অথবা, মাঠকর্ম সংস্থাপনের জন্য নির্দেশিকা তৈরির উদ্দেশ্যসমূহ কী?
অথবা, মাঠকর্ম সংস্থাপনের জন্য নির্দেশিকা তৈরির উদ্দেশ্যসমূহ কি কি তুলে ধর।
অথবা, মাঠকর্ম সংস্থাপনের জন্য নির্দেশিকা তৈরির উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।
উত্তর।৷ ভূমিকা : সমাজকর্মে কতিপয় নীতিমালা, মূল্যবোধ, আদর্শ ও পদ্ধতি রয়েছে । এগুলো সমাজকর্মীদের মেনে চলতে হয় । অন্যদিকে মাঠকর্ম সংস্থাপনের জন্যও কতিপয় নির্দেশিকা রয়েছে। এ নির্দেশিকা শিক্ষক, শিক্ষার্থী ও এজেন্সি তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট সকলকেই মেনে চলতে হয়।
মাঠকর্ম সংস্থাপনের জন্য নির্দেশিকা প্রস্তুতের উদ্দেশ্যসমূহ
University of South Australia এসব মাঠকর্ম সংস্থাপনের কতিপয় নির্দেশিকা তৈরি করে যার উদ্দেশ্য হলো:
১. মাঠকর্মের সাথে সংশ্লিষ্ট সমাজকর্ম এবং সামাজিক নীতির শিক্ষাদর্শনের সুস্পষ্ট বর্ণনা করা ।
২. শিক্ষার্থী, শিক্ষক এবং যে প্রতিষ্ঠানে শিক্ষানবিস সমাজকর্মীদের প্রেরণ করা হয় সেখানে সমাজকর্ম শিক্ষায় অংশীদারিত্বের ভিত্তিতে কর্ম নির্ধারণ।
৩. সমাজকর্ম অনুশীলনের তত্ত্ব এবং অনুশীলনকে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত করে একটি একক নীতিমালার আলোকে কার্যাবলি পরিচালনা করা।
৪. মাঠকর্ম অনুশীলনে যেসব বিষয় শিখনের প্রয়োজন সেগুলোকে অগ্রাধিকার দেয়া
৫. মাস্টার্স ও অনার্স পর্যায়ে মাঠকর্ম অনুশীলনে সংস্থাপনের শর্তাবলি, প্রত্যাশা, মূল্যায়ন প্রক্রিয়া, সুপারভিশন এবং পর্যাপ্ত প্রশিক্ষণ/ সহায়তাকে সহজতর করা।
উপসংহার : মাঠকর্ম সংস্থাপনে কিছু কার্যাবলি সম্পাদন করতে হয় এবং এসব কার্য সম্পাদনে কিছু নীতিমালাও মেনে চলতে হয়।উপর্যুক্ত উদ্দেশ্য অর্জনের জন্যই নির্দেশিকা মেনে চলতে হয়।
Leave a Reply