Answer

Women in development (WID) এর কর্মকৌশলগুলো লিখ ।

অথবা, নারী উন্নয়নে WID এর ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
অথবা, নারী উন্নয়নে WID এর কর্মকৌশল সম্পর্কে লিখ।
অথবা, নারী উন্নয়নে WID এর কার্যাবলিসমূহ লিখ।
অথবা, নারী উন্নয়নে WID কী ভূমিকা পালন করে থাকে?
উত্তর৷ ভূমিকা :
আধুনিকায়ন তত্ত্বের সমালোচনার ধারায় ৭০ এর দশকে Women in development (WID) তত্ত্বের উদ্ভব ঘটে ওয়াশিংটন ডি. সি’র মহিলা কমিটিতে। নারীদের রাষ্ট্রীয় এবং সামাজিক অবকাঠামোমূলক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ছিল WID এর প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। এ পদক্ষেপের মাধ্যমেই তৃণমূল পর্যায় থেকে নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। উন্নয়নে নারী ধারণার বিকাশে Ester Boserup এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি নারী উন্নয়নের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোকপাত করেছেন। উন্নয়নে নারী ধারণায় নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্তকরণের মাধ্যমে সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এ লক্ষ্যে উন্নয়নে নারী নীতিমালার বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত করা হয়েছে।
WID এর কর্মকৌশল : WID এর কর্মকৌশলসমূহ নিম্নরূপ :
১. উন্নয়ন উদ্যোগগুলোতে নারীরা কিভাবে আরো ভালোভাবে সম্পর্কিত হতে পারে সেদিকে আলোকপাত করা।
২. নারীদের আয় উপার্জনমূলক কর্মকাণ্ডে যুক্ত করা।
৩. শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণের লক্ষ্যে কাজ করা।
৪. প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে নারীর সুযোগ সৃষ্টি করা।
৫. নারীর কাজের বোঝা লাঘবের জন্য লাগসই প্রযুক্তি প্রবর্তন।
৬.নারীর জন্য ঋণ প্রদান ও ঋণসেবা প্রসারিত করা।
৭. নারীদের স্বাস্থ্য, পুষ্টি, শিশু পরিচর্যা ইত্যাদি কল্যাণমুখী দিকের উন্নতি সাধন।
উপসংহার : আলোচনা শেষে আমরা বলতে পারি, নারী উন্নয়নে যেসব নতুন নতুন তত্ত্বের উদ্ভব ঘটে তার মধ্যে WID অন্যতম। নারীকে সকল ক্ষেত্রে কর্মক্ষম করে গড়ে তুলে নারী পুরুষ বৈষম্যবোধে WID গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!