Answer

শিক্ষা ক্ষেত্রে রোকেয়ার আলীগড় আন্দোলন কী?

অথবা, নারী শিক্ষার সম্প্রসারণে রোকেয়ার আলীগড় আন্দোলন সম্পর্কে যা জান লেখ।
অথবা, বেগম রোকেয়ার আলীগড় আন্দোলন সম্পর্কে কি জান?
উত্তরা।৷ ভূমিকা :
নারী জাগরণের অগ্রদূত পুণ্যময়ী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম বাংলার ইতিহাসে চিরদিন শ্রদ্ধার সাথে স্মর্তব্য বা স্মরণীয়। এক বিস্ময়কর প্রতিভার অধিকারিণী বেগম রোকেয়া নারীমুক্তির ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। নারী জাগরণের ইতিহাসে তাঁর অবদান তাকে করেছে পুণ্যময়ী এক নারী।বেগম রোকেয়া তাঁর সমগ্র জীবন কাটিয়েছেন মুসলিম নারীমুক্তি ও নারী কল্যাণের কাজে। তিনি উপলব্ধি করেছেন,নারীমুক্তি ও কল্যাণ একমাত্র শিক্ষার মাধ্যমেই সম্ভব।
আলীগড় আন্দোলন : উনিশ শতকের মুসলিম নারীসমাজ এবং বিশ শতকের আধুনিক শিক্ষার আলোকছটায় দীপ্ত মুসলিম নারীসমাজের মধ্যে তুলনা করলে এক বিরাট পার্থক্য দৃষ্টিগোচর হবে। বেগম রোকেয়ার জন্মলগ্ন ছিল এক অন্ধকার যুগে। নারী ছিল সে যুগে গৃহবন্দি। মুসলিম সমাজ সে সময়ে ছিল নানাবিধ কুসংস্কারে আচ্ছন্ন। অশিক্ষা, অজ্ঞানতা ও কূপমণ্ডূকতার ছিল অপ্রতিহত প্রভাব। মেয়েদের অবস্থা ছিল সর্বাধিক শোচনীয়। ন্যূনতম শিক্ষার কোন সুযোগ ছিল না। উপরম্ভ পর্দা প্রথার নামে কঠোর অবরোধ প্রথা চালু ছিল। সেকালে শুধু পুরুষ মানুষ নয়, মেয়ে মানুষের সামনেও পর্দাপড়তে হতো। পর্দা প্রথার নামে মুসলিম সমাজে কার্যত অমানবিক অবরোধ প্রথা চালু ছিল। নারী ছিল প্রকারান্তরে গৃহবন্দিনী। পবিত্র কুরআন শরীফে নির্দেশিত পর্দা প্রথার সাথে ব্রিটিশ ভারত তথা বাংলাদেশে মুসলমান সমাজে প্রচলিত অবরোধ ব্যবস্থার কোন সম্পর্ক ছিল না। ঘর আর উঠান ছাড়া বাইরের জগতের কোনকিছু দেখবার সৌভাগ্য তাদের ভাগ্যহত জীবনে খুব কমই ঘটত। কঠোর অবরোধ থাকার দরুন শুধু শিক্ষা থেকেই নয়, জীবনের বহু বিচিত্র দিক যেমন স্বাস্থ্য এবং মনের প্রফুল্লতা ও স্বাচ্ছন্দ্য বিকাশ থেকেও তারা বঞ্চিত হচ্ছিল। এককথায় ঊনবিংশ শতাব্দীতে অবরোধ প্রথার অভিশাপে মুসলমান নারীসমাজের স্বাধীন বিকাশের সমস্ত প্রথা রুদ্ধ হয়ে গিয়েছিল। নারী ছিল সমাজের বোঝাস্বরূপ।যুগ যুগ ধরে মুসলিম সমাজে যে কুসংস্কার, কূপমণ্ডূকতা ও অবনতির কারণসমূহ পুঞ্জীভূত হয়ে প্রগতির পথ শেষ করেছিল তা একমাত্র শিক্ষা প্রচারের দ্বারাই দূর করা যেতে পারে। এ সত্য উপলব্ধি করেই বেগম রোকেয়া শিক্ষা প্রচারে ব্রতী হয়েছিলেন। তাঁর এ শিক্ষা প্রচার আন্দোলনই ‘আলীগড় আন্দোলন’ নামে পরিচিত।
শিক্ষাক্ষেত্রে আলীগড় আন্দোলনের ভূমিকা : শিক্ষাক্ষেত্রে আলীগড় আন্দোলনের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেগম রোকেয়া দেশ ও জাতির স্বার্থে মুসলমান নারীসমাজের জাগরণের জন্য তিনি শিক্ষা প্রচার আন্দোলনে অর্থাৎ আলীগড় আন্দোলনে ব্রতী হয়েছিলেন। এ উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য তিনি হাড়ভাঙা পরিশ্রম করে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন। এ গার্লস স্কুলের মাধ্যমে মুসলমান নারীসমাজে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার ব্যাপক প্রচারই ছিল বেগম রোকেয়ার অন্তরের কামনা এবং সে উপলক্ষেই তিনি কাজ করেন। নারীসমাজের দুরবস্থা ও অধঃপতনের কারণ সঠিকভাবে চিহ্নিত করে আত্মনির্ভরশীলভাবে বেঁচে থাকার জন্য তাদের উপযুক্ত ব্যবস্থা করতে এ আন্দোলন ছিল সদা সচেষ্ট। নারীর অবনত অবস্থার জন্য অসচেতনতা, নিষ্ক্রিয়তা, দায়িত্বহীনতা ও মানসিক শক্তির অভাবকে চিহ্নিত করেছেন বেগম রোকেয়া। নারী অবনত অবস্থার জন্য যে কারণগুলো তিনি চিহ্নিত করেছেন তার প্রতিকারের জন্য আলীগড় আন্দোলনের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আলীগড় আন্দোলনের উদ্দেশ্যই ছিল অবহেলিত, অবনত নারীসমাজকে জাগরিত করা, তাদের মানসিকতার মুক্তিদান করা। তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে নিয়ে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলা। আর এক্ষেত্রে আলীগড় আন্দোলন যথেষ্ট বাধাবিপত্তির সম্মুখীন হয়েও এগিয়ে গেছে সব অপশক্তিকে উপেক্ষা করে। বেগম রোকেয়ার আলীগড় আন্দোলন ভূয়সী প্রশংসা পেয়েছে বিভিন্ন মহল থেকে। কুম্ভকর্ণ বাঙালি মুসলমান সমাজের নিদ্রা ভঙ্গ করতে না পারলেও বেগম রোকেয়া তাঁর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। শিক্ষাদীক্ষা বঞ্চিত অবরোধবন্দিনী মুসলমান নারীসমাজের প্রতি তাঁর সহানুভূতি ছিল অপরিসীম। নারীকল্যাণ ও নারীমুক্তির মুখ্য উদ্দেশ্যেই তাঁর আজীবনের কার্যকলাপ পরিচালিত হয়েছিল। মুসলিম নারীসমাজের মুক্তি শুধুমাত্র শিক্ষাবিস্তারের দ্বারাই যে সম্ভবপর এ বিশ্বাস তাঁর অন্ত রে বদ্ধমূল হয়েছিল অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বেগম রোকেয়া শিক্ষাবিস্তার সম্পর্কিত কার্যক্রমের আদর্শ থেকে তিলমাত্র বিচ্যুত হন নি।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায়, কোম রোকেয়ার সমস্ত জীবনের স্বপ্ন ছিল নারীর কল্যাণ ও নারীর মুক্তি। এ লক্ষ্যেই তিনি আলীগড় আন্দোলন গড়ে তোলেন। এ আন্দোলনের মাধ্যমে দেশের প্রত্যেকটি হতভাগ্য, মানসিক অসহায় নারীকে বলা যায়। তিনি সম্পূর্ণ সফল না হলেও মুসলিম কুসংস্কারাচ্ছন্ন সমাজে চিন্তাভাবনায় কিছুটা হলেও পরিবর্তন আনতে পেরেছেন। জ্ঞানের পথে টেনে আনবেন এ ছিল তাঁর জীবনের মূলমন্ত্র। এক্ষেত্রে আলীগড় আন্দোলন পেরেছেন।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!