সাহিত্য পর্যালোচনা কী?

অথবা, সাহিত্য পর্যালোচনা কাকে বলে?
অথবা, সাহিত্য পর্যালোচনার সংজ্ঞা লিখ।
অথবা,লিটারেচার রিভিউ কাকে বলে?
অথবা, লিটারেচার রিভিউর সংজ্ঞা দাও।

উত্তর৷ ভূমিকা : যে কোনো উন্নয়ন ও সৃষ্টিতে সাহিত্য পর্যালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষয়বস্তু নির্বাচন, গঠন, পদ্ধতি উদ্ভাবন, ফলাফল তুলনা প্রভৃতি কাজ সাহিত্য পর্যালোচনা করে গবেষক সঠিক ধারণা লাভ করেন । সুতরাং সামাজিক গবেষণায় সাহিত্য পর্যালোচনার বিকল্প নেই ।
সাহিত্য পর্যালোচনা : কোনো পুস্তক বা বিষয়ের উপর লিখিত প্রবন্ধের আধেয় ও গুণাবলি তথ্যবহুল আলোচনাকে সাহিত্য পর্যালোচনা বলে ।
Walter. A Borg বলেছেন, “সাহিত্য পর্যালোচনা গবেষণা প্রতিবেদন এবং কারণগত পর্যবেক্ষণের প্রতিবেদন ও
কোনো পরিকল্পিত গবেষণা অনুকল্প সংশ্লিষ্ট মতামতের অবস্থান নির্ণয়, পাঠ এবং মূল্যায়ন নির্দেশ করে ।”
George J. Mouly 4, “The Review of the literature is an exacting task, calling for a deep insight and clear perspective of the overall field.” ESTE TESTIR por nue
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক গবেষণায় সাহিত্য পর্যালোচনা গুরুত্ব অপরিসীম । সাহিত্য পর্যালোচন৷ বৈজ্ঞানিক গবেষণার এমন একটি গুরুত্বপূর্ণ ক্রিয়া যার মাধ্যমে গবেষক গবেষণাকে নিষ্ফল সমাপ্তি, বর্জিত অনুসন্ধান, পণ্ডশ্রম, ত্রুটিপূর্ণ নকশা এবং ভ্রান্ত ফলাফলের হাত থেকে রক্ষা করতে সমর্থ হয়।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*