প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় মুসলিম শিল্পকলা ও স্থাপত্যের ক্রমোন্নতি: ৪১১৬০৭ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কুফা মসজিদের নির্মাতা কে?
উঃ সাদ ইবনে আবি ওয়াক্কাস।
২। মিহরাহ কি?
উঃ মিহরাব হলো মসজিদের কিবলার দিকের বর্ধিতাংশ।
৩। কোন মসজিদকে আদর্শ মসজিদ বলা হয়?
উঃ দামেস্ক মসজিদকে আদর্শ মসজিদ বলা হয়।
৪। কোন মুসলিম চিত্রকরকে ‘প্রাচ্যের র্যাফেল’ বলা হয়?
উঃ কামাল উদ্দীন বিহাযদকে।
৫। কর্ডোভা মসজিদের প্রতিষ্ঠাতা কে?
উঃ আব্দুর রহমান আদ দাখিল।
৬। মুঘল চিত্রকলার একজন বিখ্যাত চিত্রকরের নাম লিখ।
উঃ খাজা আব্দুস সামাদ।
৭। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়?
উঃ ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় জেনারেল কানিংহামকে।
৮। ‘বুস্তা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ বুস্তা কাব্য গ্রন্থটির রচয়িতা হলেন শেখ সাদী।
৯। মীর সৈয়দ আলী কোন চিত্রশালার একজন বিখ্যাত চিত্রকর ছিলেন?
উঃ মীর সৈয়দ আলী সাফাভী চিত্রশালার একজনে বিখ্যাত চিত্র কর ছিলেন।
১০। রশীদ উদ্দিন কে ছিলেন?
উঃ ইলখানী সুলতান গাজান খান মাহামুদের প্রধানমন্ত্রী ছিলেন।
১১। ‘মাকামাত-ই-হারিরি’র চিত্রকরের নাম লিখ।
উঃ ইয়াহিয়া বিন মাহমুদ আল ওয়াসিত।
১২। ‘মুসাব্বির’ অর্থ কি?
উঃ মুসাব্বির শব্দের অর্থ গঠনকারী, রূপদাতা, আকারদানকারী, চিত্রকর প্রভৃতি।
১৩। টেমপেরা কি?
উঃ দেওয়াল শুকানো অবস্থায় তার উপর ছবি আঁকলে এবং রং করলে তাকে টেমপেরা বলে।
১৪। ত্রি-মাত্রিক পদ্ধতি কি?
উঃ তিন কোণাকৃতির অঙ্কিত চিত্র।
১৫। টেরাকোটা কী?
উঃ কাদামাটির ফলকে নকশার ছাপ দিয়ে পোড়াবার পর পোড়ামাটির ফলক তৈরি করা হয় এবং ইটের ইমারতে তা দিয়ে আচ্ছাদন করা হলে তাকে টেরাকোটা বলে।
১৬। ইলখানি চিত্রকলার প্রধান কেন্দ্র কোথায় ছিল?
উঃ ইলখানী চিত্রকলার প্রধান কেন্দ্র তাব্রিজে অবস্থিত ছিল।
১৭। মুঘল চিত্রকলার ইতিহাসে কার যুগকে স্বর্ণযুগ বলা হয়?
উঃ সম্রাট জাহাঙ্গীরের।
১৮। কুফি রীতি কি?
উঃ হরফের প্রসিদ্ধ নগরী কুফা থেকে যে রীতির আবিষ্কার হয় তাই কুফি রীতি।
১৯। মুসলিম চিত্রকলার উৎস কয়টি?
উঃ মুসলিম চিত্রকলার মূল উৎস ছয়টি। যথা- (ক) বাইজ্যান্টাইন; (খ) ম্যানিকিয়ান; (গ) সামানীয়; (ঘ) চীন; (ঙ) কপটিক ও (চ) রাজপুত।
২০। ‘নাদির-উল-আসর’ কার উপাধি ছিল?
উঃ মনসুরের উপাধি।
২১। ইলখানি আমলে সর্বশ্রেষ্ট চিত্রিত পাণ্ডুলিপির নাম কী?
উঃ ইলখানী আমলের সর্বশ্রেষ্ঠ চিত্রিত পাণ্ডুলিপির নাম হলো : জমি-আত-তাওয়ারিখ।
২২। কোন মুসলিম চিত্রকরকে ‘যুগের বিস্ময়’ বলে অভিহিত করা হয়েছে?
উঃ কামালউদ্দিন বিহ্যাদকে।
২৩। ইলখানী যুগের একজন বিখ্যাত চিত্রকরের নাম লিখ।
উঃ রশিদউদ্দিন।
২৪। ‘মেটারিয়া মেডিকা’ কোন বিষয়ের গ্রন্থ?
উঃ ‘মেটিরিয়া মেডিকা’ গ্রন্থটি চিকিৎসাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ।
২৫। সাফাভী যুগের একজন বিখ্যাত চিত্রকরের নাম লিখ।
উঃ শেখ জাদা।
২৬। ‘কালিলা-ওয়া-দিমনা’ গ্রন্থের রচয়িতা কে? কালিলা ওয়া দিমনা’ কে লিখেছেন?
উঃ ‘কালিলা-ওয়া-দিমনা’ পাণ্ডুলিপিটি লিখেছেন ভারতের কবি বিদপাই।
২৭। ‘মাকামাত-ই-হারিরির’ চিত্রকরের নাম লিখ।
উঃ ইয়াহিয়া বিন মাহমুদ আল ওয়াসিতি।
২৮। লিখন শিল্প কী?
উঃ হস্তাক্ষরের এক বিশেষ শৈল্পিক রূপ হলো লিখন শিল্প।
২৯। রশীদ উদ্দীন কে ছিলেন?
উঃ ইলখানী সুলতান গাজান খান মাহামুদের প্রধানমন্ত্রী ছিলেন।
৩০। সাফাভি যুগের একজন বিখ্যাত চিত্রকরের নাম লিখ
উঃ সুলতান মুহাম্মদ।
৩১। খামসা গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘খামসা’ গ্রন্থটি রচনা করেন নিযামী।
৩২। তৈমুরীয় চিত্রকলার দুটি স্কুলের নাম লিখ।
উঃ তৈমুরীয় চিত্রকলায় দুটি স্কুলের নাম হলো- (ক) হিরাত ও (খ) সিরাজ।
৩৩। ‘মুনজীর দিওয়ান’-এ কোন চিত্ররীতির প্রভাব দেখা যায়?
৩৪। ‘আসার-আল-বাকীয়া’ কে রচনা করেন?
উঃ আসর-আল-বাকীয়া রচনা করেন আল বেরুনী।
৩৫। সুলতান মুহাম্মদ কে ছিলেন?।
উঃ পারস্যের সাফাভী চিত্রশালার একজন অন্যতম প্রতিভাবান শিল্পী হলেন সুলতান মুহাম্মদ।
৩৬। হ্যালো কি?
উঃ মানুষ কিংবা পশু পাখির মাথার প্রতিকৃতির পিছনে অলংকারিক পদ্ধতিতে গোলাকার বলের মতো যে আভা ব্যবহার করা হয় তাকে হ্যালো বলে।
৩৭। জালাইরী স্কুলের প্রথম শাখা কোনটি?
উঃ তাব্রিজ।
৩৮। মেটারিয়া মেডিকা কোন বিষয়ের গ্রন্থ?
উঃ চিকিৎসা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ।
৩৯। ‘মেটিরিয়া মেডিকা’ গ্রন্থটি কে রচনা করেন?
উঃ মেটিরিয়া মেডিকা’র লেখক গ্রিক চিকিৎসাবিদ ডায়স্করাইটস।
৪০। মেসোপটেমীয় চিত্রকলা কি?
উঃ ত্রয়োদশ শতাব্দীতে আব্বাসীয় খলিফাদের সময়ে বাগদাদকে কেন্দ্র করে যে চিত্রকলা বিকাশ লাভ করে তাকে মেসোপটেমিয় চিত্রকলা বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। লিপিকলা ও প্রত্নতত্ত্ব কি? ১০০%
২। কুব্বাতুস সাখরা নির্মাণের উদ্দেশ্য লিখ। ১০০%
৩। আব্বাসীয় স্থাপত্যের চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
৪। খিলান কি? বিভিন্ন প্রকার খিলানের পরিচয় দাও। ১০০%
৫। মুসলিম চিত্রকলার বিষয়বস্তু সংক্ষেপে লিখ। ১০০%
৬। কর্ডোভা মসজিদের বৈশিষ্ট্য সংক্ষেপে তুলে ধর। ১০০%
৭। ইবনে তুলুনের মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর। ১০০%
৮৷ রেজা-ই-আব্বাসীর পরিচয় দাও। ১০০%
৯। ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে যা জান লেখ। ১০০%
১০। মসজিদ স্থাপত্যে মিম্বর ও জিয়াদার গুরুত্ব লিখ। ১০০%
১১। তৈমুরীয় চিত্রকলার হিরাত ও সিরাজ স্কুলের মধ্যে তুলনা কর। ৯৯%
১২। ইবনে তুলুনের মসজিদের মেসোপটেমীয় উপাদান উল্লেখ কর। ৯৯%
অথবা, মেসোপটেমীয় চিত্রকলার বৈশিষ্ট্য তুলে ধর।
১৩। মুসলিম চিত্রকলায় বাইজান্টাইন প্রভাব ব্যাখ্যা কর। ৯৯%
১৪। কুফী কী? কুফী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর। ৯৯%
১৫। দামেস্ক মসজিদ কি পূর্ণাঙ্গ?- সংক্ষেপে উল্লেখ কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মদিনা মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
২। দামেস্কের জামি মসজিদের বিবরণ দাও। একে পূর্ণাঙ্গ মসজিদ বলা হয় কেন? ১০০%
৩। মানারা আল-মালবিয়ার বিশেষ উল্লেখপূর্বক সামাররা জামি মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৪। বাগেরহাট ষাটগম্বুজ মসজিদের স্থাপত্যিক ও অলঙ্কারিক বৈশিষ্ট্য লিখ। ১০০%
৫। ধর্মতত্ত্ববিদগণের বিরোধিতা সত্ত্বেও কিভাবে ইসলামে চিত্রকলার বিকাশ সাধিত হ’য় তা আলোচনা কর। ১০০%
৬। কামাল উদ্দিন বিহজাদকে চিত্রশিল্পী হিসেবে মূল্যায়ন কর। ১০০%
৭। রইলখানি চিত্রকলার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর। ১০০%
৮। মুসলিম চিত্রকলার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস আলোচনা কর। ১০০%
৯। মুঘল চিত্রকলার উৎসসমূহ এবং এর পতন সম্পর্কে বিস্তারিত আলোকপাত কর। ১০০%
১০। লিপিকলা কি? আরবি লিপিকলার প্রধান পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
১১। কায়রোয়ান মসজিদের স্থাপত্য ইতিহাস সম্পর্ক আলোচনা কর। ৯৯%
১২। উমাইয়া আমলের স্থাপত্যের সাধারণ বৈশিষ্ট্যসমূহের বর্ণনা দাও। ৯৯%
১৩। বাইতুল্লাহ এর স্থাপত্যের পটভূমি আলোচনা কর। ৯৯%
১৪। কুব্বাত আস্ সাখারা কি? এর স্থাপত্য বৈশিষ্ট্য আলোচনা কর এবং এর স্থাপতিক উৎসসমূহ লেখ। ৯৯%
১৫। ফ্রেসকো চিত্রকলা বলতে কী বোঝ? কুসারের আমরার ফ্রেসকো চিত্রাবলি আলোচনা কর। ৯৯%