সপ্তম অধ্যায়, বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রকৃতি ও পরিধি্,

ক- বিভাগ

রাজনীতিতে নারীর অংশগ্রহণের বিষয়টিকে কোন চারভাবে বিবেচনা করা হয়?
উত্তর : রাজনীতিতে নারীর অংশগ্রহণের বিষয়টিকে যে চারভাবে বিবেচনা করা হয় তা হলো : ক. ভোটার হিসেবে;খ. রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হিসেবে; গ. স্থানীয় সরকার ব্যবস্থার অংশগ্রহণকারী প্রতিনিধি হিসেবে এবং ঘ.জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিনিধি হিসেবে।
কত বছর বয়সী সকল নারী ও পুরুষ জাতীয় সংসদের নির্বাচনে ভোটার হতে ও ভোট দিতে সক্ষম?
উত্তর : আঠার বছর বয়সী সকল নারী ও
পুরুষ জাতীয় সংসদের নির্বাচনে ভোটার হতে ও ভোট দিতে সক্ষম।
ভোটদান নাগরিকের কী ধরনের অধিকার?
উত্তর : ভোটদান নাগরিকের রাজনৈতিক অধিকার ।
ভোটদান করা কাকে বলে?
উত্তর : ভোটার যখন প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করে তখন তাকে ভোটদান করা বলে ।
বাংলাদেশের নারীদের সবচেয়ে স্বাভাবিক রাজনৈতিক অংশগ্রহণ কোনটি?
উত্তর : বাংলাদেশের নারীদের সবচেয়ে স্বাভাবিক রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে নির্বাচনে ভোটদান ।
কখন থেকে নারীদের ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে স্বীকৃত হয়েছে?
উত্তর : বাংলাদেশে ১৯৭২ সাল থেকে নারীদের ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে স্বীকৃত হয়েছে।
দেশে মোট ভোটারের অর্ধেক কারা?
উত্তর : দেশে মোট ভোটারের অর্ধেক নারী 1
অধিকার প্রাপ্তির প্রথম পদক্ষেপ কী?
উত্তর : অধিকার প্রাপ্তির প্রথম পদক্ষেপ অংশগ্রহণ ।
বাংলাদেশে শীর্ষ পর্যায়ের কয়টি রাজনৈতিক দল আছে?
উত্তর : বাংলাদেশে শীর্ষ পর্যায়ের চারটি রাজনৈতিক দল আছে !
বাংলাদেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলোর নাম লিখ।
উত্তর : বাংলাদেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলোর নাম হলো : ক. বাংলাদেশ আওয়ামী লীগ; খ. বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি); গ. জাতীয় পার্টি এবং ঘ. জামায়াতে ইসলামী বাংলাদেশ।
বাংলাদেশে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির নাম কী?
উত্তর : বাংলাদেশে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির নাম প্রেসিডিয়াম কমিটি।
বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য সংখ্যা কত জন?
উত্তর : বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সদস্য সংখ্যা ১৫ জন।
প্রেসিডিয়ামের ১৫ জন সদস্যের মধ্যে নারী সদস্য কত জন?
উত্তর : প্রেসিডিয়ামের ১৫ জন সদস্যের মধ্যে নারী সদস্য চারজন।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির নাম কী?
উত্তর : বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির নাম হলো স্ট্যান্ডিং কমিটি।
বিএনপিএস- এর পূর্ণরূপ লিখ।
উত্তর : বিএনপিএস- এর পূর্ণরূপ হলো বাংলাদেশ নারী প্রগতি সংঘ।
‘বিএনপিএস’ সরকারি না বেসরকারি সংস্থা?
উত্তর : ‘বিএনপিএস’ বেসরকারি সংস্থা।
বিএনপিএস- এর নির্বাহী পরিচালক কে?
উত্তর : বিএনপিএস -এর নির্বাহী পরিচালক হলেন রোকেয়া কবীর।
রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্রে নারী এজেন্ডার যথাযথ প্রতিফলন নেই কেন?
উত্তর : রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্রে নারী এজেন্ডার যথাযথ প্রতিফলন নেই কারণ রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে নারী এজেন্ডাকে যথেষ্ট গুরত্বের সাথে বিবেচনা করা হচ্ছে না।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ১৪০ জন সদস্যের মধ্যে কত শতাংশ মহিলা সদস্য রাখার কথা বলা হয়েছে?
উত্তর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ১৪০ জন সদস্যের মধ্যে ১০ শতাংশ মহিলা সদস্য রাখার কথা বলা হয়েছে।
জাতীয় পার্টির মূলনীতি কয়টি?
উত্তর : জাতীয় পার্টির মূলনীতি ১০ টি 1
জাতীয় পার্টির ১০ টি মূলনীতির মধ্যে নারী বিষয়ক মূলনীতি কয়টি?
উত্তর : জাতীয় পার্টির ১০ টি মূলনীতির মধ্যে নারী বিষয়ক মূলনীতি একটিও নেই।
বাংলাদেশে শীর্ষ চারটি দলের গঠনতন্ত্রেই নারীকে কী হিসেবে বিবেচনা করা হয়েছে?
উত্তর : বাংলাদেশে শীর্ষ চারটি দলের গঠনতন্ত্রেই নারীকে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে।
নারীর ক্ষমতায়ন বিষয়ক উদ্যোগকে প্রকৃতভাবে কার্যকর করার জন্য সবচেয়ে জরুরি বিষয় কী?
উত্তর : নারীর ক্ষমতায়ন বিষয়ক উদ্যোগকে প্রকৃতভাবে কার্যকর করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে রাজনৈতিক দলে নীতিনির্ধারণী পর্যায়ে নারীর ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করণ।
শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনেই জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন কখন?
উত্তর : শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনেই জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন আশির দশকের মধ্যভাগে।
শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনরাই রাজনীতিতে উত্থান কোন সূত্রে?
উত্তর : খালেদা জিয়া ও শেখ হাসিনা দুজনরাই রাজনীতিতে উত্থান উত্তরাধিকারী সূত্রে।
শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনই কেন রাজনীতিতে এসেছেন?
উত্তর : শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনই রাজনীতিতে এসেছেন পরিবারের রাজনৈতিক সম্পৃক্ত প্রধান ব্যক্তিত্বের নৃশংস হত্যার ফলে।
খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হতে কত বছর সময় লেগেছে?
উত্তর : খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হতে ৯ বছর সময় লেগেছে।
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে কত বছর সময় লেগেছে?
উত্তর : শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে ১৮ বছর সময় লেগেছে ।
বাংলাদেশের ২জন নারী নেতার নাম লিখ।
উত্তর : শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া।
সালমা খান কে?
উত্তর : আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ সালমা খান।
চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে নারী উন্নয়নের কোন দুইটি কৌশলগত পদক্ষেপ গৃহীত হয়?
উত্তর : চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে নারী উন্নয়নের যে দুইটি কৌশলগত পদক্ষেপ গৃহীত হয় তা হলো শাসন কাঠামোও সিদ্ধান্ত গ্রহণ ।
উন্নয়ন প্রক্রিয়ায় নারীকে যুক্ত করার মূল অস্ত্র কী?
উত্তর : উন্নয়ন প্রক্রিয়ায় নারীকে যুক্ত করার মূল অস্ত্র হলো শাসন কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের সর্বস্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ।
যে কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : যে কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান হলো সে দেশের আইনসভা বা পার্লামেন্ট।
বাংলাদেশের আইনসভার নাম কী?
উত্তর : বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
জাতীয় সংসদ কতটি আসনের সমন্বয়ে গঠিত?
উত্তর : জাতীয় সংসদ ৩৫০ আসনের সমন্বয়ে গঠিত।
সাধারণ আসনের নীতিনির্ধারণী পর্যায়ে নারীর দুর্বল অংশগ্রহণের প্রধান কারণ কী?
উত্তর : সাধারণ আসনের নীতিনির্ধারণী পর্যায়ে নারীর দুর্বল অংশগ্রহণের প্রধান কারণ হলো রাজনৈতিক দলগুলো নির্বাচনে নারীর মনোনয়ন দানে আগ্রহী হন না।
কখন থেকে প্রধান রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন দিতে শুরু করে?
উত্তর : ১৯৭৯ থেকে প্রধান রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন দিতে শুরু করে।
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা প্রার্থী নির্বাচিত হওয়া শুরু কত সাল থেকে?
উত্তর : বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা প্রার্থী নির্বাচিত হওয়া শুরু ১৯৮৬ সাল থেকে।
১৯৯১ সালের নির্বাচনে কয়টি আসনে মহিলা প্রার্থী বিজয়ী হন?
উত্তর : ১৯৯১ সালের নির্বাচনে ৮টি আসনে মহিলা প্রার্থী বিজয়ী হন।
কত সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে?
উত্তর : সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৮১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
সংসদের ৩০০টি আসনের জন্য মোট প্রার্থীর সংখ্যা কত ছিল?
উত্তর : সংসদের ৩০০টি আসনের জন্য মোট প্রার্থীর সংখ্যা ২৫৭৪ জন ছিল।
১৯৯৬ সালের নির্বাচনে ৮১টি রাজনৈতিক দলের মধ্যে কতটি রাজনৈতিক দল নারীকে সরাসরি নির্বাচনে
অংশগ্রহণের সুযোগ দেয়?
উত্তর : ১৯৯৬ সালের নির্বাচনে ৮১টি দলের মধ্যে ১৩টি রাজনৈতিক দল নারীকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট নারী প্রার্থী কত জন ছিল?
উত্তর : সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট নারী প্রার্থী ৩৬ জন ছিল।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দল সবচেয়ে বেশি মহিলা মনোনয়ন দেয়?
উত্তর : সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি মহিলা মনোনয়ন দেয়।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ জন মহিলা প্রার্থী কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন?
উত্তর : সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ জন মহিলা প্রার্থী ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০০১ সালের নির্বাচনে মহিলা প্রার্থী কতজন ছিলেন?
উত্তর : ২০০১ সালের নির্বাচনে মহিলা প্রার্থী ছিলেন ৩৭ জন।
২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে কত জন মহিলা প্রার্থী মনোনয়ন পান?
উত্তর : ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে ১১ জন মহিলা প্রার্থী মনোনয়ন পান।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ২০০১ সালে অনুষ্ঠিত হয়।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কতজন মহিলা প্রার্থী মনোনয়ন দেয়?
উত্তর : অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৫ জন মহিলা প্রার্থী মনোনয়ন দেয়।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে কতজন মহিলা প্রার্থী মনোনয়ন পান?
উত্তর : অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে ৩ জন মহিলা প্রার্থী মনোনয়ন পান।
নবম জাতীয় সংসদ নির্বাচনে কোন ভোটারের সংখ্যা বেশি ছিল?
উত্তর : নবম জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারের সংখ্যা বেশি ছিল।
নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে কত জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন?
উত্তর : নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে ১৮ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নবম জাতীয় সংসদ নির্বাচনে কত জন নারী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন?
উত্তর : নবম জাতীয় সংসদ নির্বাচনে ৬০ জন নারী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন ।
নবম জাতীয় সংসদ নির্বাচনে কত জন নারী জয়লাভ করেন? ·
উত্তর : নবম জাতীয় সংসদ নির্বাচনে ১৯ জন নারী জয়লাভ করেন।
নবম জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসনে ১৯ জন নারী জয়লাভ করেন?
উত্তর : নবম জাতীয় সংসদ নির্বাচনে ২৩টি আসনে ১৯ জন নারী জয়লাভ করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ৫ জানুয়ারি ২০১৪ সালে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে কত জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে?
উত্তর : ২৭ জন।
২৭ জন নারী প্রার্থী দশম জাতীয় নির্বাচনে কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে?
উত্তর : ২৮টি আসনে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে?
উত্তর : ২টি আসনে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে কত জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়?
উত্তর : ৮ জন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে জনগণের সরাসরি ভোটে নারী এমপি নির্বাচিত হয়?
উত্তর : ২০টি আসনে।
দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা কে?
উত্তর : বেগম রওশন এরশাদ।
দশম জাতীয় সংসদে মহিলা মন্ত্রী কত জন?
উত্তর : ৫ জন (প্রধানমন্ত্রীসহ)।
দশম জাতীয় সংসদের সংসদ উপনেতা কে?
উত্তর : সাজেদা চৌধুরী
দশম জাতীয় সংসদের স্পিকার নিযুক্ত হয় কে?
উত্তর : শিরীন শারমিন চৌধুরী।
কোন সংসদ নির্বাচনে সংরক্ষিত আসন ছিল না?
উত্তর : ৪র্থ সংসদ নির্বাচনে সংরক্ষিত আসন ছিল না।
তৃতীয় সংসদে সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলাদের সবাই কোন রাজনৈতিক দলের মনোনীত সদস্য?
উত্তর : তৃতীয় সংসদে সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলাদের সবাই জাতীয় পার্টির মনোনীত সদস্য।
‘উইমেন ফর উইমেন’ কী?
উত্তর : ‘উইমেন ফর উইমেন’ হচ্ছে বেসরকারি নারী সংগঠন।
কিভাবে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
উত্তর : কয়েকটি ওয়ার্ডের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়।
বাংলাদেশের স্থানীয় পর্যায়ে প্রাথমিক প্রশাসনিক কাঠামো কোনটি?
উত্তর : বাংলাদেশের স্থানীয় পর্যায়ে প্রাথমিক প্রশাসনিক কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ।
১৯৭৬ সালের স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী ইউনিয়ন পরিষদে কয়জন নারী সদস্য মনোনয়ন পেতেন?
উত্তর : ১৯৭৬ সালের স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী ইউনিয়ন পরিষদে দুজন নারী সদস্য মনোনয়ন পেতে
ইউনিয়ন পরিষদের মনোনীত নারী সদস্য কার কর্তৃক মনোনয়ন পেতেন?
উত্তর : ইউনিয়ন পরিষদের মনোনীত নারী সদস্য মহকুমা প্রশাসক কর্তৃক মনোনয়ন পেতেন।
বর্তমানে ইউনিয়ন পরিষদে কয়জন নারী সদস্য মনোনয়ন পান?
উত্তর : বর্তমানে ইউনিয়ন পরিষদে ৩ জন নারী সদস্য মনোনয়ন পান।
প্রতিটি ইউনিয়নে কয়টি ওয়ার্ড থাকে?
উত্তর : প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ৯ টি ওয়ার্ড থাকে।
পৌরসভা কাকে বলে?
উত্তর : পৌরসভা হচ্ছে শহরের জনগণের স্থানীয় সমস্যাগুলো সমাধান ও উন্নয়নমূলক কাজ করার
স্বায়ত্তশাসিত সংস্থা।
সিটি কর্পোরেশন কাদের নিয়ে গঠিত?
উত্তর : সিটি কর্পোরেশন নির্বাচিত ও মনোনীত সদস্য নিয়ে গঠিত।
সিটি কর্পোরেশনের সদস্যগণ কী নামে পরিচিত?
উত্তর : সিটি কর্পোরেশনের সদস্যগণ কাউন্সিলর নামে পরিচিত।
কে মেয়র নামে পরিচিত?
উত্তর : সিটি কর্পোরেশনের প্রধান মেয়র নামে পরিচিত।
স্থানীয় সরকার ব্যবস্থা কয়স্তর বিশিষ্ট?
উত্তর : স্থানীয় সরকার ব্যবস্থা তিনস্তর বিশিষ্ট।
স্থানীয় সরকার ব্যবস্থার দ্বিতীয় স্তর কোনটি?
উত্তর : স্থানীয় সরকার ব্যবস্থার দ্বিতীয় স্তর হচ্ছে উপজেলা।
১৯৮৫ সালে সাবেক রাষ্ট্রপতি এইচ. এম. এরশাদ দেশের কতটি থানাকে উপজেলা ঘোষণা করেন?
উত্তর : ১৯৮৫ সালে সাবেক রাষ্ট্রপতি এইচ. এম. এরশাদ দেশের ৪৬০টি থানাকে উপজেলা ঘোষণা করেন।
বাংলাদেশে প্রথম থানা পর্যায়ে কখন স্থানীয় সরকার ব্যবস্থার প্রচলন হয়?
উত্তর : বাংলাদেশে প্রথম থানা পর্যায়ে ১৯৮৫ সালে স্থানীয় সরকার ব্যবস্থার প্রচলন হয়।
কে সর্বপ্রথম থানা পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থার প্রচলন করেন?
উত্তর : সাবেক রাষ্ট্রপতি এইচ. এম. এরশাদ সর্বপ্রথম থানা পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থার প্রচলন করেন।
বর্তমানে সংসদে মহিলাদের সংরক্ষিত আসন কতটি?
উত্তর : বর্তমানে সংসদে মহিলাদের সংরক্ষিত আসন ৫০টি
কোন সংশোধনীর মাধ্যমে মহিলাদের সংরক্ষিত আসন ৪৫টি থেকে ৫০টি করা হয়?
উত্তর : পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মহিলাদের সংরক্ষিত আসন ৪৫টি থেকে ৫০টি করা হয়।
কোন সরকার উপজেলা পরিষদ পুনঃপ্রবর্তন করে?
উত্তর : আওয়ামী লীগ সরকার উপজেলা পরিষদ পুনঃপ্রবর্তন করে।
কত বছর পর ২০০৯ সালে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯ বছর পর ২০০৯ সালে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ১৯ বছর পর কখন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : দীর্ঘ ১৯ বছর পর ২০০৯ সালের ২২জানুয়ারি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০০৯ সালে কতটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর : ২০০৯ সালে ৪৮১ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯ ফেব্রুয়ারি ২০১৪ সালে।
কোন সরকার কর্তৃক উপজেলা পরিষদে একজন নারী ভাইস-চেয়ারম্যান পদ সৃষ্টি করা হয়?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক উপজেলা পরিষদে একজন নারী ভাইস-চেয়ারম্যান পদ সৃষ্টি করা হয়।
•. ইউনিয়ন পরিষদে সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যম কী?
উত্তর : ইউনিয়ন পরিষদে সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যম হলো পরিষদের সভা, প্রকল্প, কমিটি ও কমিটি ব্যবস্থা।
ইউনিয়ন পরিষদে সাধারণত কয় ধরনের সভা হয়ে থাকে?
উত্তর : ইউনিয়ন পরিষদে সাধারণত দুই ধরনের সভা হয়ে থাকে।
ইউনিয়ন পরিষদের সভা দুটির নাম কী?
উত্তর : ইউনিয়ন পরিষদের সভা দুটির নাম হলো : ক. সাধারণ সভা (মাসিক) এবং খ. জরুরি সভা (বিশেষ)।
সাধারণ সভা কখন হয়?
উত্তর : সাধারণ সভা মাসে একবার নির্ধারিত দিনে হয়ে থাকে।
5.
কাদের মধ্যে দুর্নীতির পরিমাণ কম?
উত্তর : নারীদের মধ্যে দুর্নীতির পরিমাণ কম।
পুরুষতান্ত্রিক সমাজ নারীকে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে?
উত্তর : পুরুষতান্ত্রিক সমাজ নারীকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে ।
বাংলাদেশে যত ফতোয়া জারি হয়েছে তার বেশিরভাগের শিকার কারা হচ্ছে?
উত্তর : বাংলাদেশে যত ফতোয়া জারি হয়েছে তার বেশিরভাগের শিকার হচ্ছে নারীরা।
১. ফতোয়ার শিকার নারীরা কিসের পথ বেছে নিচ্ছে?
উত্তর : ফতোয়ার শিকার নারীরা নীরবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
সালিশ মানে কী?
উত্তর : সালিশ মানে গ্রাম্য বিচার।
সালিশ কাকে বলে?
উত্তর : গ্রামীণ সমাজ ব্যবস্থায় বিদ্যমান নানান সমস্যার সমাধান বা মীমাংসার যে গ্রাম্য বিচার ব্যবস্থার সৃষ্টি করা
হয়েছে তাকে সালিশ বলে ।
সালিশের মধ্যস্থতাকারী কারা?
উত্তর : যারা সমাজ প্রধান হিসেবে পরিচিত তারাই মূলত সালিশের মধ্যস্থতাকারী।
সালিশের মূল কাজ কী?
উত্তর : সালিশের মূল কাজ হলো : বাদী ও বিবাদী পক্ষের মধ্যে আলোচনা করে কোনো বিষয়ে সিদ্ধান্তে উপনীত
হতে সাহায্য করা ।
সালিশের যারা বিচারক তারা সবাই পুরুষ না নারী?
উত্তর : সালিশে যারা বিচারক তারা সবাই পুরুষ।
নারী ও শিশু নির্যাতন দমন আইন কত সালে হয়?
উত্তর : ১৯৯৫ সালে।
নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি কী?
উত্তর : নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
“A Vindication of the Rights of Woman বইটি কার লেখা ?
উত্তর : মেরী ওলস্টোনক্রাফট।
নারী উন্নয়নের দুটি পত্রের নাম লিখ।
উত্তর : নারী শক্তি ও বেগম পত্রিকা।
১. বাংলাদেশের মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি?
বিশ্বে প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : বাংলাদেশের মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
উত্তর : মেক্সিকো সিটিতে।
নারীর দ্বৈত ভূমিকা কি?
উত্তর : নারীর দ্বৈত ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ।
আদর্শ নারী কে?
নারীর ক্ষমতায়নে কাজ করে এমন চারটি NGO এর নাম লিখ।
উত্তর : যে নারী পারিবারিক সমাজ ব্যবস্থায় প্রচলিত মূল্যবোধ আইন অনুযায়ী পরিচালিত হয় সেই আদর্শ নারী।
উত্তর : নারীর ক্ষমতায়নে কাজ করে এমন চারটি NGO এর নাম হলো- ১. ব্রাক; ২. আশা; ৩. গ্রামীণ ব্যাংক ও8. প্রশিকা।
নারী উন্নয়নের জন্য বাংলাদেশে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা কর।
উত্তর : প্রশাসনের উচ্চ পর্যায়ে নারী, মন্ত্রীসভায় নারী, রাজনীতিতে নারী, পারিবারিক, স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারীর উপর গুরুত্বারোপ করা।
যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রীর নাম কি?
উত্তর : যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রির নাম ম্যাডিলিন অলব্রাইট।
বাংলাদেশ সংবিধানের কোন কোন ধারায় নারী পুরুষ সম-অধিকারের কথা বলা হয়েছে?
উত্তর : ১০, ২৭, ২৮ (১) (২) (৩) (৪) এবং ২৯(১) নং ধারায় ।
সিডও সনদের সাথে বাংলাদেশের সংবিধানের কোন কোন ধারার মিল আছে?
উত্তর : অনুচ্ছেদ ১৯(১), ১৯(২), ২৭, ২৮(২), ২১(১), অনুচ্ছেদ ৩১ এবং ৩২।
উৎপাদনমূলক কাজে কত শতাংশ নারী জড়িত?
উত্তর : উৎপাদনমূলক কাজে ৪৭ শতাংশ নারী জড়িত।
বাংলাদেশের গর্ভবতী নারী প্রতি ঘণ্টায় মারা যায় কতজন?
উত্তর : বাংলাদেশের গর্ভবতী নারী প্রতি ঘণ্টায় মারা যায় ৩ জন।
নারীর ক্ষমতায়নে কাজ করে কয়েকটি NGO এর নাম লিখ।
উত্তর : ব্র্যাক, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, জাগরণী চক্র, কারিতাশ বাংলাদেশ ইত্যাদি ।
বাংলা সংবিধানের কোন ধরায় নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে?
উত্তর : বাংলা সংবিধানের ১০, ১৭, ২৮ এবং ২৯ অনুচ্ছেদে নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে।
বাংলাদেশে মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি?
উত্তর : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয়।
২০০১ সালের নির্বাচনে কতজন নারী সংসদ সদস্য নির্বাচিত হন?
উত্তর : ২০০১ সালের নির্বাচনে ১১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশের দু’জন মহিলা সাহিত্যিক এর নাম লিখ।
উত্তর : বেগম সুফিয়া কামাল, জাহানারা ইমাম।
বিশ্বের দু’জন নারী নেত্রীর নাম লিখ।
উত্তর : ইন্দিরা গান্ধী, বেনজীর ভুট্টো।
বাংলাদেশে কত শতাংশ নারী শারীরিক নির্যাতনের শিকার?
উত্তর : ৪৭ শতাংশ।
যৌতুক কি?
উত্তর : বিবাহকালে পাত্রপক্ষ কনে পক্ষের কাছে দাবি জানিয়ে যে সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদায় করে তাকেই এক কথায় যৌতুক বলে।
বাংলাদেশের একজন নারী শিক্ষাবিদের নাম বল।
উত্তর : অধ্যাপিকা সুফিয়া আহম্মেদ।
নারীনির্যাতন বন্ধের একটি উপায় লিখ।
উত্তর : নারীনির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
উইমেন্স স্টাডিস নামে পূর্ণাঙ্গ বিভাগ খোলা হয়েছে কোথায়?
উত্তর : উইমেন্স স্টাডিস নামে পূর্ণাঙ্গ বিভাগ খোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
মোহরানা কি?
উত্তর : বিবাহের সময় স্বামীর দেয়া অর্থ বা সম্পত্তিই মোহরানা।
কারিতাস এর প্রধান লক্ষ্য কি?
উত্তর : মানব সম্পদ উন্নয়ন।
নারী জাগরণের যুগ বলা হয় কোন শতাব্দী কে?
উত্তর : ঊনবিংশ শতাব্দীকে।
কত সালে বাংলাদেশ মহিলা সংস্থা গঠিত হয়? •
উত্তর : ১৯৭৬ সালে।
বাংলাদেশের নারী অধিকার বিষয়ক ২টি সংগঠনের নাম লিখ।
উত্তর : Bangladesh Women’s Foundation (BWF), বাংলাদেশ মহিলা পরিষদ।
বাংলার প্রথম নারীবাদী নারী কে ছিলেন?
উত্তর : বেগম রোকেয়া।
বিবাহ-বিচ্ছেদের পর সন্তান মায়ের অধিকারে কত বছর থাকতে পারে?
উত্তর : ছেলে সন্তান ৭ বছর পর্যন্ত, কন্যা সন্তান বয়প্রাপ্তি অর্জন পর্যন্ত।
স্থানীয় সরকার নির্বাচনে নারীরা ভোটাধিকার পায় কত সালে?
উত্তর : ১৯৫৬ সালে।
“বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কতবার নির্বাচিত হয়েছেন?
উত্তর : ৫ বার।
বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রিদ্বয়ের নাম লিখ।
উত্তর : এডভোকেট সাহারা খাতুন ও ডা: দিপু মনি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রথম নারী মেয়র হিসেবে কে নির্বাচিত হন?
উত্তর : ডা. সেলিনা হায়াৎ আইভী।
কোন সালকে আন্তর্জাতিক নারী বর্ষ হিসাবে ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৭৫ সালকে।
বাংলাদেশের সংবিধানে নারী অধিকার সংক্রান্ত কয়েকটি ধারা উল্লেখ কর।
উত্তর : ১০, ১৭, ১৮, ২৯ ধারা।
যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর : যৌতুক নিরোধ আইন ১৯৮০ সালে প্রণীত হয়।
গ্লোবাল ভিলেজের পরিবর্তিত রূপ কি?
উত্তর : বিশ্বায়ন ।
ফতোয়া কি ধরনের শব্দ?
উত্তর : আরবি।
নারীর রাজনৈতিক অংশগ্রহণ কি?
উত্তর : রাজনৈতিক সিদ্ধান্তগ্রহণ ও বাস্তবায়নে নারীর ভূমিকা।
সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত আসনে মহিলা সদস্য ৫০ করা হয়?
উত্তর : সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত আসনে মহিলা সদস্য ৫০ করা হয়।
‘বাংলাদেশের কোন উপজাতিতে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত?
উত্তর : খাসিয়া ।
বাংলাদেশের ৫ জন শীর্ষস্থানীয় নারী রাজনীতিবিদের নাম লিখ।
উত্তর : শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী ও রওশন এরশাদ।
‘কেউ নারী হয়ে জন্মায় না, নারী হয়ে ওঠে’-এ উক্তিটি কার?
উত্তর : সিমন ডি বিভোয়্যার।
সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন কত সালে হয়?
উত্তর : ২০০৩ সালে।
বাঙালি নারীর ২টি গুণ লিখ।
উত্তর : ১. ধৈর্য ও ২. আত্মত্যাগ।
ইসলাম ধর্মে বিয়ের ক্ষেত্রে নারীর অন্যতম অধিকার কোনটি?
উত্তর : দেনমোহর।
নারীর মুক্তির যথার্থ উপায় কি?
উত্তর : নারীর আত্মশক্তি জাগ্রত করা।
বাংলাদেশের নারী শ্রমিকের কত শতাংশ পোশাক শিল্পে নিয়োজিত?
উত্তর : বাংলাদেশের নারী শ্রমিকের ৯০ শতাংশ পোশাক শিল্পে নিয়োজিত আছে।
শিশু দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর : শিশু দিবস পালিত হয় ১৭ মার্চ।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কোন দুইজন নারীকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়?
উত্তর : স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য যে দুইজন নারীকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয় তারা হলেন- ১.
তারামন বিবি, ২. ক্যাপ্টেন সেতারা বেগম।
বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম লিখ।
উত্তর : ডাঃ দিপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের নারীনির্যাতনের ২টি কারণ উল্লেখ কর?
উত্তর : বাংলাদেশের নারীনির্যাতনের দুটি কারণ হলো- (১) পুরুষের আধিপত্য ও (২) ধর্মের অপব্যবহার।
বেগম রোকেয়ার জন্ম কোন জেলায়?
উত্তর : বেগম রোকেয়ার জন্ম রংপুর জেলায়।
সংবিধানের কত অনুচ্ছেদে সংসদে নারীর আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে?
উত্তর : ৬৫(৩) অনুচ্ছেদে।
সর্বশেষ কতসালে নারী উন্নয়ন নীতিমালা ঘোষণা করা হয়?
উত্তর : ২০১১ সালে।
পারিবারিক আদালতে প্রধানত কোন চারটি বিষয় নিষ্পত্তি করা হয়?
উত্তর : ১. নারীর সামাজিক অবস্থান ও মর্যাদা; ২. নারীর রাজনৈতিক অবস্থান ও মর্যাদা; ৩. নারীর অর্থনৈতিক অবস্থান ও মর্যাদা; ৪. নারীর শিক্ষাগত অবস্থান ও মর্যাদা।
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমধিকারের কথা বলা আছে?
উত্তর : ২৮(২) অনুচ্ছেদে।
জাতীয় সংসদে বর্তমান সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?
উত্তর : ৫০টি।
কত সালে বেগম জিয়া সর্বপ্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন?
উত্তর : ১৯৯১ সালে।
বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কী?
উত্তর : ড. শিরিন শারমিন চৌধুরী।
নির্বাচন কী?
উত্তর : নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ তাদের প্রতিনিধি
বাছাই করে ।
পরিসংখ্যান মতে, কোন সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যক নারী ভোটার অংশগ্রহণ করে?
উত্তর : ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে।
কত সালে সর্বপ্রথম সার্বজনীন ভোটের পদ্ধতি চালু হয়?
উত্তর : ১৯৫৬ সালে।
১৯৭৩ – ১৯৭৫ সাল পর্যন্ত জাতীয় সংসদে কতজন মহিলা সদস্য নির্বাচিত সংসদের ভোটে নির্বাচিত হন?
উত্তর : ১৫ জন।
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ পরিবর্তন করে সংসদে নারী আসন সংখ্যা ১৫ থেকে ৩০ এ উন্নীত করা হয়?
উত্তর : ৬৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী।
৫. বাংলাদেশের কোন সংসদে ৩০ জন নারী সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হন?
উত্তর : দ্বিতীয় সংসদে।
৬. বাংলাদেশের কোন সংসদ নির্বাচনে ৫ জন নারী সদস্য সাধারণ আসনে সরাসরি নির্বাচিত হন?
উত্তর : তৃতীয় সংসদ নির্বাচনে।
৭. বাংলাদেশের কোন সংসদ নির্বাচনে ৬ জন নারী সদস্য সাধারণ আসনে সরাসরি নির্বাচিত হন?
উত্তর : পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে।
বাংলাদেশের কোন সংসদ নির্বাচনে সরাসরি ভোটে ৮ জন নারী সদস্য সাধারণ আসনে নির্বাচিত হন?
উত্তর : সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে।
বাংলাদেশের কোন সংসদ নির্বাচনে সরাসরি ভোটে সাধারণ আসনে ১৯ জন নারী নির্বাচিত হন?
উত্তর : নবম জাতীয় সংসদ নির্বাচনে।
১. বাংলাদেশের জাতীয় সংসদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম নারী সদস্যের নাম কী?
উত্তর : সৈয়দা রাজিয়া ফয়েজ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেবিনেটে কতজন নারী সদস্যের উল্লেখ আছে?
উত্তর : ৬ জন।
২. এরশাদের কেবিনেটে কতজন নারী সদস্যের উল্লেখ পাওয়া যায়?
উত্তর : ৪ জন।
১. বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর : এডভোকেট সাহারা খাতুন।
ভোটদান একজন নাগরিকের কীরূপ অধিকার?
উত্তর : রাজনৈতিক।
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটি পর্যায় নারী পুরুষ সম-
অধিকারের কথা বলা হয়েছে?
উত্তর : ১৫, ১৭, ২৮ এবং ২৯ নং অনুচ্ছেদে।
বাংলাদেশে কতজন নারী প্রেসিডেন্ট পদ লাভ করেন?
উত্তর : একজনও না।
কবে বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়েছেন?
উত্তর : ৩০ এপ্রিল ২০১৩।
বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী কততম স্পিকার?
উত্তর : ১১ তম।
বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ কোন দুটি দলের নারী নেতৃত্বে রয়েছেন?
উত্তর : আওয়ামী লীগ ও বিএনপি।
১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেবিনেটে ৫০ জন সদস্যের মধ্যে কত জন নারী ছিল?
উত্তর : ২ জন।
জিয়াউর রহমানের কেবিনেটে কত জন নারী ছিল?
উত্তর : ৬ জন।
১৯৯১ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার কেবিনেটে ৩৯ জন মন্ত্রীর মধ্যে কত জন নারী ছিল?
উত্তর : ৪ জন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার কেবিনেটে কত জন নারী মন্ত্রী রয়েছেন?
উত্তর : প্রধানমন্ত্রীসহ ৪ জন।
বাংলাদেশের প্রথম নারী মন্ত্রীর নাম কী?
উত্তর : বেগম নুরজাহান মুরশিদ।
বাংলাদেশের সর্বশেষ নারী মন্ত্রীর নাম কী?
উত্তর : বেগম মেহের আফরোজ চুমকী ।
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টা কে?
উত্তর : ড. অধ্যাপিকা নাজমা চৌধুরী ।
বাংলাদেশের সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের নারী উপদেষ্টা কে ছিলেন?
উত্তর : রাশেদা কে চৌধুরী।
বাংলাদেশের মোট জনসংখ্যার কী পরিমাণ নারী?
উত্তর : প্রায় অর্ধেক।
বাংলাদেশের জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব কত শতাংশ?
উত্তর : ২ থেকে ৩%।
অষ্টম সংসদে নারী সংসদের শতকরা কত ভাগ ছিলেন পেশাদার রাজনীতিবিদ?
উত্তর : শতকরা ১১ ভাগ।
বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের আবির্ভাব ঘটেছে কবে?
উত্তর : ১৯৯০ দশকে।
১. বাংলাদেশের প্রথম ক্যাবিনেটে বা সরকারে কতজন নারী ছিল?
উত্তর : একজনও না।
১৯৭২ – ২০১৩ পর্যন্ত ৪৬ জন মন্ত্রীর মধ্যে নারী মন্ত্রী কতজন?
উত্তর : ৬ জন।
বাংলাদেশের আইনসভায় নারীর সংখ্যা কত?
উত্তর : ৫০ জন।
কত সালের মন্ত্রিসভায় কোন নারী মন্ত্রী ছিলেন না?
উত্তর : ১৯৭২ ।
১. বাংলাদেশে ১৯৭২ থেকে বর্তমান পর্যন্ত কতজন নারী প্রধানমন্ত্রী হন?
উত্তর : দু জন।
বাংলাদেশের ইউনিয়ন পরিষদে প্রতি ওয়ার্ডে নারীর সংখ্যা কতজন করে রয়েছে?
উত্তর : একজন করে।
বাংলাদেশের ইউনিয়ন পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
উত্তর : ৩ টি।
বাংলাদেশের প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত নারী প্রার্থীর সংখ্যা কত?
উত্তর : ১ জন।
বাংলাদেশে কোন প্রধানমন্ত্রী পুলিশ ও সেনাবাহিনীতে নারীদের নিয়োগের বিধান করেন?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডিয়াম নারী কত শতাংশ?
উত্তর : ২৩ শতাংশ।
আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে নারী কত শতাংশ?
উত্তর : ৯.২ শতাংশ।
বিএনপির নির্বাহী কমিটিতে নারীর সংখ্যা কত?
উত্তর : ১৪.৭%।
বাংলাদেশের কোন রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ে কোনো নারী নেই?
উত্তর : জামাতের।
১৯৭২ সাল হতে এ পর্যন্ত বাংলাদেশে কতজন নারী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন?
উত্তর : একজনও না।
১৯৭২ সাল হতে বর্তমান পর্যন্ত বাংলাদেশে নারী স্পিকার কয়জন?
উত্তর : ১ জন।
বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের একটি সমস্যা উল্লেখ কর।
উত্তর : পুরুষতান্ত্রিক রাজনৈতিক মূল্যবোধ ও সংস্কৃতি।
বাংলাদেশের রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ কেমন?
উত্তর : সীমিত।
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোতে উচ্চ পর্যায়ে নারীর অংশগ্রহণের হার কত শতাংশ?
উত্তর : ৫.১ শতাংশ।
বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
উত্তর : আওয়ামী লীগ।
বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন কে?
উত্তর : বেগম খালেদা জিয়া।
জাতীয় সংসদে কী জেন্ডার ভারসাম্য প্রতিষ্ঠিত?
উত্তর : জাতীয় সংসদে এখনো জেন্ডার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়নি।
বাংলাদেশের প্রথম সংসদে সংরক্ষিত নারী আসনে কয়জন নারী সদস্য ছিলেন?
উত্তর : ১৫ জন।
বাংলাদেশের দ্বিতীয় সংসদে কতজন প্রত্যক্ষভাবে নির্বাচিত নারী সদস্য ছিলেন?
উত্তর : ২ জন।
বাংলাদেশের পঞ্চম সংসদে কতজন নির্বাচিত নারী সদস্য ছিলেন?
উত্তর : ৪ জন।
পঞ্চম সংসদে সংরক্ষিত কোটায় কতজন নারী সদস্য ছিলেন?
উত্তর : ৩০ জন।
বাংলাদেশের অষ্টম পার্লামেন্টে সংরক্ষিত নারী আসন ছিল কয়টি?
উত্তর : ৪৫ টি।
বাংলাদেশের নবম পার্লামেন্টে প্রত্যক্ষভাবে নির্বাচিত নারী সাংসদ ছিল কত জন?
উত্তর : ১৯ জন।
বাংলাদেশে দশম সংসদ সাধারণ নারী আসনে সরাসরি নির্বাচিত হয়েছেন কত জন?
উত্তর : ২০ জন।
বাংলাদেশের পৌরসভাগুলোতে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
উত্তর : ৩ টি।
বাংলাদেশের বিচার বিভাগের কোন পদে এখনো কোন নারী নিয়োগ পাননি?
উত্তর : প্রধান বিচারপতি পদে।
বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ পান কত সালে?
উত্তর : ২০০৮ সালে।
কত সাল হতে কত সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতির শীর্ষ পদে কোন নারী আরোহণ করতে পারেনি?
উত্তর : ১৯৭২ – ১৯৯০ সাল পর্যন্ত।
কোন শাসনের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের প্রধান দুই নারী নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন
হয়েছেন?
উত্তর : সামরিক শাসন।
প্রথম সংসদ হতে অষ্টম সংসদ পর্যন্ত সংরক্ষিত আসনে মোট কতজন মহিলা মনোনীত হয়েছেন?
উত্তর : ২০৩ জন।
বাংলাদেশের জাতীয় সংসদের কোন আসনে নারী ও পুরুষ উভয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে?
উত্তর : সাধারণ আসনে।

খ- বিভাগ

প্রশ্ন॥১॥বাংলাদেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনের ভোটদানে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন৷৷২৷৷বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥৩॥ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের সমস্যা কিভাবে দূর করা যায়?
প্রশ্ন॥৪॥ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নে কী কী সমস্যা বিদ্যমান?
প্রশ্ন॥৫॥ইউনিয়ন পরিষদে নারীর অংশগ্রহণ কেমন?
প্রশ্ন॥৬॥ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের বর্তমান অবস্থা কেমন?
প্রশ্ন॥৭॥রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর পিছিয়ে থাকার কারণ কী কী?
প্রশ্ন॥৮॥বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণে সমস্যা কী কী?
প্রশ্ন॥৯॥রাজনীতিতে কিভাবে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা যায়?
প্রশ্ন॥১০৷৷বাংলাদেশের রাজনীতিতে নারীর ক্ষমতায়নের সম্ভাবনা সংক্ষেপে আলোচনা কর ।
প্রশ্ন ১১নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে?
প্রশ্ন ১২৷৷নারী শিক্ষার প্রতিবন্ধকতা কিভাবে দূর করা যায়?
প্রশ্ন॥১৩৷৷নারী শিক্ষার অনগ্রসরতার কারণ কী কী?
প্রশ্ন৷১৪৷৷বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান সংক্ষেপে বর্ণনা কর।
প্রশ্ন৷১৫নারীর ক্ষমতায়নে বাধাসমূহ কী কী?
প্ৰশ্ন৷১৬৷স্থানীয় নির্বাচনে নারী কিভাবে নির্বাচিত হয়?
প্রশ্ন৷১৭৷৷বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নারীর অবস্থান তুলে ধর?
প্রশ্ন৷ ১৮৷৷বাংলাদেশের রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণের হার কমের কারণগুলো লেখ?
প্রশ্ন৷ ১৯৷৷বাংলাদেশে নারীর নৈতিক অধিকার কী কী?
প্রশ্ন৷২০৷৷বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে নারীর অবস্থান বর্ণনা কর?
প্রশ্ন৷৷২১৷৷রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে নারীর এজেন্ডা কী?
প্রশ্ন৷২২৷৷ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর গঠন বর্ণনা কর।
প্রশ্ন৷২৩৷৷সালিশ কী?
প্রশ্ন৷২৪৷সালিশের ভূমিকা কী?
প্রশ্ন৷২৫নেতৃত্বের প্রয়োজনীয়তা সংক্ষেপে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷২৬৷নেতৃত্বের কার্যাবলিসমূহ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷২৭৷৷ নেতৃত্ব বলতে কী ঝুঝ?

গ-বিভাগ

প্রশ্ন॥১॥বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান মূল্যায়ন কর।
প্ৰশ্ন৷৷২৷৷বাংলাদেশে নারী আন্দোলনের প্রকৃতি ও বিকাশ আলোচনা কর।
প্রশ্ন॥৩॥ইউনিয়ন পরিষদে নারীর ক্ষমতায়নের সমস্যা দূর করার উপায়সমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৪॥বাংলাদেশের জাতীয় সংসদে জেন্ডার ইস্যু সমাধান করার উপায়গুলো আলোচনা কর।
প্ৰশ্ন৷॥৫॥রাষ্ট্র পরিচালনায় নারী নেতৃত্ব আলোচনা কর।
প্ৰশ্ন৷৬৷নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা কর।
প্ৰশ্ন৷॥৭॥নারী নেতৃত্ব হিসেবে শেখ হাসিনার উল্লেখযোগ্য কর্মকাণ্ড আলোচনা কর ।
প্ৰশ্ন৷॥৮॥নেতৃত্ব ও নারী নেতৃত্ব কী? নারী নেতৃত্ব হিসেবে খালেদা জিয়ার উল্লেখযোগ্য কর্মকাণ্ড আলোচনা কর ।
প্রশ্ন॥৯॥বাংলাদেশের রাজনীতিতে নারীর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন॥১০৷৷রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বুঝ? বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রকৃতি আলোচনা কর ।
প্রশ্ন৷ ১১৷৷জেন্ডার ভারসাম্য বলতে কী বুঝ? বাংলাদেশের রাজনীতিতে জেন্ডার ভারসাম্যের সমস্যাসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷১২৷৷ বাংলাদেশের রাজনীতিতে জেন্ডার ভারসাম্য প্রতিষ্ঠার উপায় বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷১৩৷জেন্ডার ইস্যু বলতে কী বুঝ? বাংলাদেশের জাতীয় সংসদে জেন্ডার ইস্যু আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৪৷৷বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
প্রশ্ন৷ ১৫৷৷নারী শিক্ষার অগ্রগতির লক্ষে সরকারের নীতি ও কর্মসূচির বর্ণনা কর।
প্রশ্ন৷৷১৬৷বাংলাদেশ জাতীয় সংসদে নারী প্রতিনিধির সংখ্যাগত অবস্থান সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন॥১৭৷বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের সংরক্ষিত আসন সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৮৷৷জাতীয় সংসদে সংরক্ষিত আসন সম্পর্কে বিভিন্ন সংগঠনের মতামত আলোচনা কর।
প্ৰশ্ন৷৷ ১৯৷৷ বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণের প্রক্রিয়া আলোচনা কর। সংরক্ষিত আসনে তাদের কার্যকর অংশগ্রহণের জন্য তুমি কী কী সুপারিশ করবে?
প্ৰশ্ন৷৷২০৷৷ বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে নারীদের সুপারিশসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২১৷৷ বাংলাদেশের নারীদের আইনগত অধিকারগুলো লিখ।
প্রশ্ন৷৷২২৷৷ বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৩৷৷ বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷২৪৷৷ বাংলাদেশের নারীদের ক্ষমতায়নে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে? তোমার মতামত ব্যক্ত কর।
প্ৰশ্ন৷৷২৫৷ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৬৷ নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৭৷৷ নারীর অধস্তনতা বলতে কী বুঝ? নারীর অধস্তনতার কারণসমূহ আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশের সমাজে নারীর অবস্থান নির্ণয় কর।
প্ৰশ্ন৷৷২৮৷৷ বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। এ প্রতিবন্ধকতা দূর করার উপায়সমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৷২৯৷৷ বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণের উপায় আলোচনা কর।
প্ৰশ্ন৷৩০৷৷ বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনা কতটুকু? আলোচনা কর।
প্ৰশ্ন৷৩১৷৷রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর পশ্চাৎপদতার কারণসমূহ আলোচনা কর।
প্ৰশ্ন৷৩২৷৷রাজনৈতিক দল ও নারী ইস্যু সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন৷৩৩৷৷বালাদেশের নারীর সাংবিধানিক অধিকার বর্ণনা কর।
প্ৰশ্ন৷৷৩৪৷৷ বাংলাদেশের জাতীয় বাজেটে নারীর অবস্থান কেমন? কেন বাজেট জেন্ডার সংবেদনশীল হওয়া প্রয়োজন? আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৫৷৷ প্রজনন স্বাস্থ্য কী? বাংলাদেশের নারীর প্রজনন স্বাস্থ্য না থাকার কারণ বর্ণনা কর।
প্ৰশ্ন৷৩৬৷ আইন বিভাগে নারীর অবস্থান আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩৭৷৷ > শাসন বিভাগে নারীর অবস্থান আলোচনা কর।
প্ৰশ্ন৷৷৩৮৷৷ বিচার বিভাগে নারীর অবস্থান আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৯৷ রাজনৈতিক নেতৃত্ব বলতে কী বুঝ? নেতৃত্বের প্রকারভেদ আলোচনা কর।
প্ৰশ্ন৷৪০৷৷নেতৃত্বের কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৪১৷৷ নেতৃত্বের প্রয়োজনীয়তা আলোচনা কর ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*