প্রিলিমিনারী টু মাস্টার্স নিয়মিত ভর্তির ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের করণীয়

 উক্ত(http://app5.nu.edu.bd/…/msappl…/applicantLogin.action…) ওয়েবসাইটে লগইন করে Admission form পূরণ করবেন।

এরপর এডমিশন ফর্মের প্রিন্ট কপিসহ,প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি কলেজ নোটিশ অনুযায়ী জমা দিতে হবে।

Admission Form পূরণে যা লাগবেঃ

নিজের মোবাইল নং,অভিভাবকের নাম,অভিভাবকের মোবাইল নং,অভিভাবকের বাৎসরিক আয়, আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা। এগুলো তথ্য ঠিকঠাক ভাবে অনলাইনে পূরন করে সাবমিট করে ভর্তি ফরম A-4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে। উক্ত প্রিন্টে ২টা কপি থাকবে। ১। স্টুডেন্ট কপি। ২। কলেজ কপি।

কলেজে ভর্তি হতে অবশ্যই যা যা লাগবেঃ১/ এডমিশন ওয়েবসাইট থেকে পূরণকৃত চূড়ান্তফর্ম।(এডমিশন ওয়েবসাইটে লগইন করে নিতে হবে)২/ কলেজের ভর্তির ফর্ম। ৩/ এসএসসি,এইচএসসি, ডিগ্রি পরীক্ষা পাশের রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি ০২ সেট।৪/ এসএসসি,এইচএসসি, ডিগ্রি পরীক্ষা পাশের মূল মার্কসিট/সনদের ফটোকপি ০২ সেট।৫/ ০৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।৬/ ভর্তির ফি। (সরকারি কলেজে ৪৩০০ এর মধ্যে)

১ম মেধা তালিকায় যারা স্থান পাননি,তারা ২য় মেধা তালিকার জন্য অপেক্ষা করবেন।

আগামী ২৩ এপ্রিলের পর যেকোনো দিন জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে ২য় মেধা তালিকা প্রকাশ করবে।

২য় মেধা তালিকার জন্য কোনো আবেদন করতে হবে নাহ! ২য় মেধা তালিকায়ও যাদের স্থান হবে নাহ,তারা রিলিজ স্লিপে ৩ টি কলেজে আবেদন করতে পারবেন।***কয়েকদিনের মধ্যে কলেজ নোটিশ দিয়ে ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি করাবে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*