অথবা, পল্লিউন্নয়ন বলতে কী বুঝ? পল্লি উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, পল্লিউন্নয়ন কাকে বলে? পল্লি উন্নয়নের গুরুত্ব উল্লেখ কর।
অথবা, গ্রামীণ উন্নয়ন কাকে বলে? গ্রামীণ উন্নয়নের গুরুত্ব বর্ণনা কর।
অথবা, পল্লি উন্নয়নের সংজ্ঞা দাও। পল্লি উন্নয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
অথবা, পল্লিউন্নয়ন কী? পল্লি উন্নয়নের ভূমিকা আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : কৃষিপ্রধান দেশে পল্লি উন্নয়নের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেননা পল্লিসমাজের প্রধান অর্থনৈতিক যোগান আসে কৃষি উৎপাদন থেকে। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো সাধারণত কৃষির উপর নির্ভরশীল। এ সকল দেশে পল্লি উন্নয়নের গুরুত্ব অত্যধিক।
পল্লিউন্নয়ন : পল্লিউন্নয়ন একটি দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ার অন্যতম প্রধান অংশ। সাধারণভাবে বলা যায়,পল্লিউন্নয়ন । পল্লি উন্নয়নে সরকার, বেসরকারি সংস্থা, জনসাধারণ সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে পল্লি উন্নয়নের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের প্রদত্ত কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো :
ড. আবদুল হামিদ তাঁর ‘পল্লিউন্নয়ন বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থে বলেছেন, “পল্লিউন্নয়ন এমন একটি ধীমান মানুষ চালিত প্রক্রিয়া, যা পল্লির সর্বস্তরের জনসাধারণের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা প্রদান করে এবং সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে।”
কার্ল সি, টেইলর (Carl C. Taylor) বলেন, “এটি এমন একটি পদ্ধতি, যাতে জনসাধারণ তাদের নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতিকল্পে নিজেদের নিয়োজিত করে এবং ফলশ্রুতিতে জাতীয় উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে কার্যকরী দল হিসেবে সক্রিয়ভাবে কাজ করতে পারে।”
পল্লিউন্নয়ন সম্পর্কে বি. মুখার্জী (B. Mukherjee) তাঁর ‘Community Development in India’ গ্রন্থে বলেন,
“পল্লিউন্নয়ন হচ্ছে পল্লির জনসমষ্টির ঐতিহ্যবাহী জীবনযাত্রাকে উন্নয়নশীল জীবনযাত্রায় রূপান্তরিত করার পদ্ধতি।”
Radha Raman Singh তাঁর ‘Rural Development Concept and Significance of Issue’ শীর্ষক এক
Article 4, “Rural development means development of the rural areas in such a way that each component of rural life changes in a desired direction and in sympathy with others components.”
Robert Chambers, বলেন, “Rural development is a strategy to enable a specific group of people, poor, rural, women and men to give themselves and their children more of that they want and need. It involves helping the poorest among those who stele a livelihood in the rural areas to demand and control more of the benefit of development. The group including small scale farmers tenants and the landless.”
পল্লি উন্নয়নের গুরুত্ব : নিম্নে পল্লি উন্নয়নের গুরুত্ব আলোচনা করা হলো :
১. পল্লি সম্পদের সুষ্ঠু ব্যবহার : দেশের গ্রামাঞ্চলে প্রচুর অব্যবহৃত সম্পদ রয়েছে। সুষ্ঠু পরিকল্পনার অভাবে এ সকল সম্পদ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে অব্যবহৃত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পল্লিউন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এ সকল সম্পদের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
২. পল্লির জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন : দেশের অধিকাংশ লোক পল্লিতে বাস করে। কিন্তু পল্লির জনসাধারণের জীবনযাত্রার মান খুবই নিম্ন। এখানকার অধিকাংশ লোকই দারিদ্র্যসীমার নিম্নে জীবনযাপন করে। শিক্ষা,স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগ সুবিধা হতে তারা বঞ্চিত। পল্লির জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত করতে হলে পল্লিউন্নয়ন একান্ত অপরিহার্য।
৩. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন : একটি দেশের অধিকাংশ লোক গ্রামে বাস করে এবং কৃষিকাজ করে জীবিকানির্বাহ করে। কিন্তু কৃষিকাজের উপর নির্ভর করে পল্লির মানুষের মৌলিক চাহিদা মিটানো সম্ভব হচ্ছে না। অনুন্নত দেশগুলোর গ্রামে যান্ত্রিক চাষ পদ্ধতির অভাব, উন্নত বীজ ও সারের অভাব, সেচ ব্যবস্থার অভাব প্রভৃতি কারণে কৃষির ফসল খুবই কম। পল্লিউন্নয়ন পরিকল্পনার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা সম্ভব।
৪. গ্রামীণ জনশক্তির সদ্ব্যবহার : গরিব দেশের পল্লি অঞ্চলে ব্যাপক প্রচ্ছন্ন বেকারত্ব বিদ্যমান। দেশের অধিকাংশ লোক গ্রামে বাস করে। অথচ গ্রামাঞ্চলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় কৃষিক্ষেত্রে ব্যাপক ছদ্ম বেকারত্ব বিরাজমান। পল্লি উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের উদ্বৃত্ত জনশক্তির সদ্ব্যবহার করা যেতে পারে।
৫. গ্রামীণ মূলধন গঠন : সাধারণত গ্রামাঞ্চলে ব্যাংক বীমা কোম্পানি প্রভৃতি আর্থিক প্রতিষ্ঠান গড়ে না উঠার দরুন পল্লি এলাকার মূলধন গঠনের হার খুবই কম। গ্রামাঞ্চলে অধিকাংশ লোকই দরিদ্র এবং তাদের সঞ্চয় ক্ষমতাও কম।অধিকন্তু গ্রামীণ জনগণের হাতে যে সামান্য অর্থ উদ্বৃত্ত থাকে তাও বিনিয়োগের সুযোগ সুবিধার অভাবে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকে। পল্লি উন্নয়নের মাধ্যমে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো সংগৃহীত করে বিনিয়োগ করা যেতে পারে।এসবের ফলে গ্রামীণ মূলধন গঠনের হার বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
৬. গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য দূরীকরণ : গ্রাম ও শহরের মধ্যে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান। দেশের অধিকাংশ লোক গ্রামে বাস করা সত্ত্বেও গ্রামাঞ্চলের অধিবাসীরা ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। শহরে বসবাসকারী মুষ্টিমেয় লোকেরাই অধিকাংশ সুযোগ সুবিধা ভোগ করে। ফলে গ্রাম ও শহরের জনগণের মধ্যে সুসম উন্নয়ন নিশ্চিত করতে হলে পল্লিউন্নয়ন একান্ত অপরিহার্য।
৭. অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি : দেশের বিরাজমান বেকার সমস্যার প্রেক্ষিতে পল্লি উন্নয়নের গুরুত্ব অপরিসীম। সাধারণত গ্রামাঞ্চলে ব্যাপক বেকারত্ব বিদ্যমান। পল্লি উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলে কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা যেতে পারে।
৮. গ্রামীণ নেতৃত্বের বিকাশ : গ্রামভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে গ্রামাঞ্চলে উন্নয়নের উপযোগী প্রাতিষ্ঠানিক বুনিয়াদ গড়ে তুলতে হবে এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। একমাত্র পল্লিউন্নয়ন পরিকল্পনার মাধ্যমে সার্বিক গ্রামীণ নেতৃত্ব সৃষ্টি করে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব।
৯. স্থানীয় সমস্যার সমাধান : অধিকাংশ গ্রামগুলো বহুবিধ সমস্যায় জর্জরিত। এ সকল স্থানীয় সমস্যার সমাধানের জন্য সুনিশ্চিত ও সুপরিকল্পিত পল্লিউন্নয়ন ব্যবস্থা একান্ত প্রয়োজন। একমাত্র পল্লিউন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় সমস্যাবলির সুষ্ঠু সমাধান সম্ভব।
১০. সার্বিক উন্নয়নের গতি বৃদ্ধি : দেশের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হলে আমাদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পল্লিউন্নয়ন ব্যবস্থার সাহায্যে উন্নয়ন প্রক্রিয়াকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। ফলে সমাজে বিভিন্ন স্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এবং দেশের সার্বিক উন্নয়নের গতি বৃদ্ধি পায়।
উপসংহার : পরিশেষে একথা বলা যায়, উপর্যুক্ত কারণের জন্য পল্লি উন্নয়নের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সুষ্ঠু সমাধান এবং দেশের সুষম উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য পল্লিউন্নয়ন একান্ত অপরিহার্য।
Leave a Reply