বিশ্বায়ন বলতে কী বুঝ?

অথবা, বিশ্বায়নের সংজ্ঞা দাও।
অথবা, বিশ্বায়ন কী?
অথবা, বিশ্বায়ন কাকে বলে?
অথবা, ‘বিশ্বায়ন’ ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
বিশ্বায়ন পুঁজিতন্ত্রায়নেরই একটি নতুন রূপ। এটা বর্তমান বিশ্বব্যবস্থার একটি অন্যতম প্রক্রিয়াও বটে। বস্তুত, আমরা যে সমাজে বাস করছি, সে সমাজে সকল সামাজিক প্রক্রিয়া বিশ্বায়ন দ্বারা প্রভাবিত ও
পরিচালিত। মূলত আজকের বিশ্বে পুঁজি, প্রযুক্তি ও শ্রমের অবাধ প্রবাহ বিশ্বায়ন নামে পরিচিত।
বিশ্বায়ন : সাধারণভাবে বিশ্বায়ন বোঝাতে ৩টি ধারণা ব্যাখ্যা করা হয়। এগুলো হলো:
i. Cross border relations.
ii. Open border relations.
iii. Trans border relations.
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন সময় বিভিন্নভাবে বিশ্বায়নের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের প্রদত্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা উল্লেখ করা হলো :
অনিতা রডিস (Anita Roddies) এর মতে, “অর্থনৈতিক উদারনীতিকরণ, যেমন- নিয়ন্ত্রণমুক্তকরণ, বেসরকারিকরণ এবং অধিকতর মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সাথে সংহতকরণকে বিশ্বায়ন হিসেবে গণ্য করা হয়।” ধর্নীতিবিদ অধ্যাপক আইয়ুবুর রহমান ভূঁইয়া বলেছেন, “বিশ্বায়ন বলতে বাণিজ্য উদারীকরণ, যেমন- নিয়ন্ত্রণমুক্তকরণ, বেসরকারিকরণ ও বিশ্ব অর্থনীতিতে মুক্ত ও অবাধ বাণিজ্য বুঝায়।” জার্মান অর্থনীতিবিদ জর্জ শেল (Geourge Szell) বলেছেন, “Globalization is the benchmarking for
economic activities in which the standards in profit making is the deciding factor.” অর্থাৎ, বিশ্বায়ন হলো মুনাফা সর্বোচ্চকরণের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড যা দেশের সীমানার অভ্যন্তরে বা বাইরে যে কোনো স্থানে পরিচালিত হতে পারে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যা বিশ্বের বেশিরভাগ মানুষকে দারিদ্র্যের মধ্যে রাখে অন্যদিকে কিছুসংখ্যক ব্যক্তির জন্য অপরিমিত ভোগের দুয়ার খুলে দেয়। বিশ্বায়নের ফলে সমাজে লিঙ্গ বৈষম্য হয়েছে প্রকট।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*