প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিষয় আন্তর্জাতিক রাজনীতির পরিচিতি: ৪১১৯০৫ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-IMF, NATO, SAARC, SALT, ASEAN, OIC, SAFTA, UNCTAD, NAM, TBRD, CIA, UNESCO, PNAC, NIEO, CIA, GATT,WTO, NIIO, NWO, WIS.
২। Buffer state কী?
উঃ বিবদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র, স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে Buffer State বলে ।
৩। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কী?
উঃ সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয় ।
৪। জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৫। হট লাইন কী?
উঃ হটলাইন বলতে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে
সরাসরি টেলিফোন সংযোগকে বুঝায় ।
৬। জাতিসংঘের পঞ্চশক্তি কারা?
উঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া।
৭। সার্কের সদর দফতর কোথায়?
উঃ নেপালের রাজধানী কাঠমুন্ডুতে।
৮। কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
উঃ ১৭৮৯ সালে।
৯। ASEAN-এর সদর দফতর কোথায়?
উঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।
১০। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের প্রাচীন পদ্ধতি কোনটি?
উঃ ঐতিহাসিক পদ্ধতি (The Historical Approach)।
১১। ‘হট লাইন’ কি?
উঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা।
১২। কত সালে দুই জার্মানী একত্রীকরণ করা হয়?
উঃ ৩ অক্টোবর ১৯৯০ সালে।
১৩। নব্য-উপনিবেশবাদ কী?
উঃ অর্থনৈতিক, কৃষ্টিগত ও সামরিক প্রভাব বিস্তারের মাধ্যমে অধিকতর শক্তিশালী রাষ্ট্র কর্তৃক সাবেক উপনিবেশিক এলাকার ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব অব্যবহতভাবে চর্চা করার নীতিকে নব্য উপনিবেশবাদ বলা হয়।
১৪। কত সালে রুশ বিপ্লব সংঘটিত হয়?
উঃ রুশ বিপ্লব ১৯১৭ সালে অনুষ্ঠিত হয়।
১৫। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের যেকোনো দুইটি পদ্ধতির নাম লিখ।
উঃ আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের যেকোনো দুইটি পদ্ধতির নাম হলো- ১. ঐতিহাসিক পদ্ধতি ও ২. ব্যবস্থাপক পদ্ধতি।
১৬। কত সালে ‘রিও ঘোষণা’ ঘোষিত হয়েছিল?
উঃ ১৯৯২ সালে।
১৭। মন্ট্রিল প্রটোকল কী?
উঃ যেসকল পদার্থ ওজোন স্তরের ক্ষয় সাধন করে, সেসবের উৎপাদন ধীরে ধীরে কমিয়ে একেবারে শূন্য নিয়ে আসার জন্য ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গঠিত হয়।
১৮। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪৫ সালে।
১৯। দ্বিমেরু বিশ্বব্যবস্থায় কোন কোন রাষ্ট্রকে বিশ্বের নিয়ন্ত্রক মনে করা হতো?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
২০। কূটনীতিবিদদের তিনটি কার্যাবলি কি কি?
উঃ তিন ভাগে। যথা : ১. প্রতিনিধিত্ব করা, ২. জাতীয় স্বার্থ সংরক্ষণ করা ও ৩. তথ্য আদান-প্রদান করা।
২১। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির উল্লেখ কর।
উঃ ২৫ নং ধারায়।
২২। ভেটো কি?
উঃ কোনো প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদের স্থায়ী কোনো সদস্যের নেতিবাচক ভোটকে ভেটো বলে।
২৩। Inttroduction to the International Politics-গ্রন্থটির লেখক কে?
উঃ ডব্লিউ, ডি, পলিন।
২৪। বাস্তববাদী পদ্ধতির প্রথম প্রবক্তা কে?
উঃ নিকোলো ম্যাকিয়াভেলী।
২৫। ‘Politics Among Nations’ গ্রন্থটির লেখক কে?
উঃ হ্যান্স জে. মরগ্যানথাউ।
২৬। মেরুকরণ কী?
উঃ এক বা একাধিক রাষ্ট্র শক্তির কারণে রাজনীতির স্বার্থে এক বা একাধিক মেরুতে অবস্থান গ্রহণের প্রক্রিয়াকে মেরুকরণ বলে।
২৭। আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের অংশবিশেষ- কে বলেছেন?
উঃ উক্তিটি কে. জে হলিস্টি (K.J. Holisti).
২৮। আন্তর্জাতিক রাজনীতির মূলভিত্তি কি?
উঃ আন্তর্জাতিক রাজনীতির মূল উদ্দেশ্য পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি।
২৯। “পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর” —উক্তিটি কার?
উঃ “পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর” —উক্তিটি ভি.আই লেনিনের।
৩০। সার্কের বর্তমান মহাসচিবের নাম কি?
উঃ আমজাদ হোসেন সিয়াল (পাকিস্তান)।
৩১। পেরেন্ত্রেইকা ও গ্লাসনস্ত নীতির প্রবক্তা কে?
উঃ মিখাইল গর্বাচেভ।
৩২। ‘Colony’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উঃ ‘Colony’ শব্দটি রোমান শব্দ ‘Colonia’ থেকে উৎপত্তি হয়েছে।
৩৩। নিরস্ত্রীকরণ কী?
উঃ নিরস্ত্রীকরণ বলতে কোন রাষ্ট্রের সেনাবাহিনীর সংখ্যা ও অস্ত্রশস্ত্রের ব্যবহার হ্রাস, সীমাবদ্ধ, নিয়ন্ত্রণ বা বিলুপ্ত করাকে বুঝায়।
৩৪। “আসিয়ান’-এর পূর্ণরূপ কি?
উঃ “আসিয়ান’-এর পূর্ণরূপ হলো- Association of South East Asian Nations.
৩৫। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলী।
৩৬। IBRD এর সদর দপ্তর কোথায়?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি. সি।
৩৭। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত?
উঃ ১০টি।
৩৮। OIC এর সদরদপ্তর কোথায়?
উঃ সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
৩৯। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উঃ অ্যান্তেনিও তেরেস (পতুর্গাল)।
৪০। আন্তর্জাতিক আইন নামটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ আন্তর্জাতিক আইন নামটি প্রথম ব্যবহার করেন জেরেমী বেস্থায় (Jeremy Bentham)।
৪১। জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উঃ নিউইয়র্কে।
৪২। নয়া উপনিবেশবাদ কি?
উঃ অর্থনৈতিক, কৃষ্টিগত ও সামরিক প্রভাব বিস্তারের মাধ্যমে অধিকতর শক্তিশালী রাষ্ট্র কর্তৃক সাবেক উপনিবেশিক এলাকার ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব অব্যবহতভাবে চর্চা করার নীতিকে নয়া উপনিবেশবাদ বলে।
৪৩। VETO ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রের সংখ্যা কয়টি?
উঃ পাঁচটি।
৪৪। “Goo-politics শব্দটির উৎপত্তিগত অর্থ কিছু
উঃ ‘Goo-politics” শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড ও ভৌগোলিক বিন্যাসের সম্পর্ক বিশ্লেষণ।
৪৫। চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য”-উক্তিটি কার?
উঃ Hans J. Margenthau-এর উক্তি।
৪৬। আন্তর্জাতিক আইনের প্রবর্তক কে?
উঃ হুগো গ্রটিয়াস (Hugo Grotious)।
৪৭। যৌথ নিরাপত্তা কী?
উঃ দুই বা ততোধিক রাষ্ট্র যখন নিজেদের মধ্যে নিরাপত্তার জন্য চুক্তি স্বাক্ষর করে তখন তাকে যৌথ নিরাপত্তা বলে।
৪৮। বিশ্বায়ন প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ রোনাল্ড রবার্টসন।
৪৯। ‘Power Politics’ গ্রন্থের লেখক কে?
অথবা, ‘Power Politics’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ Arundhati Roy.
৫০। Bi-Polar অর্থ কী?
উঃ Bi-Polar অর্থ দ্বি-মেরুকরণ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বিশ্বায়ন ও স্নায়যুদ্ধ কী? ১০০%
২। শক্তিসাম্য বলতে কী বুঝ? ১০০%
৩। আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা দাও। ১০০%
৪। একমেরু ব্যবস্থা ও বহুমেরু কেন্দ্রিকতা বলতে কী বুঝ? ১০০%
৫। অর্থনৈতিক কূটনীতি কি? এর গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৬। পররাষ্ট্রনীতি কি? পররাষ্ট্রনীতির উদ্দেশ্যসমূহ লিখ। ১০০%
৭। জাতীয়তাবাদ কী? এর উপাদানগুলো লিখ। ১০০%
৮। আন্তর্জাতিক বিরোধ বলতে কি বুঝ? ১০০%
৯। বাফার স্টেট কী? ১০০%
১০। নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে লিখ। ১০০%
১১। কূটনৈতিক বিমুক্তি কী? ৯৯%
১২। সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৯৯%
১৩। উপনিবেশবাদ ও নব্য উপনিবেশবাদ বলতে কি বুঝ? ৯৯%
১৪। বিশ্বব্যাংক কী? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। আন্তর্জাতিক রাজনীতি কি? আন্তর্জাতিক রাজনীতি পাঠের গুরুত্ব আলোচনা কর। ১০০%
২। জাতীয় শক্তি কি? জাতীয় শক্তির উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৩। শক্তির ভারসাম্য কি? শক্তির ভারসাম্য রক্ষার উপায়সমূহ আলোচনা কর। ১০০%
৪। আন্তর্জাতিক বিরোধসমূহের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘের ভূমিকা আলোচনা কর। ১০০%
৫। তৃতীয় বিশ্বে নব্য উপনিবেশিক শোষণের বিভিন্ন কৌশল ব্যাখ্যা কর। ১০০%
৬। পররাষ্ট্রনীতি কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারকসমূহ আলোচনা কর। ১০০%
৭। আন্তর্জাতিক রাজনীতি কী? আন্তর্জাতিক রাজনীতি কীভাবে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করে বিশ্লেষণ কর। ১০০%
৮। পররাষ্ট্রনীতি বলতে কি বুঝ? কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যকার সম্পর্ক আলোচনা কর। ১০০%
৯। বিশ্বশান্তি কি? বিশ্ব শান্তি সংরক্ষণে জাতিসংঘের ভূমিকা আলোচনা কর। ১০০%
১০। বাংলাদেশের মত ক্ষুদ্র রাষ্ট্র কীভাবে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে? আলোচনা কর। ১০০%
১১। বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রাধান্যের কারণসমূহ বর্ণনা কর। ৯৯%
১২। পররাষ্ট্রনীতি কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। আন্তর্জাতিক রাজনীতি কি? আন্তর্জাতিক রাজনীতি অধ্যায়নের পদ্ধতিসমুহ আলোচনা কর। ৯৯%
১৪। জাতিসংঘকে কিভাবে আরো অধিক কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা যায়? আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079 or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*