প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত ২০২২ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (স্পেন ও উত্তর আফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস: ৪১১৬০১) রকেট স্পেশাল সাজেশন

রকেট সাজেশন

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। স্পেনের মুসলিম শাসনের ইতিহাসের উতসগুলো কি কি? ১০০%
২। ফকিহদের সাথে প্রথম হাকামের সম্পর্ক আলোচনা কর। ১০০%
৩। পরিচয় দাওঃ সুলতানা সুবাহর, ওমর বিন হাফসুন, জিয়ারব ১০০%
৪। আল জাহিরা প্রসাদ, বোবাস্ট্র দূর্গ সম্পর্কে যা জান লিখ। ১০০%
অথবা, আল হামরা প্রসাদের উপর টিকা লিখ।
৫। মুরাবিত, মুয়াহিদুন কারা? ১০০%
৬। ফাতেমীয়, ইসমাঈলীয়, উমাইয়া, দারাজি কারা? ১০০%
অথবা, টলেডোর বানু জুন্নুন বংশের পরিচয় দাও।
৭। কার্ডোকে মধ্যযুগীয় ইউরোপের বাতিঘর বলা হয় কেন? ১০০%
৮। দারুল হিকমার কার্যাবলী আলোচনা কর। ১০০%
৯। সালাউদ্দীন আইয়ুবী ইতিহাসে এতো বিখ্যাত কেন? ১০০%
১০। মামলুক পতনের চারটি কারণ লিখ। ১০০%
১১। জেরুজালেম কে পবিত্র নগরী বলা হয় কেন? ৯৯%
১২। ফাতেমীয়দের ইতিহাস আলোচনার উতস সম্পর্কে ধারণা দাও। ৯৯%
১৩। ধর্মান্ধ আন্দোলন বলতে কি বুঝ? ৯৯%
১৪। টুরসের যুদ্ধের উপর টীকা লিখ। ৯৯%
অথবা, টুরসের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ কি ছিল?
১৫। স্পেনে মুসলমানদের সাফ্যলের কারণগুলো লিখ। ৯৯%
১৬। আল – হাকিমকে ”খামখেয়ালী শাসক” বলা হয় কেন? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা কেমন ছিল আলোচনা কর। ১০০%
২। প্রথম হিশামের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর। ১০০%
৩। স্পেনের উমাইয়া শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে ৩য় আব্দুর রহমানের কৃতিত্ব আলোচনা কর। ১০০%
৪। গ্রানাডা/মুরাবিত/মুয়াহিদুন রাজবংশের উত্থান – পতনের ইতিহাস বর্ণনা কর। ১০০%
৫। উমাইয়া কারা? স্পেনে উমাইয়া খিলাফতের পতনের কারণগুলো বর্ণনা কর। ১০০%
৬। উত্তর আফ্রিকা ও মিশরে ফাতেমীয় শাসন সুদৃঢ়করণে আল – মুইজের কৃতিত্ব নিরূপণ কর। ১০০%
৭। ক্রুসেড কী বা কারা? ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
৮। মামলুক কারা? মিশরের মামলুক সুলতান বাইপার্সের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৯। সুলতান আইয়ুবের/গাজী সালাউদ্দীন চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর। ১০০%
১০। ফাতেমীয় কারা? ফাতেমীয় খিলাফতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর। ১০০%
অথবা, উত্তর আফ্রিকার ফাতেমীয় শাসন প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর।
১১। ফাতেমীয় খিলাফতের আর্মেনীয় উজিরদের অবদান মূল্যায়ন কর। ৯৯%
১২। স্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির এক‌টি সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৯৯%
১৩। স্পেনে উমাইয়া শাসনের পতনের জন্য হাযিব আল মনসুর কতটা দায়ী ছিলেন ব্যাখ্যা কর। ৯৯%
১৪। ওমর বিন ফাফসুনের বৈচিত্রময় জীবন সম্বন্ধে এক‌টি ধারণা দাও। ৯৯%
১৫। টুরসের যুদ্ধের পটভূমি কি ছিল? ইসলাম ও ইউরোপের ইতিহাসে এর তাত্পর্য লিখ। ৯৯%
১৬। আরবদের স্পেন বিজয়ের কারণ কি ছিল? স্পেন বিজয়ের ফলাফল কি হয়েছিল? ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*