প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ দর্শন বিষয় মনোদর্শন ৪১১৭১১ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সংবেদন কী?
উঃ কোনো পার্থিব উদ্দীপক ইন্দ্রিয় কোষে আঘাত করার ফলে যে সরল অনুভূতির সৃষ্টি হয় তাকে সংবেদন বলে।
২। মনের বৃত্তি কয়টি ও কী কী?
উত্তর : তিনটি। যথা- ১. গুণ ক্রিয়া, ২. অনুভব ক্রিয়া ও ৩. ইচ্ছা ক্রিয়া।
৩। একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম লিখ
উত্তর : একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম হলো ডেকার্ট।
৪। শেফারের একটি বিখ্যাত গ্রন্থের নাম লিখ।
উত্তর : জেরোম এ শেফার এর একটি বিখ্যাত গ্রন্থের নাম Philosophy of Mind I
৫। মানসিক প্রক্রিয়ার শ্রেণিবিভাগগুলো কী কী?
উঃ মানসিক প্রক্রিয়ার শ্রেণিবিভাগগুলো হলো- ১. জ্ঞানমূলক প্রত্যয়সমূহ; ২. ইচ্ছাপ্রসূত প্রত্যয়সমূহ এবং ৩. আবেগ,অনুভূতি ও সংবেদনসূচক প্রত্যয়সমূহ।
৬। সম্পাদনমূলক তত্ত্বের কথা কে বলেছেন?
উঃ সম্পাদনমূলক তত্ত্ব বা উক্তির কথা বলেছেন জে. এল. অস্টিন।
৭। সংবেদন কি?
উঃ কোনো পার্থিব উদ্দীপক ইন্দ্রিয় কোষে আঘাত করার ফলে যে সরল অনুভূতির সৃষ্টি হয় তাকে সংবেদন বলে।
৮। দ্বৈতবাদ কী?
উঃ যে মতবাদে দেহ ও মন নামক দুটি পৃথক বা স্বতন্ত্র সত্তার অস্তিত্বের কথা স্বীকার করা হয় তাকে দ্বৈতবাদ বলে।
৯। অন্তদর্শন কী?
উঃ যে প্রক্রিয়ার সাহায্যে কোনো ব্যক্তি তার নিজের অভিজ্ঞতা পরীক্ষা করে তা ভাষার সাহায্যে ব্যক্ত করে থাকে, সে প্রক্রিয়াকে সাধারণত অন্তদর্শন বলে।
১০। সংবেদন কী?
উত্তর : কোনো পার্থিব উদ্দীপক ইন্দ্রিয় কোষে আঘাত করার ফলে যে সরল অনুভূতির সৃষ্টি হয় তাকে সংবেদন বলে।
১১। অন্তদর্শন কী?
উত্তর : যে প্রক্রিয়ার সাহায্যে কোনো ব্যক্তি তার নিজের অভিজ্ঞতা পরীক্ষা করে তা ভাষার সাহায্যে ব্যক্ত করে থাকে, সে প্রক্রিয়াকে সাধারণত অন্তদর্শন বলে।
১২। চেতনা কাকে বলে?
উঃ চেতনা হলো কোনো উত্তেজকে সাড়া দেওয়া।
১৩। কাজ কী?
উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে আনুকূল্যে মানুষ প্রকৃতির স্বাভাবিক, গতিশীলতার ব্যতয় ঘটিয়ে তার পছন্দ ও ইচ্ছা অনুযায়ী সংশ্লিষ্ট জিনিসের নতুন ভাগ্য নির্ধারণ করে তাকে ভিন্নতর পরিস্থিতির সম্মুখীন করে তাই কাজ।
১৪। চেতনার কর্তা কে?
উঃ চেতনার কর্তা হলো মন।
১৫। রাইল কাকে জুজু বলে অভিহিত করেছেন?
উঃ রাইল যান্ত্রিকতাকে জুজু বলে অভিহিত করেছেন।
১৬। এরিস্টটলের মতে আত্মা কী?
উঃ সজীব মানব দেহের আকার আত্মা।
১৭। দ্বৈতবাদী তত্ত্বের প্রবক্তা কে?
উঃ দ্বৈতবাদের প্রবক্তা ডেকার্ট (Decart).
১৮। Phenomenology শব্দটির বাংলা প্রতিশব্দ কি?
উঃ Phenomenology শব্দটির বাংলা প্রতিশব্দ রুপবিজ্ঞান বা প্রতিভাস বিজ্ঞান।
১৯। ব্যক্তিসাপেক্ষ প্রদর্শনগত সংজ্ঞার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছেন কে?
উঃ ভিটগেনস্টাইন (Wittgenstine).
২০। নাম পুরুষ বিবরণ কি?
উঃ যখন অন্য কেউ কোনোভাবে সচেতন হয়, তখন কোনো কিছু কিভাবে ঘটে থাকে তার প্রতি মনোনিবেশের ফলশ্রুতি হচ্ছে নাম পুরুষ বিবরণ।
২১। আত্মা সম্পর্কে পীথাগোরিয়ানদের ধারণা কি?
উঃ আত্মা একটি দেহ হতে প্রস্থানের পর অপর একটি দেহে প্রবেশ করে, একে দেহান্তর প্রাপ্তি বলা হয় ।
২২। ব্যক্তিতত্ত্বের প্রবক্তা কে?
উঃ ব্যক্তিতত্ত্বের প্রবক্তা পি.এফ. স্ট্রসন (P. F. Strawson)।
২৩। আচরণবাদ কী?
উঃ আচরণবাদ হলো চেতনা বিষয়ে আদর্শ নাম- পুরুষ ভিত্তিক মতবাদ।
২৪। “The Concept of Mind” গ্রন্থটি কার লেখা।
উঃ “The Concept of Mind” গ্রন্থটি গিলবার্ট রাইলের লেখা (Gilbert Ryle).
২৫। রাইলের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ।
উঃ Concept of Mind.
২৬। অভেদ তত্ত্ব কি?
উঃ যে তত্ত্ব অনুসারে চিন্তা, অনুভূতি, ইচ্ছা ও অন্যান্য মানসিক ঘটনা এবং দৈহিক ঘটনা এবং প্রক্রিয়ার মধ্যে কোনো ভেদ নেই তাকে অভেদ তত্ত্ব বলা হয়।
২৭। মনোযোগ কাকে বলে?
উঃ মনোযোগ বলতে আমরা সাধারণত অসংখ্য বিষয়বস্তুর মধ্যে একটি বিষয়কে নির্বাচন করে নিয়ে তার উপর মনকে নির্দিষ্ট করা।
২৮। অহং কী?
উঃ অহং বলতে আত্ম-সত্তাকে বোঝায়।
২৯। ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে?
উঃ মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে, উদ্দেশ্য সাধনের উপায় এবং ফল সম্বন্ধে আগে থেকে চিন্তা ভাবনা করে যে ক্রিয়া সম্পাদন করে তাকেই ঐচ্ছিক ক্রিয়া বলে।
৩০। প্রবণতামূলক শব্দ কি?
উঃ যে শব্দ কোনো প্রবণতাকে নির্দেশ করে তাকে প্রবণতামূলক শব্দ বলে ।
৩১। পারিবারক সাদৃশ্য কি?
৩২। দ্বিমুখী তত্ত্বের প্রবক্তা কে?
উঃ দ্বিমুখী তত্ত্বের প্রবক্তা হলেন স্পিনোজা (Spinoza).
৩৩। রাইল কাকে জুজু বলে অবিহিত করেছেন?
উঃ রাইল যান্ত্রিকতাকে জুজু বলে অভিহিত করেছেন।
৩৪। “অচেতন” এবং “অবচেতন” কথাটি কোন মনোবিজ্ঞানী বলেছেন?
উঃ “অচেতন” এবং ‘অবচেতন” কথাটি মনোবিজ্ঞানী ফ্রয়েডের।
৩৫। ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে একটি পার্থক্য লিখ।
উঃ যে কাজ ব্যক্তি স্বেচ্ছায় সম্পাদন করে তাই ঐচ্ছিক ক্রিয়া আর যেসব ক্রিয়া মানুষের ইচ্ছা ও বিচার-বিবেচনা ছাড়াই সংগঠিত হয় তাই অনৈচ্ছিক ক্রিয়া ‘

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১৷ ধীশক্তি উপকথা কী? ১০০%
২। শ্রেণিবিভ্রান্তি কী? ১০০%
৩। উপঘটনাবাদ কী? ব্যাখ্যা কর। ১০০%
৪। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ব্যাখ্যা কর। ১০০%
৫। মনোদর্শনের চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। ‘মন’ এবং ‘আত্মার’ মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৭। আচরণবাদ বলতে কি বুঝ? ১০০%
৮। প্রবণতা ও ঘটনার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। গিলবার্ট রাইল কীভাবে ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করেন? ১০০%
১০। “আচরণবাদ হলো এক বিশেষ ধরনের নাম-পুরুষ বিবরণ”- শেফারের এই উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
১১। যান্ত্রিকতার জুজু বলতে কি বুঝিয়েছেন? ৯৯%
১২। স্বীকৃত মতবাদ কী? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মনোদর্শন কী? মনোদর্শন ও মনোবিজ্ঞঅনের মধ্যে পার্থক্যগুলো লিখ। ১০০%
২। রাইল কীভাবে “কী জানা এবং কীভাবে জানার” মধ্যে পার্থক্য করেন? আলোচনা কর। ১০০%
৩। কাজ বলতে কী বুঝ? কাজের প্রসঙ্গমূলক তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৪। শেফারের অনুসরণে আচরণবাদের আলোচনায় উত্তম পুরুষ বিবরণ ও নাম-পুরুষ বিবরণের মধ্যে সম্পর্ক দেখাও। ১০০%
৫। চেতনার কর্তা কে? এ বিষয়ে ব্যক্তিতত্ত্বটির সমালোচনামূলক বিবরণ দাও। ১০০%
৬। মন সম্পর্কে রাইলের মতবাদ সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
৭। শেফার অনুসরণে অভিন্নতা তত্ত্বের ব্যাখ্যা দাও। ১০০%
৮। মনোদর্শন বলতে কি বুঝ? মনোদর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৯। চেতনা বলতে কি বুঝ? শেফার কীভাবে চেতনাকে মনোদর্শনের কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে সজ্ঞায়িত করেছেন? ১০০%
১০। চেতনা বলতে কী বুঝায়? শেফার কীভাবে চেতনাকে মনোদর্শনের কেন্দ্রীয় প্রত্যয় হিসেবে সংজ্ঞায়িত করেছেন? ৯৯%
১১। শেফার অনুসারে আচরণবাদ ও অভিন্নতা তত্ত্ব ব্যাখ্যা কর। ৯৯%
১২। স্ট্রসনের মতে, ব্যক্তির গুণগুলো কি? তার ব্যক্তিতত্ত্ব কিভাবে সমস্যার সম্মুখীন হয়? আলোচনা কর। ৯৮%