবলি? কোন আইন দ্বারা
পরিচালিত? উল্লেখ কর।
অথবা, ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৪৫ নং ধারাটি তুলে ধর।
উত্তর৷ ভূমিকা : বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের সর্বনিম্ন স্তরে ইউনিয়ন পরিষদের অবস্থান
হলেও বর্তমানে এটি একটি শক্তিশালী প্রতিষ্ঠান। ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ইউনিয়ন পরিষদের
নামকরণ, গঠন, সময়কাল ও কার্যাবলি বিভিন্নরূপে পরিবর্তন সাধিত হয়ে বর্তমান রূপলাভ করেছে।
ইউনিয়ন পরিষদের স্থায়ীকমিটি গঠন ও তার কার্যাবলি : ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৪৫ ধারাতে ইউনিয়ন পরিষদের স্থায়ীকমিটি গঠন ও তার কার্যাবলি সম্পর্কিত নিম্নোক্ত বিধান উল্লেখ রয়েছে।
১. পরিষদ তার কার্যাবলি সুচারুরূপে সম্পাদন করবার জন্য নিম্নবর্ণিত বিষয়াদির প্রত্যেকটি সম্পর্কে একটি করে
স্থায়ী কমিটি গঠন করবে। যথা :
ক. অর্থ ও সংস্থাপন;
খ. হিসাব নিরীক্ষা ও হিসাবরক্ষণ;
গ. কর নিরূপণ ও আদায়;
ঘ. শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা;
ঙ. কৃষি, মৎস ও পশুসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ;
চ. পল্লি অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি ।
ছ. আইনশৃঙ্খলা রক্ষা;
জ. জন্ম-মৃত্যু নিবন্ধন;
ঝ. স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন;
ঞ. সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা;
ট. পরিবেশ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ;
ঠ. পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ;
ড. সংস্কৃতি ও খেলাধুলা।
২. উপ-ধারা (১) এ উল্লেখিত স্থায়ী কমিটি ব্যতীত পরিষদ, এই আইনের বিধান সাপেক্ষে প্রয়োজন, ডেপুটি কমিশনারের অনুমোদনক্রমে, অতিরিক্ত স্থায়ী কমিটি গঠন করতে পারবে।
৩. স্থায়ী কমিটি পাঁচ হতে সাত সদস্য বিশিষ্ট হবে এবং কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ কোনো একজন
ব্যক্তিকে কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করতে পারবে, তবে এ সদস্যের কোনো ভোটাধিকার থাকবে না ।
৪. প্রত্যেক স্থায়ী কমিটি প্রতি দুমাস অন্তর সভায় মিলিত হবে, তবে প্রয়োজনে অতিরিক্ত সভা অনুষ্ঠান করতে পারবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইউনিয়ন পরিষদের কার্যাবলির সহযোগিতায় গঠিত স্থায়ী কমিটির কার্যাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হবে, তবে উক্তরূপ প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত পরিষদের সভায় স্থায়ী কমিটির কার্যাবলি নিরূপণ করা যাবে।