বাংলাদেশের নারীদের সাংবিধানিক অধিকারসমূহ কী কী?

অথবা, বাংলাদেশের সংবিধান নারীদের কী কী অধিকার দিয়েছে?
অথবা, বাংলাদেশের নারীদের সাংবিধানিক অধিকারসমূহ উল্লেখ কর।
অথবা, বাংলাদেশের নারীদের সাংবিধানিক অধিকারসমূহ তুলে ধর।
অথবা, বাংলাদেশের নারীদের সাংবিধানিক অধিকারসমূহ বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের নারীদের সাংবিধানিক অধিকারসমূহ আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষ সমান অধিকারের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের সমাজে নারীরা যেভাবে প্রতিনিয়ত বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে তা দেখে সংবিধানের প্রকৃত চিত্র বুঝার কোনো উপায় নেই । কেননা সংবিধানে নারী-পুরুষ সমঅধিকারের কথা বলা হয়েছে অথচ বাস্তবে এর প্রতিফলন তেমনটা নেই।
নারীদের সাংবিধানিক অধিকার : বাংলাদেশের সংবিধান একটা প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে। এ প্রস্তাবনায় সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং সর্বক্ষেত্রে সাম্য, স্বাধীনতা ও সুবিচারের কথা বলা হয়েছে। এছাড়া বিভিন্ন অনুচ্ছেদেও নারীদের কথা বলা হয়েছে। যেমন-
১০নং অনুচ্ছেদ : এ অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
১৫নং অনুচ্ছেদ : এ অনুচ্ছেদে নারী-পুরুষ সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ জীবনের মৌলিক উপকরণের ব্যবস্থার কথা বলা হয়েছে।
১৭নং অনুচ্ছেদ : একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং বালক বালিকাকে অবৈতনিক ও.বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
১৯নং অনুচ্ছেদ : সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবে।
২৭নং অনুচ্ছেদ : সকল নাগরিক (নারী-পুরুষ) আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী ।
২৮নং অনুচ্ছেদ : কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষভেদের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করবে।
২৯নং অনুচ্ছেদ : প্রজাতন্ত্রে কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে (নারী-পুরুষ) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে।
৩২নং অনুচ্ছেদ : প্রত্যেকে (নারী-পুরুষ) ব্যক্তিস্বাধীনতা ভোগ করবে।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি বাংলাদেশের সংবিধান নারীদের যেসব অধিকার দিয়েছে তা একটি ইতিবাচক দিক। কিন্তু সংবিধানের অধিকারগুলো সমাজে বাস্তবায়িত হচ্ছে না তাই আমাদের সকলের সচেতন হওয়া উচিত নারীর অধিকার বাস্তবায়নে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*