ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-RPO, BPSC, EVM, SDG.
২। বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে?
উঃ বাংলাদেশ সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
৩। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
৪। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রথম কার্যকর হয় কবে?
উঃ বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রথম কার্যকর হয় ১৯৭৩ সালে।
৫। নির্ণায়ক ভোট কী?
উঃ যে ভোটে জয়-পরাজয়ের সরাসরি নিষ্পত্তি হয়, তাকে নির্ণায়ক ভোট বলে।
৬। অধ্যাদেশ জারি করতে পারে কে?
উঃ মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন।
৭। বাংলাদেশের সংবিধানে মোট কতটি ধারা আছে?
উঃ বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি ধারা আছে।
৮। মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান কে?
উঃ মন্ত্রণালয়ের রাজনৈতিক প্রধান হলেন মন্ত্রী।
৯। ন্যায়পাল কী?
উঃ ন্যায়পাল হলো প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের একটি পদ্ধতি। বাংলাদেশের সংবিধানের ৭৭নং অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল পদের কথা উল্লেখ রয়েছে।
১০। বৃটেনের সংবিধান কোন ধরনের?
উঃ অলিখিত সংবিধান
১১। Constitution is the way of life, the state has chosen for itself.” – কে বলেছেন?
উঃ প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের।
১২। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি ও কি কি?
উঃ ৪টি। যথা- ১. অনুমোদন ২. আলাপ-আলোচনা, ৩. ক্রমবিবর্তন ও ৪. বিপ্লব।
১৩। কোন ঘটনার মাধ্যমে মৌলিক অধিকার রহিত করা হয়।
উঃ জরুরি আইন।
১৪। শাসন বিভাগ কী?
উঃ রাষ্ট্রের প্রশাসনিক কাজের জন্য, সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে নিয়োজিত সকল কর্মচারী কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠনকে শাসন বিভাগ বলে ।
১৫। Impeachment-এর বাংলা কি?
উঃ অভিসংশন।
১৬। টেকনোক্র্যাট মন্ত্রী’ কারা?
উঃ আইনসভার সদস্য না হয়েও যারা মন্ত্রী হন তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।
১৭। অধ্যাদেশ কি?
উঃ দেশে যখন পার্লামেন্ট থাকে না তখন রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন জারি করেন তাকে অধ্যাদেশ বলে ।
১৮। আইনসভার প্রধান তিনটি কার্যাবলি উল্লেখ কর।
উঃ আইনসভার প্রধান তিনটি কার্যাবলি হলো : ১. আইন প্রণয়ন করা, ২. আইন সংশোধন করা ও ৩. জনকল্যাণের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
১৯। ব্রিটেনের আইনসভার নাম কি?
উঃ পার্লামেন্ট।
২০। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উঃ ৭ মার্চ ১৯৭৩।
২১। সংসদের প্রথম অধিবেশনের পর কতদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ না করলে তার পদ শূন্য হবে।
উঃ ৯০ দিন।
২২। বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি উল্লেখ কর।
উঃ ৩টি পদ্ধতিতে । যথা- ১. জনগণ কর্তৃক নির্বাচিত, ২. আইনসভা দ্বারা নির্বাচিত ও ৩. সরকার কর্তৃক নিয়োগ ।
২৩। আন্তর্জাতিক আদালত কতজন বিচারক নিয়ে গঠিত?
উঃ ১৫ জন ।
২৪। রিট কত প্রকার?
উঃ ৫ প্রকার ।
২৫। ফৌজদারি আদালত কি?
উঃ যেসকল আদালত ফৌজদারি মামলা যেমন- মারামারি, চুরি, ডাকাতি, খুন, জখম, প্রতারণা, দস্যুতা, ধর্ষণ ইত্যাদি অপরাধের বিচার করা হয় তাকে ফৌজদারি আদালত বলে ৷
২৬। বর্তমান নির্বাচন কমিশনার কে?
উঃ কাজী হাবিবুল আউয়াল (১৩তম) ।
২৭। সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠা হয়েছে সংবিধানের কত অনুচ্ছেদের অধীনে?
উঃ অনুচ্ছেদ ১৩৭ ।
২৮। অপারেশন নবযাত্রা কী?
উঃ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কর্মসূচির সাংকেতিন নাম।
২৯। নারীর ভোটাধিকার প্রথম কোন দেশে স্বীকৃত হয়।
উঃ নারীর ভোটাধিকার প্রথম স্বীকৃত হয় নিউজিল্যান্ডে (১৮৯৩)।
৩০। নির্বাচকমণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ” এ উক্তিটি কার?
উঃ ডব্লিউ. এফ. উইলোবি. (W.F. Willoughby)-এর ।
৩১। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করেন কে?
উঃ রাষ্ট্রপতি ।
৩২। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল কে?
উঃ এম এইচ খন্দকার।
৩৩। সর্বজনীন ভোটাধিকারের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে কত বছর?
উঃ ১৮ বছর।
৩৪। জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়- ২০০৯ সালে।
৩৫। জাতীয় তথ্য কমিশন কবে প্রতিষ্ঠিত হয়।
উঃ ২০০৯ সালে।
৩৬। সংবিধানের কত অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে?
উঃ ১১৮ নং অনুচ্ছেদে।
৩৭। সর্বজনীন ভোটাধিকার কি?
উঃ জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে যখন ভোটাধিকার প্রদান করা হয় তখন তাকে সর্বজনীন ভোটাধিকার বলে ।
৩৮। নির্বাচন কি?
উঃ নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধি বেছে দেয়।
৩৯। বাংলাদেশ কোড কি?
উঃ আইন সংকলন ।
৪০। পারিবারিক আদালত অর্ডিন্যান্স জারি করা হয় কবে?
উঃ ১৯৮৫ সালে।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। গণপরিষদ, অধ্যাদেশ ও ন্যায়পাল কী? ১০০%
২। বেসামরিকীকরণ প্রক্রিয়া কী? ১০০%
৩। যুদ্ধ অপরাধ ও কোরাম বলতে কী বুঝ? ১০০%
৪। রাজনৈতিক জোট বলতে কী বুঝ? ১০০%
৫। সাংবিধানিক সরকার বলতে কি বুঝ? ১০০%
৬। অস্থায়ী সংবিধান আদেশ কী? ১০০%
৭। বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৮। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী কী? ১০০%
৯। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন বর্ণনা কর। ১০০%
১০। সরকারি বিল ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১১। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা কর। ৯৯%
১২। কার্যপ্রণালী বিধি ও সাংবিধানিক অনুবিধি কি? ৯৯%
১৩। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? ৯৯%
১৪। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
২। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৩। বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থার কার্যক্রম মূল্যায়ন কর। ১০০%
৪। বাংলাদেশের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও এখতিয়ারসমূহ আলোচনা কর। ১০০%
৫। দলীয় ব্যবস্থা কি? বাংলাদেশের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। আওয়ামী লীগের আদর্শ, নেতৃত্ব ও সমর্থনের ভিত্তিসমূহ আলোচনা কর। ১০০%
৭। শেখ হাসিনা সরকারের কার্যক্রম মূল্যায়ন কর। ১০০%
৮। আইনসভা কি? আইনসভার সার্বভৌমত্ব ও সীমাবদ্ধতা বর্ণনা কর। ১০০%
৯। “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভবও নয়, কাম্যও নয়।”- ব্যাখ্যা কর। ১০০%
১০। বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর বর্ণনা দাও। ১০০%
১১। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর ভূমিকা বা গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১২। বাংলাদেশে আইন ও নির্বাহী বিভাগের মধ্যকার সম্পর্ক আলোচনা কর। ৯৯%
১৩। সংসদীয় বির্তক কি? সংসদে বিতর্ক করার বিধিসমূহ আলোচনা কর। ৯৯%
Leave a Reply