সারণিবদ্ধকরণের সুবিধা লিখ ।

অথবা, সারণিবদ্ধকরণের সবল দিকসমূহ তুলে ধর।
অথবা, সারণিবদ্ধকরণের ইতিবাচক দিকসমূহ উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা :
পরিসংখ্যানে তথ্য সংগ্রহ করা হয় গবেষণার জন্য । এজন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়। সারণিবদ্ধকরণ প্রক্রিয়ায় তথ্যের বিভিন্ন বৈশিষ্ট্যানুযায়ী সারণিবদ্ধকরণ করা হয় ।
সারণিবদ্ধকরণের সুবিধা : নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে উপাত্তকে সারণিবদ্ধকরণ করা হয়।
সারণিবদ্ধকরণের ক্ষেত্রে কতিপয় সুবিধা পাওয়া যায় । এগুলো নিম্নে দেয়া হলো :
১. জটিল উপাত্তকে বোধগম্য করে প্রকাশ করা যায় ।
২. উপাত্তসমূহকে তুলনামূলক পর্যালোচনা করা যায় ।
৩. উপাত্তকে সহজে বিশ্লেষণ করা যায় ।
৪. স্বল্প পরিসরে অধিক উপাত্ত উপস্থাপন করা যায় ।
৫. ভুলত্রুটি দূর করা যায় ।
৬. সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় ।
৭. উপাত্তকে সহজেই লেখচিত্র বা নকশা তৈরিতে ব্যবহার করা যায় ।
৮. উপাত্ত পর্যালোচনা করে সহজেই সিদ্ধান্তে পৌঁছানো যায় ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, পরিসংখ্যানে তথ্য সারণিবদ্ধকরণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কেননা পরিবর্তী সকল গবেষণা এর উপর নির্ভরশীল । এজন্য এ প্রক্রিয়ায় বেশ গুরুত্ব দিতে হয়।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*