Preliminary To Masters Suggestions

প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজবিজ্ঞান বিষয় সামাজিকসমস্যা: ৪১২০০৭ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-STD, FCF, ILO. UNESCO, WHO, IMF, GATT, AFTA, MDG, CHW, UHC, CC, BRAC,
উঃ Sexually transmited Diseases.
২। “স্তরবিহীন সমাজ একটি অলীক কল্পনা”-উক্তিটি কে করেছেন?
উঃ “স্তরবিহীন সমাজ একটি অলীক কল্পনা”-উক্তিটি পি.এ সরোকিন এর।
৩। শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণের প্রথম মাধ্যম কোনটি?
উঃ পরিবার।
৪। আত্মহত্যা কি ব্যক্তিগত না সামাজিক সমস্যা?
উঃ একটি সামাজিক সমস্যা।
৫। সামাজিক সমস্যা বিশ্লেষণে দ্বান্দ্বিক মতবাদের প্রবক্তা কে?
‘বিচ্ছিন্নতাবোধ’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
অথবা, বিচ্ছিন্নতা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ কার্ল মার্কস।
৬। ‘Cyber Crime’ এর একটি উদাহরণ দাও।
উঃ পর্ণোগ্রাফি।
৭। ‘Contemporary Social Problems’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ Harlod. A. Phelps.
৮। আকাশ সংস্কৃতি বলতে কী বোঝায়?
উঃ বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে Satellite-এর মাধ্যমে সম্প্রচারিত ও সম্প্রসারিত সংস্কৃতিই হলো আকাশ সংস্কৃতি।
৯। প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় হয়েছিল?
উঃ ব্রাজিলের রিওডি জেনিরোতে, ১৯৯২ সালে।
১০। পর্নোগ্রাফি বলতে কী বোঝায়?
উঃ নগ্ন চিত্র সাহিত্যকে পর্ণোচিত্র কিংবা অশ্লীল সাহিত্য বলে। অর্থাৎ যে চিত্র কর্ম কিংবা সাহিত্য কুরুচিপূর্ণ নগ্ন ও অশ্লীল যাতে মানুষের বিবেক ও নৈতিকতা লোপ পায় এবং যার প্রভাবে অসুস্থ সমাজের সৃষ্টি হয় তাকে পর্ণোচিত্র/অশ্লীল সাহিত্য বলে ।
১১। ‘Urbanism’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ ১৯৩৮ সালে Louis wirth সর্বপ্রথম Urbanism প্রত্যয়টি ব্যবহার করেন।
১২। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূ-ভাগের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
উঃ ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।
১৩। ‘Lag’ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ Cultural Lag তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সমাজবিজ্ঞানী অগবার্ন।
১৪। সামাজিক সমস্যা বিশ্লেষণে ক্রিয়াবাদী একজন তাত্ত্বিকের নাম লিখ।
উঃ সমাজবিজ্ঞানী L. K. Frank ।
১৫। জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের গ্রন্থের নাম কি?
উঃ An essay on the principle of population.
১৬। পরিবেশ দূষণ কি?
উঃ পরিবেশের উপাদানসমূহের মধ্যে ভারসাম্যহীন অবস্থার ফলে মানুষসহ পরিবেশের মধ্যে বসবাসকারীদের উপর নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলে বা ফেলতে চায়, এরূপ অবস্থাকেই পরিবেশ দূষণ বলে।
১৭। Urban শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ ১৯০৬ সালে Pope, Urban শব্দটি ব্যবহার করেন।
১৮। বৃত্তকলা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ Homer Hoyt.
১৯। নাগরিকতাবোধ বলতে কি বোঝায়?
উঃ এটি এমন একটি জীবন প্রণালী যা নগরে বসবাসের ফলে সৃষ্টি হয়।
২০। দ্রুত নগরায়ণ কি?
উঃ অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা উন্নত প্রযুক্তিগত ও যোগাযোগ শিল্প কলকারখানা প্রসারের ফলে কোন এলাকা যত দ্রুত নগরে পরিণত হয় তখন তাকে দ্রুত নগরায়ণ বলে ।
২১। মরুকরণ বলতে কী বুঝায়?
উঃ Led Houeroce এর মতে, শুষ্ক বা অর্ধশুষ্ক অঞ্চলে মোট ক্ষয়ের, বিভিন্ন রূপের সম্মিলিত প্রয়াস হচ্ছে মরুকরণ ।
২২। বস্তি কাকে বলে?
উঃ আর্থসামাজিক সুযোগ-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী শহরের পরিবেশে অপরিকল্পিতভাবে দুর্বল, ভঙ্গুর, অপসির ও অপরিচ্ছন্নভাবে যখন কোন ঘনবসতিপূর্ণ নোংরা আবাসস্থল গড়ে তোলে তখন তাকে বস্তি বলে ।
২৩। মেগাসিটি কাকে বলে?
উঃ কোন মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা ১ কোটি বা তার বেশি হলে উক্ত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি হিসেবে অভিহিত করা যায়।
২৪। অবস্তুগত সংস্কৃতি বলতে কি বুঝায়?
উঃ মানুষের মনস্তাত্ত্বিক তথা ভাবগত সৃষ্টি হলো অবস্তুগত সংস্কৃতি।
২৫। Culture শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ Culture শব্দটি ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস ব্যাকন প্রথম ব্যবহার করেন।
২৬। সমাজবিজ্ঞানী MacIver সংস্কৃতিকে কি বলেছেন ?
উঃ সমাজবিজ্ঞানী MacIver সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ‘Culture is what we are or have’, অর্থাৎ আমরা যা অথবা আমাদের যা আছে তাই সংস্কৃতি ।
২৭। সাংস্কৃতিক ব্যাপ্তি কি?
উঃ কোন এলাকায় কোন জনগোষ্ঠীর উদ্ভাবিত বিষয় অন্য জনগোষ্ঠী বা এলাকায় বিস্তৃত হবার প্রক্রিয়া হচ্ছে সাংস্কৃতিক ব্যাপ্তি।
২৮। বিপরীত সংস্কৃতি (Counter Culture) কী?
উঃ উপসংস্কৃতি যদি মূলসংস্কৃতির বিরুদ্ধাচরণ করে তার প্রধান মূল্যবোধ ও নীতিমালাকে বাতিল করে তার বিপরীত মূল্যবোধ ও জীবনাচরণ গ্রহণ করে তখন তাকে বিপরীত সংস্কৃতি বলে ।
২৯। অসমতা কী?
উঃ সমাজে পদমর্যাদা, সম্পদ সুযোগ ইত্যাদির ক্ষেত্রে অশোভন অন্যায্য পার্থক্যই হলো অসমতা।
৩০। ‘প্রতীকি মিথষ্ক্রিয়াবাদ’ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ ‘প্রতীকি মিথষ্ক্রিয়াবাদ’ তত্ত্বের প্রবক্তা হলো- জর্জ হার্বার্ট মিড এবং হার্বার্ট রুমার।
৩১। সামাজিক অসমতার জৈবিক উপাদানগুলোর নাম লিখ।
উঃ লিঙ্গ, বয়স, মনন-মেধা, দৈহিক বৈশিষ্ট্য ও শারীরিক যোগ্যতা।
৩২। লিঙ্গ বৈষম্য কি?
উঃ নারী পুরুষের সমাজ বিনির্মিত পার্থক্যই হলো লিঙ্গ বৈষম্য।
৩৩। শ্রেণি কী?
উঃ উৎপাদন সংগঠনে একই ধরনের ভূমিকা ও সুযোগ সুবিধাভোগি গোষ্ঠিকে শ্রেণি বলে।
৩৪। সর্বপ্রথম Minority group প্রত্যয়টি কে ব্যবহার করেন?
উঃ Louis Wirth ব্যবহার করেন।
৩৫। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উঃ ভিটামিন “এ”-এর অভাবে।
৩৬। একটি যৌনবাহিত রোগের নাম লিখ।
উঃ যৌনবাহিত রোগ বলতে এমন কিছু রোগকে বোঝায় যা দৈহিক মিলন বা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। যেমন- গনোরিয়া, সিফিলিস, এইডস ইত্যাদি ।
৩৭। সাম্রাজ্যবাদ কি?
উঃ সাম্রাজ্যবাদ হলো কোন রাষ্ট্র কর্তৃক অন্য কোনো রাষ্ট্রের ভূখন্ড দখল করা এবং দখলকৃত ভূখণ্ডের ওপর নিজে রাষ্ট্রের প্রভাব প্রতিষ্ঠা করা।
৩৮। শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণের প্রথম মাধ্যম কোনটি?
উঃ পরিবার ।
৩৯। বাংলাদেশে নারীদের বিবাহের বয়স কত?
উঃ ১৮ বৎসর ।
৪০। অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তার জনক কে?
উঃ লমব্রেসো।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সামাজিক সমস্যার সংজ্ঞা দাও। ১০০%
২। অতিনগরায়ণ বলতে কী বুঝায়? ১০০%
৩। সাংস্কৃতিক ব্যপ্তি ও বিশ্বায়ন কি? ১০০%
৪। বিশ্ব উষ্ণায়নের উপাদানগুলো কী? ১০০%
৫। বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
৬। নগর দারিদ্র্যের প্রধান কারণসমূহ চিহ্নিত কর। ১০০%
৭। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? ১০০%
৮। লিঙ্গ বৈষম্যের নির্দেশকগুলো কী? ১০০%
৯। দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কী? ১০০%
১০। সামাজিক অসমতার সংজ্ঞা দাও। ১০০%
১১। AIDS কী? AIDS বিস্তুতির মাধ্যমগুলি উল্লেখ কর। ৯৯%
১২। কিশোর/ভদ্রবেশী/ছদ্মবেশী
অপরাধ কি? ৯৯%
১৩। পরিবেশ বিপর্যয় কী? ৯৯%
১৫। স্বাস্থ্যহীনতা কি? স্বাস্থ্যহীনতার কারণগুলো লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। সামাজিক সমস্যা কি? সামাজিক সমস্যার কারণসমূহ আলোচনা কর। ১০০০%
২। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%

৩। বিশ্বায়ন কি? উন্নয়নশীল দেশে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ১০০%
৪। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাসমূহ আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের সমাজের ওপর নগরায়ণের প্রভাব আলোচনা কর।
৬। অপরাধ কি? বাংলাদেশে অপরাধের কারণসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৭। বন ধ্বংসকরণ কী? বাংলাদেশে বনভূমি ধ্বংসের কারণসমূহ চিহ্নিত কর। ১০০%
৮। সামাজিক সমস্যা অধ্যায়নে ‘সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি’ আলোচনা কর। ১০০%
অথবা, সামাজিক সমস্যা অধ্যয়ন ‘ল্যাবেলিং’ দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
৯। কাম্য জনসংখ্যা তত্ত্ব কি? উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা কর। ১০০%
১০। মাদকাসক্তি কি? মাদকাসক্তির কারণ ও প্রভাব আলোচনা কর। ১০০%
১১। সামাজিক অসমতা কি? বাংলাদেশে সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা কর। ৯৯%
১২। স্বাস্থ্য ও দারিদ্র্যের মধ্যে সম্পর্ক দেখাও। ৯৯%
১৩। “বিশ্বায়ন হলো নব্য সাম্রাজ্যবাদ” – উক্তিটি ব্যাখ্যা কর। ৯৯%
১৪। দূর্যোগ ব্যবস্থাপনা কি? দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া জরুরী তা বিশ্লেষণ কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!