প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ সমাজকর্ম বিষয় মানবীয় মনোবিজ্ঞান ও সমাজকর্ম: ৪১২১০৭ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-IQ, VMH, CNS
২। মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উঃ মনোবিজ্ঞান একটি মৌলিক ও ফলিত বিজ্ঞান ।
৩। প্রচেষ্টা ও ভুল শিক্ষণ তত্ত্বের জনক কে?
উঃ মনোবিজ্ঞানী ই.এল. থর্নডাইক ।
৪। Psyche শব্দের অর্থ কী?
উঃ আত্মা বা মন ।
৫। ভয় কী ধরনের আবেগ?
উঃ ভয় একটি বেদনাদায়ক ও সহজাত মৌলিক আবেগ ।
৬। মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান”- উক্তিটি কার?
উঃ “মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান”- উক্তিটি J. B. Watson-এর।
৭। মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে?
উঃ হাইপোথ্যালামাস অংশ ।
৮। মনোচিকিৎসা কৌশল কোন ধরনের সমাজকর্মে ব্যবহৃত হয়?
উঃ মনোচিকিৎসা কৌশল ক্লিনিক্যাল সমাজকর্মে সমাজকর্মীরা ব্যবহার করে থাকেন ।
৯। অধ্যাস কী?
উঃ যখন আমরা সংবেদনকে সঠিকভাবে ব্যাখ্যা করি না তখন তা হয় ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস ।
১০। মনোভাব পরিমাপের ভিত্তি কী?
উঃ মনোভাব পরিমাপের ভিত্তি হলো পারস্পরিক মিথস্ক্রিয়া ।
১১। বলবর্ধক কী?
উত্তর বলবর্ধক বা বর্ধন ক্রিয়া বলতে এমন একটি উদ্দীপককে বুঝায় যা প্রাণীর সন্তুষ্টি বিধানের জন্য দেওয়া হয় ।
১২। গণতেন্ত্রর মূল চালিকা শক্তি কাকে বলা হয়?
উঃ জনমতকে গণতন্ত্রের মূল চালিকা শক্তি বলা হয় ।
১৩। সমগ্রতাবাদ কী?
উঃ সম্প্রতাবাদের মতে, আমরা যখন কোন বিষয়কে প্রত্যক্ষণ করি তখন বিষয়টিকে খণ্ডভাবে বা বিচ্ছিন্নভাবে প্রত্যক্ষ না করে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করি।
১৪। মনোবিজ্ঞানে ব্যবহৃত প্রধান পদ্ধতিগুলো কী?
উঃ মনোবিজ্ঞানে ব্যবহৃত প্রধান প্রধান পদ্ধতি হলো : ক. পরীক্ষণ পদ্ধতি, খ. পর্যবেক্ষণ পদ্ধতি, গ. জরিপ পদ্ধতি, ঘ. ঘটনা অনুধ্যান পদ্ধতি, ঙ. চিকিৎসামূলক পদ্ধতি এবং চ. অন্তদর্শন বা ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি ।
১৫। অন্তদর্শন পদ্ধতি কী?
উঃ মানসিক প্রক্রিয়ার জ্ঞান লাভের জন্য ব্যক্তি যখন নিজের মানসিক অবস্থার ও প্রক্রিয়ার স্বরূপ, তার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে তখন তাকে বলা হয় অন্তদর্শন।
১৬। প্রেষণার ইংরেজি প্রতিশব্দ ‘Motivation’ কোথা থেকে উৎসাহিত হয়েছে?
উঃ প্রেষণা শব্দটি ইংরেজি প্রতিশব্দ ‘Motivation’ যা ল্যাটিন শব্দ ‘Movere’ থেকে উৎসারিত।
১৭। প্রেষণার প্রকারভেদ উল্লখ কর।
উঃ প্রেষণা দুই প্রকার। যথা : ১. জৈবিক প্রেষণা ২. মানসিক ও সামাজিক প্রেষণা।
১৮। প্রেষণা চক্রের ধাপ কি কি?
উঃ প্রেষণার চারটি স্তর রয়েছে। এগুলো হলো : (ক) তাড়িত অবস্থা, (খ) লক্ষ্যকেন্দ্রিক আচরণ, (গ) লক্ষ্য অর্জন এবং (ঘ) আত্মতৃপ্তি বা সন্তুষ্টি।
১৯। কৃতি প্রেষণা কী?
উঃ ব্যক্তি যখন কোন কাজে নিবিষ্ট থাকে তখন সে কাজটি সুচারুরূপে সম্প্রদান করা বা সঠিক উদ্দেশ্যে বস্তুটি লাভ করার জন্য তার মধ্যে একটি বিশেষ মানসিক প্রবণতা কাজ করে। এটিই কৃতি প্রেষণা ।
২০। শিক্ষণের সংজ্ঞা দাও।
উঃ মানুষ জন্মগ্রহণ করার পর ধীরে ধীরে মানসিক ও শারীরিকভাবে বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে পারিপার্শ্বিক বিভিন্ন পরিবেশের সাথে উপযুক্ত প্রতিক্রিয়া করার দক্ষতা অর্জন করে। তাই বলা যায় নতুন আচরণ আয়ত্তকরনের পদ্ধতিই শিক্ষণ হিসেবে বিবেচিত।
২১। উদ্দীপক-উদ্দীপক সংযোগ কী?
উঃ শিক্ষণ প্রক্রিয়ায় যখন একটি উদ্দীপকের সাথে অন্য একটি উদ্দীপকের মস্তিষ্কগত সম্পর্ক বা সংযোগ সাধিত হয় তখন তাকে উদ্দীপক- উদ্দীপক সংযোগ বলে ।
২২। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের সাথে জড়িত প্রাণীর নাম কী?
উঃ সুলতান নামক একটি শিম্পাঞ্জি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের পরীক্ষণের সাথে
জড়িত ।
২৩। আবেগের সংজ্ঞা দাও
উঃ আবেগ হলো একটি অনুভূতিমূলক অভিজ্ঞতা যা শরীরকে উত্তেজিত করে এবং অভিজ্ঞতা লাভকারীর নিকট যার অর্থ ও মূল্য আছে ।
২৪। জ্ঞানগত তত্ত্ব মতে আবেগ কী?
উঃ জ্ঞানগত তত্ত্ব মতে আমাদের অতীত অভিজ্ঞতার স্মৃতিই আবেগ প্রকাশের দিককে নির্ধারণ করে।
২৫। অনুষঙ্গ কি?
উঃ যে শিক্ষণ নৈকট্যের জন্য হচ্ছে বা হয় তাকে অনুষঙ্গ বলে ।
২৬। আপেক্ষিকতা কী?
উঃ যখন কোন আদর্শ মানের সাথে তুলনার বিচার প্রত্যক্ষণ সম্পন্ন হয় তখন তা প্রত্যক্ষণের আপেক্ষিকতা।
২৭। উদ্দীপক কি?
উঃ উদ্দীপক বলতে দেহের অভ্যন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াকে বুঝায় ।
২৮। ব্যক্তির ক্রমবিকাশের সাথে জড়িত চারটি দিকের নাম লিখ।
উঃ ব্যক্তির ক্রমবিকাশ বংশগতি, পরিবেশ, স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা গ্রন্থির মিথষ্ক্রিয়ার ফল ।
২৯। দল সামজকর্ম কী?
উঃ দল সমাজকর্ম হলো দলীয় পরিবেশে অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের সঙ্গে কাজ করার সুশৃঙ্খল ও সুপরিকল্পিত প্রক্রিয়া । এতে ব্যক্তিকে দলীয় বা সামাজিক প্রতিষ্ঠানের আওতায় এনে দল সামাজকর্মী কর্তৃক সাহায্য করা হয় ।
৩০। মনোভাবের সংজ্ঞা দাও।
উঃ কোন উদ্দীপকের প্রতি পূর্বেই ঝোঁকপ্রবণ হয়ে কিংবা তাৎক্ষণিকভাবে দ্রুততার সাথে পূর্ব নির্ধারিত আচরণকেই সাধারণত মনোভাব হিসেবে বিবেচনা করা হয়।
৩১। আচরণ কি?
উঃ আচরণ বলতে কোন মানুষ বা প্রাণী যা করে এবং যা কোন না কোন ভাবে পর্যবেক্ষণ করা বুঝায় ।
৩২। কোন গ্রন্থে থার্স্টোন স্কেল প্রকাশিত হয়।
উঃ থাস্টোন স্কেলটি ‘Mesurement of Attitude’ গ্রন্থে প্রকাশিত হয় ।
৩৩। বোগারডাস স্কেলটি কত সালে প্রকাশিত হয়।
উঃ ১৯২৫ সালে ।
৩৪। বুদ্ধির সংজ্ঞা দাও।
উঃ বুদ্ধি অতীত অভিজ্ঞতার আলোকে একটি বিমূর্ত সাধারণ চিন্তার ক্ষমতা। যার মাধ্যমে উদ্দেশ্য, উপায় ও ফলাফলের মধ্যে সামঞ্জস্যতা স্থাপনের মাধ্যমে নতুন পরিবেশে মোকাবিলা করার ক্ষমতা প্রকাশিত হয়।
৩৫। বুদ্ধি অভীক্ষা কী?
উঃ মনোবিজ্ঞানিগণ যে অভীক্ষা দ্বার-বুদ্ধি পরিমাপ করেন তাই বুদ্ধি অভীক্ষা।
৩৬। বুদ্ধ্যাংক কী?
উঃ বুদ্ধ্যঙ্ক একটি আনুপাতিক ধারণা। এতে ব্যক্তির শারীরিক বয়সের সাথে মানসিক বয়সের তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়। বয়সের সাথে সাথে মানসিক অবস্থারও পরিবর্তন হয় বলে এ ধরনের তুলনামূলক উপস্থাপন অনেক ক্ষেত্রে যথাযথ মনে করা হয়।
৩৭। বিচ্যুত বুদ্ধ্যাঙ্ক কী?
উঃ বিচ্যুত বুদ্ধ্যাঙ্ক পরিমাপের ক্ষেত্রে একই বয়সভিত্তিক দলের সদস্য বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত উত্তরসমূহের মধ্যে তুলনা করে বুদ্ধ্যাঙ্ক বের করা হয়। পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে যে কোন বয়সের ১০০ এর ভিত্তিতে প্রকাশ করা হয় ।
৩৮। স্মৃতির সংজ্ঞা দাও।
উঃ অতীত অভিজ্ঞতার একটি ছবি আমাদের মনের মধ্যে থাকে এবং বিষয়বস্তু আমাদের ইন্দ্রিয়ের সম্মুখে না থাকলে ও মানস ছবির সাহায্যে আমরা যখন বিষয়বস্তুর প্রতিরূপকে প্রয়োজন মতো স্মরণ করি তাই স্মৃতি ।
৩৯। প্রক্রিয়াগত স্মৃতি কী?
উঃ যে স্মৃতিতে কোন একটি কাজ কিভাবে করা যায় সে সম্পর্কিত অভিজ্ঞতা বা তথ্য সংরক্ষিত থাকে তাই প্রক্রিয়াগত স্মৃতি ।
৪০। পুনরুদ্বার কী?
উঃ সংরক্ষিত বিষয়টিকে স্মৃতিতে ধারণ করার পর তা পুনরুদ্রেক করাই হলো পুনরুদ্ধার ।
৪১। মনে রাখার জন্য রবিনসনের নিয়মটি কী?
উঃ মনে রাখার জন্য রবিনসনের পদ্ধতিকে সংক্ষেপে ‘SQRRR’ হিসেবে প্রকাশ করা হয় । এখানে, S = জরিপ Survey; Q = প্রশ্ন Question ; R = পড়া Read ; R = আবৃত্তি Recite; R = পুনদেখা Review
৪২। স্বল্পস্থায়ী স্মৃতির স্থায়িত্বকাল কত?
উঃ ১৫ থেকে ২৫ সেকেন্ড। সর্বোচ্চ ৩০ সেকেন্ড।
৪৩। জনমত গঠনে মাধ্যমগুলো কি?
উঃ জনমত গঠনের প্রধান প্রধান মাধ্যমগুলো হলো : (ক) সংবাদপত্র, বই পুস্তিকা, (খ) বেতার, (গ) টেলিভিশন, (ঘ) চলচিত্র, ঙ. ইন্টারনেট, চ. শিক্ষা প্রতিষ্ঠান।
৪৪। প্রচারণার সংজ্ঞা দাও।
উঃ প্রচারণা হচ্ছে কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য কোন বিষয়ের সঠিকতা যাচাই না করে প্ররোচনামূলক তথ্য সরবরাহের মাধ্যমে জনগণের মতামতের পরিবর্তন প্রক্রিয়া।
৪৫। HandBook of Social Psychology’ বইটি কার লেখা?
উঃ মনোবিজ্ঞানী ই. ফ্রিম্যান (E. Freeman)

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। ১০০%
২। আবেগ ও অনুভূতির পার্থক্য নির্দেশ কর। ১০০%
৩। জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৪। পরীক্ষণ/পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলো লিখ। ১০০%
৫। শিক্ষণ কী? শিক্ষণের শর্তসমূহ সংক্ষেপে তুলে ধর। ১০০%
৬। আবেগকালীন শারীরিক পরিবর্তনগুলো উল্লেখ কর। ১০০%
৭। প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো উল্লেখ কর। ১০০%
৮। করণ শিক্ষণ ও চিরায়ত শিক্ষণের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। অধ্যাস ও অলীক বীক্ষণের পার্থক্য দেখাও। ১০০%
১০। প্রচারণা ও জনমত কাকে বলে? ১০০%
১১। সমাজকর্ম অনুশীলনে মনোবিজ্ঞানের জ্ঞানের গুরুত্ব লিখ। ৯৯%
১২। বুদ্ধি অভীক্ষা কী? ৯৯%
১৩। স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতি বলতে কি বুঝ? ৯৮%
১৪। প্রেষিত আচরণের বৈশিষ্ট্য লিখ। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণা চক্রটি ব্যাখ্যা কর। ১০০%
২। আইভান প্যাভলভের পরীক্ষণ উল্লেখপূর্বক চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা কর। ১০০%
৩। আবেগের সংজ্ঞা দাও। আবেগের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা কর। ১০০%
৪। মনোযোগ কাকে বলে? মনোযোগের শর্তাবলি বর্ণনা কর। ১০০%
৫। মনোভাব কি? মনোভাব পরিমাপের স্কেলসমূহ আলোচনা কর। ১০০%
৬। বুদ্ধি পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর। ১০০%
৭। জনমত কাকে বলে? জনমত গঠনের মাধ্যমগুলো আলোচনা কর। ১০০%
৮। বিস্মৃতি বলতে কি বুঝ? বিস্মৃতির মতবাদসমূহ আলোচনা কর। ১০০%
৯। মনোভাব কী? মনোভাবের গঠন প্রক্রিয়া আলোচনা কর। ১০০%
১০। মনোবিজ্ঞান কী? মনোবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
১১। মনোবিজ্ঞানের শাখা ও ক্ষেত্রসমূহ আলোচনা কর। ৯৯%
১২। প্রচারণা কি? ফলপ্রসু প্রচারণার নীতিসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। প্রেষণা কি? মাসলোর প্রেষণা তত্ত্ব আলোচনা কর। ৯৯%