প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় বাংলাদেশেরলোক প্রশাসন: ৪১১৯০৭ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-NIPA, CPA, DC, ASPA, BPSC, IPS, ICS, PSC, BSC, BPATC, UNO, BPATC.
২। লোক প্রশাসনের জনক কে?
উঃ লোক প্রশাসনের জনক হলেন উড্রো উইলসন।
৩। A.C.R কী?
উঃ A.C.R বা Annual Confediantial Repoint. হচ্ছে এক পঞ্জিকাবর্ষে একজন সরকারি কর্মচারীর আচরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক লিপিবদ্ধ করার ব্যবস্থা।
৪। আমলাতন্ত্রের প্রবক্তা কী?
উঃ জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার (Max Weber)।
৫। “Principles of Public Administration” গ্রন্থের লেখক কে?
উঃ ডব্লিউ এফ উইলোবি ।
৬। কর্তৃত্ব কী?
উঃ কর্তৃত্ব হলো একটি বৈধ ক্ষমতা যা দ্বারা ব্যক্তি অন্য ব্যক্তি বা সংস্থার ওপর প্রভাব বিস্তার করে। তবে এর সাথে আইনগত বৈধতা ও জনকল্যাণ সংশ্লিষ্টতা জড়িয়ে থাকে।
৭। ‘Administration’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
উঃ ল্যাটিন শব্দ ‘Ad’ এবং ‘Minister’ বা Ministiare শব্দদ্বয় থেকে উৎপত্তি লাভ করেছে।
৮। POSDCORB-এর বাংলা সংক্ষিপ্ত রূপ লিখ।
উঃ প স ক নি স প্র বা।
৯। নিয়ন্ত্রণ পরিধি কী?
উঃ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কত সংখ্যক অধস্তন কর্মচারী সুন্দরভাবে তত্ত্বাবধান করতে সক্ষম তা নির্দেশ করে।
১০। বিকেন্দ্রীকরণ কী?
উঃ প্রশাসনের উচ্চতম স্থান থেকে নিম্নতম স্থানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলে।
১১। “Introduction to the Study of Public Administration” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ L..D. White.
১২। বেসরকারি প্রশাসন কী?
উঃ যে প্রশাসনিক ব্যবস্থায় সকল কার্যাবলি ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে বেসরকারি প্রশাসন বলে।
১৩। ই-সরকার কী?
উঃ ই-সরকার হলো তথ্যপ্রযুক্তি অথবা ই-মেইলের মাধ্যমে পরিচালিত আধুনিক ডিজিটাল সরকার।
১৪। Principles of Public Administration’ গ্রন্থের লেখক কে?
উঃ W.E. Willoughby-এর(ডব্লিউ এফ উইলোরী)।
১৫। Rules of Business কী?
উঃ Rules of Business হলো সরকারি দপ্তর ও কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যাবলি বণ্টন বিধিমালা।
১৬। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উঃ ফ্রডারিক ডব্লিউ টেলর (FW. Taylor)।
১৭। চলতি নথি কি?
উঃ চলতি নথি বলতে বুঝায় যে নথির উপর ব্যবস্থা গ্রহণ সম্পূর্ণ হয়নি।
১৮। মাঠ প্রশাসনের প্রধান কাজ কী?
উঃ আইন-শৃঙ্খলা রক্ষা করা।
১৯। POSDCORD শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ লুথার গুলিক প্রথম ব্যবহার করেন।
২০। নেতৃত্বের ধরনগুলো কী কী?
উঃ ১. একনায়কতান্ত্রিক নেতৃত্ব, ২. গণতান্ত্রিক নেতৃত্ব, ৩. তত্ত্বাবধানকারী নেতৃত্ব, ৪. ব্যক্তিস্বাধীনতার নেতৃত্ব, ৫. অনির্দেশিত নেতৃত্ব, ৬. পরিবেশগত নেতৃত্ব, ৭. রাজনৈতিক নেতৃত্ব ও ৮. আমলাতান্ত্রিক নেতৃত্ব।
২১। প্রশাসনিক সংস্কার কী?
উঃ প্রশাসনিক সংস্কার হচ্ছে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে নতুন প্রশাসন ব্যবস্থার সৃষ্টি।
২২। সংসদীয় নিয়ন্ত্রণ কী?
উঃ জাতীয় সংসদ কর্তৃক লোক প্রশাসনের যাবতীয় কার্যাবলির নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, সুপারিশ বাস্তবায়নের পথনির্দেশ প্রদান করার ব্যবস্থাই হলো সংসদীয় নিয়ন্ত্রণ।
২৩। মাঠ প্রশাসনের অন্তর্ভূক্ত কী কী?
উঃ মাঠ প্রশাসনের অন্তর্ভূক্ত হলো- (i) বিভাগীয় প্রশাসন, (i) জেলা প্রশাসন, (ii) উপজেলা প্রশাসন ও (iv) ইউনিয়ন পরিষদ।
২৪। আমলাতন্ত্রের রাজনীতিকরণ কাকে বলে?
উঃ আমলাতন্ত্রের রাজনীতিকরণের অর্থ হচ্ছে আমলারা রাজনীতি নিরপেক্ষ না থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের জন্য রাজনীতিপ্রবণ হয়ে পড়ে।
২৫। আমলাতন্ত্রের জনক কে?
উঃ জার্মান দার্শনিক Max Weber (ম্যাক্স ওয়েবার)।
২৬। ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কত?
উঃ নির্বাচিত সদস্য ১৩ জন।
২৭। লোক প্রশাসনের ইতিহাসের স্তর কয়টি?
উঃ পাঁচটি।
২৮। বি পি এস সি (BPSC) কী?
উঃ বি পি এস সি (BPSC) হলো গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের সংবিধানের প্রতিবিধানের আলোকে গঠিত কেন্দ্রীয় কর্মী নিয়োগকারী সংস্থা।
২৯। প্রশাসনিক সংস্কার কি?
উঃ প্রশাসনিক সংস্কার হচ্ছে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠনের মাধ্যমে নতুন প্রশাসন ব্যবস্থার সৃষ্টি।
৩০। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উঃ সমস্যা শনাক্তকরণ।
৩১। BPATC-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সাভারে অবস্থিত।
৩২। All India Civil Service এর জন্ম হয় কখন?
উঃ ১৮৫৮ সালে।
৩৩। মাঠ প্রশাসনের প্রধান কাজ কি?
উঃ আইন-শৃঙ্খলা রক্ষা করা।
৩৪। প্রশাসনিক স্বচ্ছতা কী?
উঃ সরকার ও জনগণেরর মধ্যে পারস্পারিক সমঝোতাই হলো প্রশাসনিক স্বচ্ছতা।
৩৫। ‘Bureaucracy’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে।
উঃ ফরাসি শব্দ ‘Bureau’ এবং গ্রিক শব্দ ‘kratein বা ‘Kratia’ থেকে।
৩৬। ন্যায়পাল কী?
উঃ ন্যায়পাল হলো প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের একটি উত্তম পদ্ধতি।
৩৭। প্রশাসনকে কয়ভাগে ভাগ করা হয়?
উঃ প্রশাসনকে দুই ভাগে ভাগ করা যায়।
৩৮। সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম কী?
উঃ জনপ্রশাসন মন্ত্রণালয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। উন্নয়ন প্রশাসন কী? ১০০%
২। লাল ফিতার দৌরাত্ম্য কী? ১০০%
৩। প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বুঝ? ১০০%
৪। প্রশাসনিক ট্রাইব্যুনাল কী? ১০০%
৫। প্রশাসনিক সংস্কার বলতে কি বুঝ? ১০০%
৬। সমন্বয় সাধন বলতে কী বুঝ? ১০০%
৭। নেতৃত্ব ও সম্মোহনী নেতৃত্ব কাকে বলে? ১০০%
৮। ‘POSDCORB’ -এর ব্যাখ্যা দাও। ১০০%
৯। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন লেখ। ১০০%
১০। স্থানীয় সরকার ব্যবস্থা বলতে কি বুঝ? ১০০%
১১। আধুনিক তত্ত্বের ধারণাসমূহ সংক্ষেপে লেখ। ৯৯%
১২। পদসোপান নীতি বলতে কি বুঝ? ৯৯%
১৩। আমলাতন্ত্র কি? নিয়ন্ত্রণের উপায় লিখ। ৯৮%
১৪। উপজেলা পরিষদের গঠন কাঠামো আলোচনা কর। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। লোক প্রশাসন কী? লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
অথবা, বাংলাদেশের লোক প্রশাসনের পাঠের আবশ্যকতা ব্যাখ্যা কর।
২। সরকারি কর্ম কমিশন কী? বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৩। “অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ” —উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৪। পদসোপান নীতি কী? পদসোপান নীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ১০০%
৫। স্থানীয় সরকার বলতে কী বুঝ? বাংলাদেশের উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৬। জেলা পরিষদের গঠন লেখ । বাংলাদেশের জেলা পরিষদ কি প্রকৃত অর্থে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? ১০০%
৭। সিদ্ধান্ত গ্রহণ কি? সিদ্ধান্ত গ্রহণে কি কি প্রতিবন্ধকতার স্বীকার হতে হয়? ব্যাখ্যা কর। ১০০%
৮। সংগঠনে সনাতন মতবাদ ও আধুনিক মতবাদের মধ্যে যেসব পার্থক্য রয়েছে তা বর্ণনা কর। ১০০%
৯। প্রশিক্ষণের সংজ্ঞা দাও। বাংলাদেশের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর। ১০০%
১০। নিচের যে কোনো দুটি বিষয়ে টীকা লিখ : ১০০%
বেসরকারি প্রশাসন; সম্মোহনী নেতৃত্ব, সচিবালয়, উন্নয়ন প্রশাসন, নিয়ন্ত্রণ পরিধি, মাঠ প্রশাসন।
১১। সংগঠন বলতে কি বুঝ? প্রশাসনিক সংগঠনের নীতিসমূহ আলোচনা কর। ৯৯%
১২। ম্যাক্স ওয়েবারের মতে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
অথবা, আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। প্রশাসনিক সংস্কার বলতে কি বুঝায়? বাংলাদেশের উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কারসমূহের বিবরণ দাও। ৯৮%