ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-
NEC,
২। সামাজিক উন্নয়ন কি?
উঃ সামাজিক উন্নয়ন বলতে শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান, মানব বিকাশ, জনসংখ্যার বৃদ্ধির হার হ্রাস, পরিবেশ প্রভৃতি ক্ষেত্রে অপেক্ষাকৃত উন্নততর অবস্থার পরিবর্তনকে বুঝায়।
৩। সামাজিক উন্নয়নের পূর্বশর্তগুলো কী?
উঃ মানুষের ন্যূনতম চাহিদা পূরণ ও ব্যাপক হারে শিক্ষার বিস্তার।
৪। প্রচণ্ড ধাক্কা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ অধ্যাপক টি. এন রোজেনস্টেইন রোভান।
৫। তত্ত্ব বলতে কী বুঝায়?
উঃ কোনো একটি বিষয় বা ঘটনাবলিকে পর্যালোচনা করে বৈজ্ঞানিক উপায়ে একটি সার্বজনীন সিদ্ধান্তে উপনীত হওয়াকে তত্ত্ব বলে।
৬। কার্ল মার্কস কে ছিলেন?
উঃ কার্ল মার্কস একজন জার্মান দার্শনিক ছিলেন।
৭। সংস্কৃতি কী?
উঃ মানুষের জীবনযাপন প্রণালিকে সংস্কৃতি বলা হয় ।
৮। শিক্ষার অন্যতম উদ্দেশ্য কী?
উঃ শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো- মানবীয় মূল্যবোধের উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন, মানবসম্পদ ও দক্ষতার উন্নয়ন ঘটানো।
৯। Social Policy’ বইটির লেখক কে?
উঃ রিচার্ড এম টিটমাস।।
১০। “A country is poor because it is poor” উক্তিটি কার?
উঃ “A country is poor because it is poor” উক্তিি র্যাগনার নার্কসের।
১১। সামাজিক নীতির মডেল কয়টি?
উঃ সামাজিক নীতির মডেল ৩টি।
১২। বাংলাদেশের জনসংখ্যা নীতির স্লোগান কী ?
উঃ “দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।”
১৩।বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কখন প্রণীত হয়েছিল?
উঃ বাংলাদেশে প্রথম ১৯৭৩-১৯৭৮ সালে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছিল ।
১৪। উন্নয়নের মূল উদ্দেশ্য কি?
উঃ উন্নয়নের মূল উদ্দেশ্য হলো অনুসরণ করা ৷
১৫। অর্থনৈতিক উন্নয়ন কী?
উঃ অর্থনৈতিক উন্নয়ন বলতে একটি দেশের জাতীয় আয়, মাথাপিছু আয়, উৎপাদন ক্ষমতা ও সর্বোপরি আপামর জনসাধারণের জীবনযাত্রার মানের ক্রমোন্নতিকে বোঝায়।
১৬। সমাজকর্মের সংজ্ঞা দাও ।
উঃ সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতাভিত্তিক পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য কোনো ব্যক্তি, দল বা সামষ্টিক একক বা দলীয়ভাবে সাহায্য করে ।
১৭। উন্নয়ন কি?
উঃ উন্নয়ন হলো পরিবর্তনশীল প্রক্রিয়া, যার সঙ্গে সম্পৃক্ত করে সকল সমাজ। উন্নয়ন বলতে অর্থনৈতিক, আর্থসামাজিক, রাজনৈতিক, শারীরিক, মূল্যবোধ ব্যবস্থা এবং মানুষের সামাজিক জীবনধারার পরিবর্তনকে বুঝায় ।
১৮। আধুনিকীকরণ বলতে কি বুঝ?
উঃ আধুনিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি অনুন্নত সমাজকে উন্নত সমাজে রূপান্তরিত করে।
১৯। জননীতি কি?
উঃ জননীতি বা সরকারি নীতি হচ্ছে সরকারের কর্মকাণ্ডের পথপ্রদর্শক যা সরকারের নির্বাহী বিভাগ কর্তৃক নেওয়া, যা প্রচলিত আইন ও প্রাতিষ্ঠানিক ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ।
২০। সামাজিক নীতির সংজ্ঞা দাও ।
উঃ সামাজিক নীতি হলো আইন, প্রশাসনিক নির্দেশনা এবং এজেন্সীর বিধান দ্বারা প্রতিষ্ঠিত যেসব মূলনীতি, কর্মপ্রণালি ও কর্মসম্পাদনের উপায়, সেগুলো মানুষের কল্যাণকে প্রভাবিত করে।
২১। সামাজিক নীতি ও সমাজকল্যাণ নীতির মধ্যে পার্থক্য কি?
উঃ সামাজিক নীতি প্রণীত হয় সমাজের রীতিনীতি ও মূল্যবোধের উপর ভিত্তি করে। অন্যদিকে, সমাজকল্যাণ নীতি প্রণয়ন করা হয় সমাজকর্মের নীতিমালার আলোকে।
২২। সর্বপ্রথম কোন দেশে ও কবে আধুনিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণীত হয়।
উঃ রাশিয়ায়-১৯২৮ সালে।
২৩। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কত সালে গঠিত।
উত্তর: ১৯৭২ সালে ।
২৪। সরকারি অনুদান কি?
উঃ সরকারি কোন প্রতিষ্ঠান কর্তৃক অন্য কোন দেশ বা দেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থা বা বিশেষ ব্যক্তি পর্যায়ে যে আর্থিক সাহায্য প্রদান করা হয় তাকে সরকারি অনুদান বলা হয়।
২৫। পরিবার পরিকল্পনার নতুন নাম কী রাখা হয়?
উঃ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি।
২৬। জেলা সমাজকল্যাণ পরিষদের সদস্য সচিব কে?
উঃ জেলা সমাজসেবা উপ পরিচালক।
২৭। ভারতীয় উপমহাদেশে কবে পরিকল্পনা প্রণীত হয়?
উঃ ১৯৪৩ সালে।
২৮। কে পরিকল্পনার নীতিমালার কথা উল্লেখ করেন?
উঃ এইচ. বি. ট্রেকার পরিকল্পনার নীতিমালার কথা তুলে ধরেছেন।
২৯। পরিকল্পনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কি কি?
উঃ পরিকল্পনা প্রণয়নের কর্তৃপক্ষ থাকা, সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকা, একটি নির্দিষ্ট সময় সীমা থাকা, গবেষণা ও সমীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন, সম্পদ আহরণ এবং সম্পদের যৌক্তিক ও যথাযথ বণ্টন ইত্যাদি।
৩০। সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনরা ধারণা পাওয়া যায়?
উঃ প্লেটোর ‘Republic’ গ্রন্থে পরিকল্পনা ধারণাটির সন্ধান পাওয়া যায়।
৩১। সর্বপ্রথম কখন কোথায় আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণাটির উদ্ভব হয়।
উঃ বিংশ শতাব্দির প্রথমার্ধে সর্বপ্রথম রাশিয়াতে আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণাটি উদ্ভব।
৩২। সমাজ কল্যাণ পরিকল্পনা কি?
উঃ সমাজের অসুবিধাগ্রস্থ মানুষের সেবামূলক কার্যক্রম পরিচালনার কর্মপন্থাই সমাজকল্যাণ পরিকল্পনা।
৩৩। “সামাজিক পরিবর্তন বলতে বোঝায় সমাজ কাঠামোর পরিবর্তন” -উক্তিটি কার?
উঃ জিলবার্গের।
৩৪। কোন দেশের মানুষের গড় আয় বেশি?
উত্তর: জাপান।
৩৫। উন্নয়নে আধুনিকায়ন তত্ত্বের প্রবক্তা কারা?
উঃ উন্নয়নের আধুনিকায়ন তত্ত্বের প্রবক্তা হলেন Talcott persons, WE Roster. ম্যারিয়ন লেভি ।
৩৬। সামাজিক উন্নয়ন কী ধরনের বিষয়?
উঃ সামজিক উন্নয়ন একটি বহুমাত্রিক, সামগ্রিক ও আপেক্ষিক বিষয়।
৩৭। কার অনুমতি ছাড়া কোন সংগঠন বিদেশি অনুদান গ্রহণ করতে পারবে না।
উঃ রাষ্ট্রের অনুমতি ছাড়া ।
৩৮। গেজেট প্রজ্ঞাপন জারি করেন কে?
উঃ দেশের সরকার ।
৩৯। বর্তমানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কোন আন্তর্জাতিক সংগঠনের সদস্য?
উঃ আন্তর্জাতিক সমাজকল্যাণ পরিষদ (ISWC) এর সদস্য।
৪০। পরিকল্পনার সবচেয়ে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সংজ্ঞা দিয়েছেন কে?
উঃ H.B. Trecker.
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সামাজিক নীতি কী? ১০০%
২। অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে? ১০০%
৩। দারিদ্র্যের দুষ্টচক্র কাকে বলে? ১০০%
৪। উন্নয়নের নির্দেশকসমূহ উল্লেখ কর। ১০০%
৫। সামাজিক নীতি প্রণয়নের নীতিমালা লিখ। ১০০%
৬। উত্তম পরিকল্পনার পূর্বশর্তসমূহ লিখ। ১০০%
৭। অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৮। সংশোধনমূলক কার্যক্রম কাকে বলে? ১০০%
৯। উপানুষ্ঠানিক শিক্ষা কাকে বলে? ১০০%
১০। কার্ল মার্কস-এর মতানুযায়ী শ্রেণিসংগ্রামের বৈশিষ্ট্য লিখ। ১০০%
১১। সামাজিক নীতি মডেল কি? ৯৯%
১২। প্রতিবন্ধী কারা? শ্রেণিবিভাগ লিখ। ৯৯%
১৩। শহর সমাজসেবা কর্মসূচি কি? ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। আধুনিকীকরণ সংক্রান্ত ওয়াল্টার রস্টোর তত্ত্বটি আলোচনা কর। ১০০%
২। সামাজিক নীতি কি? সামাজিক নীতি প্রণয়নের ধাপসমূহ বর্ণনা কর। ১০০%
৩। পরিকল্পনা ধারণাটি ব্যাখ্যা কর। পরিকল্পনা প্রণয়নের ধাপগুলো আলোচনা কর। ১০০%
৪। গ্রামীণ সমাজসেবা কর্মসূচির উদ্দেশ্যসমূহ কী? বাংলাদেশের গ্রামীণ দরিদ্র জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গ্রামীণ সমাজসেবা কর্মসূচির অবদান বর্ণনা কর। ১০০%
৫। বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনায় অর্থসংস্থানের উৎসসমূহ আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশে প্রতিবন্ধীদের সমস্যা কী কী? এ সমস্যাবলি সমাধানে গৃহীত সরকারি কার্যক্রমগুলো বর্ণনা কর। ১০০%
৭। সংশোধনমূলক কার্যক্রম কী? বাংলাদেশে সংশোধনমূলক কার্যক্রমসমূহ সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৮। শিক্ষাণীতি কি? জাতীয় শিক্ষাণীতি ২০১০-এর শিক্ষার স্তরগুলো আলোচনা কর। ১০০%
৯। সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্য লিখ। উন্নয়নের তত্ত্বগুলো সংক্ষেপে বর্ণনা কর। ১০০%
১০। পরিকল্পনা কি? উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১১। বাংলাদেশে সামাজিক নীতির গুরুত্ব বা তাত্পর্য তুলে ধর। ৯৯%
১২। অর্থনৈতিক উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়নের সম্পর্ক লিখ। ৯৮%
Leave a Reply