স্থানীয় পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়া কেন?
অথবা, স্থানীয় পরিকল্পনাকে ধারাবাহিক প্রক্রিয়া বলার কারণ কী?
অথবা, কী কারণে স্থানীয় পরিকল্পনাকে ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়েছে?
অথবা, স্থানীয় পরিকল্পনা কী ধারাবাহিক প্রক্রিয়া?
অথবা, তুমি কি মনে কর স্থানীয় পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়া?
অথবা, স্থানীয় পরিকল্পনাকে কেন ধারাবাহিক প্রক্রিয়া বা কার্যক্রম বলা হয়?
উত্তর৷ ভূমিকা : কেন্দ্রীয় পরিকল্পনার ত্রুটিগুলো পরিহার করার জন্যই স্থানীয় পরিকল্পনার উদ্ভব ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রণালয় হতে আরোপিত সম্পদ এবং স্থানীয় সম্পদের সমন্বয়ের ভিত্তিতে, জনগণের অংশগ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্থানীয় পরিকল্পনা বলে ।
স্থানীয় পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়া : সামাজিক, রাজনৈতিক বাস্তবতার নিরিখে প্রতিটি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলগুলোর বিশেষ ধরনের প্রয়োজনের প্রকৃতির উপর গুরুত্ব দিয়ে স্থানীয় পরিকল্পনা প্রণয়ন করা হয়।স্থানীয় পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়। যা নিম্নরূপ :
১. সমগ্র পরিকল্পনাধীন এলাকা অর্থাৎ দেশকে বৈশিষ্ট্যের ভিত্তিতে অথবা স্থানীয় সরকার ব্যবস্থার ভিত্তিতে কতিপয় অঞ্চলে বিভক্ত করা।
২. অঞ্চলগুলো সম্পর্কে স্বচ্ছ জ্ঞান আছে এরকম। এক বা একাধিক বিশেষজ্ঞ এবং স্থানীয় প্রতিনিধির সমন্বয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন। বিশেষজ্ঞ হবেন দলের সমন্বয়ক।
৩. অঞ্চলের জনগণকে পেশা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক শ্রেণি অনুযায়ী কয়েকটি শ্রেণিকে বিভক্ত করা।
৪.শ্রেণি অনুযায়ী তাদের প্রতিনিধিত্বমূলক ব্যক্তিদের কাছে পরিকল্পনার সম্ভাব্য সুবিধাগুলো প্রেরণ।
৫.অন্তত তিন থেকে সাত দিন আগে অবহিত করার মাধ্যমে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিদের নিয়ে বৈঠকের আয়োজন করা।
এখানে উল্লেখ্য যে জনগণের কাছে তাদের প্রয়োজনের সাথে সম্ভাব্য সম্পদের সংস্থান সম্পর্কেও পরামর্শ চাইতে হবে।
৬.পূর্ব নির্ধারিত আলোচ্য সূচির ভিত্তিতে জনগণের মতামতগুলোর সারাংশ প্রস্তুতকরণ।
৭. সারাদেশ থেকে সংগৃহীত সার নির্যাসের ভিত্তিতে প্রয়োজনীয়তার অগ্রাধিকার অনুযায়ী পরিকল্পনা কমিশন কেন্দ্রীয়ভাবে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, স্থানীয় পরিকল্পনা হচ্ছে বিকেন্দ্রীভূত পরিকল্পনা; সেক্টর পরিকল্পনা; আঞ্চলিক পরিকল্পনা; বিশেষ পরিকল্পনা এবং নিম্নস্তরের পরিকল্পনা স্থানীয় পরিকল্পনা কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষের মত বিনিময়ের ধারাবাহিক সমন্বয়ের ভিত্তিতে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তব রূপ লাভ করে।