ফোকাল পয়েন্ট কী?

অথবা, ফোকাল পয়েন্ট বলতে কী বুঝ?
অথবা, ফোকাল পয়েন্ট কাকে বলে?
অথবা, ফোকাল পয়েন্টের কার্য পরিধি উল্লেখ কর।
অথবা, ফোকাল পয়েন্টের কার্য পরিধি লিখ।
উত্তর৷ ভূমিকা :
বাংলাদেশে ১৯৯০ সালে বিভিন্ন সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ে উইড ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “নীতি প্রণয়ন ও পরামর্শ দান” কর্মসূচির আওতায় এ পয়েন্ট গঠিত হয়েছে। ১৯৯৬ সালে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার মোট ৩২ টি ফোকাল পয়েন্ট গঠিত হয়। উইড (WID) অর্থ হলো Women in Development বা উন্নয়ন কর্মসূচিতে নারীদের সম্পৃক্ততা সৃষ্টি করা।
উইড ফোকাল পয়েন্ট এর কার্য পরিধি : এর কার্যপরিধি নিম্নরূপ :
ক. সেক্টোরাল পরিকল্পনা প্রণয়নে সাহায্য করা।
খ. উইড সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রাধিকার তালিকা তৈরি করা।
গ. চলমান প্রকল্পগুলোতে জেন্ডার সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব পেশ করা।
ঘ. উইড কার্যক্রমের পরিবীক্ষণ ও মূল্যায়ন করা।
ঙ. উইড কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন সেক্টরের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা করা।
চ. উইড কার্যক্রমের উপর প্রতিবেদন প্রণয়ন করা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উইড ফোকাল পয়েন্ট গঠন উন্নয়নে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে ও নারী উন্নয়নে ভূমিকা রাখতে খুবই সময়োপযোগী একটি পদক্ষেপ। যদিও WID Focal Points এর কার্যপরিধি ক্রমেই বিস্তৃত ও সংশোধিত হচ্ছে তবুও যেসব উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চলছে সেগুলো নারী উন্নয়নে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখছে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*