শহরে সমাজব্যবস্থার উপর স্থানান্তরের প্রভাব সংক্ষেপে আলোচনা কর।

অথবা, শহরে সমাজব্যবস্থার উপর স্থানান্তরের প্রভাব সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, শহরে সমাজব্যবস্থার উপর স্থানান্তরের প্রভাব ব্যাখ্যা কর।
অথবা,শহরে সমাজব্যবস্থার উপর স্থানান্তরের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর৷ ভূমিকা :
স্থানান্তর গমন হচ্ছে কোন জনসমষ্টির পূর্বের এলাকা ছেড়ে বা ত্যাগ করে নতুন কোন স্থানে স্থায়ীভাবে বসবাস করা। অন্যকথায়, একটি নির্দিষ্ট দূরত্বে কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্থায়ী সচ্ছলতাই হয়েছে স্থানান্তর।
একজন ব্যক্তি যখন তার নিজস্ব আবাসভূমি ত্যাগ করে অন্যত্র বসবাসের উদ্দেশ্যে গমন করে এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হয়, তিনি একজন Migrant বা স্থানান্তরিত। মানুষের স্থানান্তরের পিছনে বিভিন্ন সামাজিক কারণ বর্তমান থাকে। একান্ত বাধ্য না হলে কোন মানুষ লক্ষ্যহীন অবস্থায় স্থানান্তর গমন করে না।
শহুরে সমাজব্যবস্থার উপর স্থানান্তরের প্রভাব : গ্রামের লোকজন শহর এলাকায় স্থানান্তরিত হওয়ার ফলে শহর বা নগরে লক্ষণীয় পরিবর্তন ঘটে থাকে। এ পরিবর্তন বা স্থানান্তরের প্রভাব সাধারণত নিম্নোক্তভাবে লক্ষ্য করা যায় :
১. জনসংখ্যার পরিবর্তন বা বৃদ্ধি (Population growth) : গ্রাম ছেড়ে শহরে মানুষ আসার ফলে শহরের বর্তমান জনসংখ্যার উপর অতিরিক্ত মাত্রা যোগ হয়। অর্থাৎ, সহজ হিসেবে জনসংখ্যাবৃদ্ধি পায়। জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে জনসংখ্যা কাঠামোয় আসে পরিবর্তন (Change in population struceture)। শহরবাসীর গড় বয়স, স্ত্রী-পুরুষ ভেদে জনসংখ্যার পরিমাণ ইত্যাদিতে পরিবর্তন আসে। যেমন- ঢাকা শহরের বর্তমান মোট জনসংখ্যা এককোটির উপর (More than one crore)। জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা হতে স্থানান্তরিত লোকজন (Migrant people)।
২. শহর সমাজকাঠামোর রদবদল (Change in urban social structure) : জনসংখ্যার হ্রাস বৃদ্ধি সামাজিক পরিবর্তনকে সূচিত করে । আর সামাজিক পরিবর্তন হয়েছে সমাজ কাঠামোর পরিবর্তন। গ্রামীণ জনগোষ্ঠী যারা শহরে স্থানান্তরিত হয়, তারা শহরের বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের সাথে যুক্ত হন। এর ফলে তাদের মধ্যকার সামাজিক সম্পর্কের পরিধি বেড়ে যায়। অর্থাৎ, সামাজিক সম্পর্কে পরিবর্তন আসার ফলে অনেকটা আবশ্যিকভাবে সমাজ কাঠামোও পরিবর্তিত হয়।
৩. শিক্ষার হারে প্রভাব (Impact on education rate) : গ্রামের মানুষজন অশিক্ষিত বা অল্প শিক্ষিত। অন্যদিকে, গ্রামের তুলনায় শহরের লোকজন শিক্ষার দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। তাই গ্রামের নিরক্ষর বা লেখাপড়া না জানা লোকজন শহরে আসলে স্বাভাবিকভাবেই শহরের সার্বিক শিক্ষার হারে পরিবর্তন দেখা দেয়। অর্থাৎ, আগতদের নিম্নশিক্ষা হারের প্রভাব শহরবাসীদের গড় শিক্ষা হারের উপর পড়ে।
৪. আবাসিক সমস্যা (Housing problem) : গ্রাম ছেড়ে নগর সমাজে আসার ফলে নগরে বা শহরে সীমিত জায়গায় জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে আবাসিক সমস্যাও বাড়তে থাকে। দেখা যায়, গ্রামের হতদরিদ্র লোকজন শহরের বস্তিতে বাস করতে শুরু করে। তারা রেল স্টেশন, ফুটপাত, বাস টার্মিনাল প্রভৃতি স্থানে আশ্রয় খুঁজে পায়। এছাড়া গ্রামের স্বচ্ছল পরিবারগুলোও শহরে স্থানান্তরিত হয়ে আবাসিক সংকটে থাকেন। সর্বোপরি পুরো শহরবাসীই আবাসন সমস্যার মুখোমুখি হন। ঢাকা শহরের ক্রমবর্ধমান আবাসিক সমস্যা এর অন্যতম উদাহরণ।
৫. পরিবেশগত প্রভাব (Environmental conscience) : জনসংখ্যার ঘনত্ব বেশি থাকার মানে ঐ স্থানের পারিপার্শ্বিক অবস্থার উপর চাপ বেশি থাকা। গ্রামের মানুষ প্রতিনিয়ত দলে দলে শহরে আসার ফলে শহরের প্রাকৃতিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের উপরও বিশেষভাবে প্রভাব পড়ে।
৬. জীবনযাত্রার মানে পরিবর্তন (Change in standard of living) : পেশায় বৈচিত্র্য আনতে অধিক মুনাফা অর্জনের জন্য ব্যবসার কাজে, চাকরিবাকরি খুঁজতে ইত্যাদি কারণে স্থানান্তরিত ব্যক্তির আর্থিক সমৃদ্ধি আসার সম্ভাবনা থাকে।অর্থাৎ, গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরের ফলে শহরবাসীর গড় আয় এবং জীবনযাত্রার মানেরও পরিবর্তন আসতে পারে।
উপসংহার : পরিশেষে বলা যায়, স্থানান্তরিতদের ধরন, প্রকৃতি এবং অভ্যন্তরীণ স্থানান্তর হিসেবে গ্রাম থেকে শহরে আগমনের প্রভাব (শহর এবং গ্রাম উভয় ক্ষেত্রেই) বা ফলাফল পর্যালোচনা সাপেক্ষে আমরা বলতে পারি যে, মানুষ তার নিজস্ব বিভিন্ন প্রয়োজনে, কখন বা সমাজের স্বার্থে স্থানান্তরিত হয়। এ স্থানান্তরের প্রভাব বিশেষ করে গ্রাম ছেড়ে শহরে আসার ফলে ব্যক্তির জীবন এবং পারিপার্শ্বিক অবস্থা বা সমাজের উপরে প্রতিক্রিয়া দেখা দেয়। এ পরিবর্তন বা প্রভাব কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক। ব্যক্তি যে স্থান ছেড়ে আসে সেখানে প্রভাব পড়ে। আবার যেখানে ছুটে আসে সেখানেও প্রভাব পড়ে । এ প্রভাব বা ফলাফল সমাজ মনস্তাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকও বটে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*