Preliminary To Masters Suggestions

প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ দর্শন বিষয় মনোবিজ্ঞানের ভূমিকা: ৪১১৭০৫ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উঃ উইলহেলম উন্ড।
২। ‘Psychology’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর : শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো-আত্ম বা মন সম্পৰ্কীয় বিজ্ঞান।
৩। আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর : আধুনিক মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড।
৪। ভ্রান্ত প্রত্যক্ষণ কী?
উত্তর : কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ
করার নামই হচ্ছে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ।
৫। বুদ্ধ্যঙ্ক কী?
উঃ বুদ্ধ্যঙ্ক হচ্ছে বুদ্ধি পরিমাপের একটি সূত্র।
৬। মনোবিজ্ঞানের যেকোনো দুটি পদ্ধতির নাম লিখ।
উত্তর : মনোবিজ্ঞানের তিনটি পদ্ধতি হলো- ১. পরীক্ষণ পদ্ধতি, ২. পর্যবেক্ষণ পদ্ধতি ও ৩. অন্তদর্শন পদ্ধতি।
৭। প্যাভলভ কে ছিলেন?
উঃ বিখ্যাত রাশিয়ান শারীরতত্ত্ব এর চিরায়ত সাপেক্ষণ তত্ত্ব প্রণেতা।
৮। মনোবিজ্ঞানের যে কোনো ৬টি পদ্ধতি নাম লিখ।
উঃ ১. পরীক্ষণ পদ্ধতি; ২. পর্যবেক্ষণ পদ্ধতি; ৩. অন্তদর্শন পদ্ধতি;
৪. চিকিৎসামূলক পদ্ধতি; ৫. পরিসংখ্যান পদ্ধতি ও
৬. জরিপ পদ্ধতি।
৯। স্মৃতি বলতে কী বুঝায়?
উঃ স্মৃতি হল পূর্বঅভিজ্ঞতা বা শিক্ষণের সংরক্ষণ ও পুনরুৎপাদন।
১০। স্নায়ুতন্ত্র কী?
উঃ নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে
দেহ বাহ্যিক
ও অভ্যন্তরীণ উদ্দীপকে সাড়া
দিতে সক্ষম হয় এবং যার দ্বারা বিভিন্ন দৈহিক ও শরীরবৃত্তীয় কার্য একযোগে পরিচালিত
হয় তাকে স্নায়ুতন্ত্র বলে।
১১। ইংরেজি ‘Psyche’ শব্দের অর্থ কী?
উঃ Psyche শব্দের অর্থ আত্মা বা মন।
১২। ওয়াটসন কোন ধরনের মনোবিজ্ঞানী?
উঃ আধুনিক মনোবিজ্ঞানী।
১৩। মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও।
উঃ মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞানসম্মত পর্যালোচনা।
১৪। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ কি কি?
উঃ মস্তিষ্ক ও মেরুরজ্জু।
১৫। বুদ্ধ্যঙ্ক নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : বুদ্ধ্যঙ্ক = মানসিক বয়স/প্রকৃত বয়স x ১০০।
১৬। বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি লিখ।
উঃ বুদ্ধ্যাঙ্ক = মানসিক
১৭। স্মৃতির উপাদান কয়টি?
বয়স/প্রকৃত বয়স।
উঃ ১. শিক্ষণ, ২. সংরক্ষণ, ৩. পুনরুদ্রেক, ৪. প্রত্যাভিজ্ঞা, ৫. স্থান কাল নির্দেশ এবং
৬. ব্যক্তিত্বের অভিন্নতা।
১৮। স্নায়ুতন্ত্রের মৌলিক একক কি?
উঃ স্নায়ুকোষ।
১৯। বিস্মৃক্তিরা নির্ধারিত লিখা উপহীত সংস্থার জন্য উৎসাহিত ও পণ্যচিক কর
উঃ (ক) পুনরুধ্যায়ন ও পুনরাবৃত্তির অভাব, (খ) অনুষঙ্গের অভাব, (গ) মনোযোগের অভাব, (ঘ) অসুস্থতা
ইত্যাদি।
২০। শিক্ষা মনোবিজ্ঞান কি?
উঃ যে মনোবিজ্ঞান ছাত্রছাত্রীদের শিক্ষণ ও শিক্ষকের শিক্ষাদান ক্ষেত্রকে কাজে
লাগিয়ে শিক্ষণকে ফলপ্রসূ করার চেষ্টা করে তাকে শিক্ষা মনোবিজ্ঞান বলে।
২১। পরীক্ষণ কী?
উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও।
২২। প্রত্যক্ষণ কি?
উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও।
২৩। পাঁচটি ইন্দ্রিয়ের নাম লিখ।
উঃ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক।
২৪। সামান্যকরণ কি?
উঃ কতিপয় বিশেষের ভিত্তিতে সমগ্র শ্রেণি সম্পর্কে সাধারণ ধারণা প্রতিষ্ঠার
প্রক্রিয়াকে সামান্যকরণ বলে।
২৫। সমাজ মনোবিজ্ঞান কি?
উঃ যে মনোবিজ্ঞান ব্যক্তির সামাজিক সম্পর্কযুক্ত বিষয়সমূহ যেমন
সামাজিকীকরণ মনোভাব, দল, নেতৃত্ব, গুজব, প্রচারণা,
সম্পর্কে এবং সমাজের বিভিন্ন নিয়মনীতি
আলোচনা করে তাকে সমাজ মনোবিজ্ঞান বলে।
জনমত ইত্যাদি
ও আচার আচরণের বিভিন্ন দিক সম্পর্কে
২৬। অলীক বীক্ষণ ও ভ্রান্ত প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য কি?
উঃ অলীক বীক্ষণ হলো অস্বাভাবিক পরিস্থিতিতে অবাস্তব প্রত্যক্ষণ, আর
ভ্রান্ত প্রত্যক্ষণ হলো কোনো বিশেষ বস্তু বা ঘটনার বিকৃত রূপ।
২৭। বিস্মৃতি কোন ধরনের মানসিক ক্রিয়া?
উঃ বিস্মৃতি চিন্তন নামক মানসিক ক্রিয়া।
২৮। হতাশা কি?
উঃ কোনো চাহিদার অতৃপ্তি হল বঞ্চনা আর চাহিদার তৃপ্তির জন্য লক্ষ্যবস্তু অর্জনের
প্রচেষ্টার আচরনে যে বাধা তাই হল হতাশা।
২৯। মনোবিজ্ঞানের যেকোনো চারটি শাখার নাম লিখ।
উঃ১. সাধারণ মনোবিজ্ঞান, ২. শিক্ষা মনোবিজ্ঞান,
৩. শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান ও ৪. পরীক্ষণ মনোবিজ্ঞান।
৩০। মানসিক প্রক্রিয়া কাকে বলে?
উঃ বহিঃজগতের বিভিন্ন বস্তু ইন্দ্রিয়ের মাধ্যমে মনের উপর যে ক্রিয়া করে তাকে
মানসিক প্রক্রিয়া বলে।
৩১। ‘Principles of Psychology’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘Principles of Psychology’ গ্রন্থের লেখক উইলিয়াম জেমস।
২। চিকিৎসামূলক পদ্ধতি কাকে বলে?
উঃ বিভিন্ন প্রকার মানসিক
যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে চিকিৎসামূলক পদ্ধতি বলে।
৩৩। মানবদেহের যে কোনো চারটি তন্ত্রের নাম লিখ।
উঃ ১. স্নায়ুতন্ত্র, ২. অস্তিতন্ত্র, ৩. পেশীতন্ত্র ও ৪. সঞ্চারন তন্ত্র।
৩৪। পিটুইটারি গ্রন্থি কী?
উঃ মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের তলদেশে, স্কিনয়েড অস্তিত্বে অবস্থিত সেলাটারসিকা
নামক ছোট একটি অস্থি প্রকোষ্ঠে যে গ্রন্থি থাকে তাকে পিটুইটারি গ্রন্থি বলে।
৩৫। সাইটোপাজম কি?
উঃ সাইটোপাজম হচ্ছে অন্তময় ও দামাদার।
ব্যাধির প্রকৃতি ও কারণ নির্ণয় ও তার প্রতিকার করার জন্য
৩৬। মাতৃত্ব কাকে বলে?
উঃ সন্তানের লালন পালন তার প্রতি আদর স্নেহ ভালবাসা এবং তাকে সকল
বিপদ আপদ থেকে রক্ষার তাগিদকে সাধারণত মাতৃত্ব বলা হয়।
৩৭। নিরীক্ষণ কি?
উঃ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ কিছু দেশ বা প্রত্যক্ষণ করাকে নিরীক্ষণ বলে।
৩৮। শিক্ষণের তিনটি উপাদানের নাম উল্লেখ কর।
উঃ শিক্ষণের সাধারণ ৬টি শর্ত রয়েছে। যথা- (ক) সংযোগ বা অনুষঙ্গ,
(খ) বলবৃদ্ধি, (গ) নৈকট্য, (খ) প্রেষণা,
(ঙ) পুনরাবৃত্তি এবং (চ) পর্যবেক্ষণ।
৩৯। পাঁচটি ইন্দ্রিয়ের নাম লিখ।
উঃ পাঁচটি। যথা- ১. চক্ষু, ২. কর্ণ, ৩. নাসিকা ও ৪. জিহ্বা ও ত্বক।
৪০। স্বপ্ন কি?
উঃ স্বপ্ন হলো গভীর অবচেতনের পূর্বাবস্থা ও সচেতনতার পরবর্তী অবস্থায় যে ছবি,
ধারণা, আবেগ ও অনুভূতির সৃষ্টি হয় তাকে স্বপ্ন বলে।
৪১। আবেগ কী?
উত্তর : কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়াস্বরূপ ব্যক্তির মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয় এবং যা তার অভিজ্ঞতা, আচরণ ও দৈহিক পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায় তাকে আবেগ বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। অন্তর্দর্শন পদ্ধতি কী? ১০০%
২। মনাবিজ্ঞানের সংজ্ঞা দাও। ১০০%
৩। প্রেষণা চক্র ব্যাখ্যা কর। ১০০%
৪। স্মতি ও কল্পনার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৫। শিক্ষণ কি? শিক্ষণের শ্রেণিবিভাগ উল্লেখ কর। ১০০%
অথবা, শিক্ষণের শর্ত বা উপাদানসমূহ কি?
৬। মনােযোেগের শর্তগুলো আলােচনা কর। ১০০%
৭। পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো আলোেচনা কর। ১০০%
৮। মানুষ কেন ভুলে যায়? ১০০%
৯। চিরায়ত সাপেক্ষীকরণ বলতে কি বুঝ? ১০০%
১০। অলীক প্রত্যক্ষণ ও অধ্যাসের মধ্যে পার্থক্য কি? ১০০%
১১। স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী স্মৃতির পার্থক্য লিখ। ৯৯%
১২। সংবেদন ও প্রত্যক্ষণ কী? ৯৯%
১৩। বুদ্ধ্যাঙ্ক ও বুদ্ধি পরিমাপ বলতে কি বুঝ? ৯৯%
১৪। মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? ৯৯%
অথবা, মনোবিজ্ঞানকে কি প্রাকৃতিক বিজ্ঞান বলা যায়?

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। পর্যবেক্ষণ পদ্ধতি কা? এ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা কর। ১০০%
২। বুদ্ধির সংজ্ঞা দাও। ওয়েসলারের বুদ্ধির অভীক্ষা আলোচনা কর। ১০০%
৩। বিস্মৃত কী? বিস্মৃতির কারণগুলোর আলোচনা কর। ১০০%
৪। প্রত্যক্ষণের সংজ্ঞা দাও। প্রত্যক্ষণ সংগঠনের নীতিমালা আলোচনা কর। ১০০%
৫। শিক্ষণ কী? প্রচেষ্টা ও ভুল-সংশোেধন মতবাদ ব্যাখ্যা কর। ১০০%
৬। আবেগ সম্পর্কীয় জেমস-ল্যাঙ্গের তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৭। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব পরিমাপের যেকোনো দুটি অভীক্ষা আলোচনা কর। ১০০%
৮। মনাবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োেজনীয়তা ব্যাখ্যা কর। ১০০%
৯। স্নায়ুতন্ত্র কী? সংক্ষেপে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
১০। প্রেষিত আচরণ কি? প্রেষিত আচরণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
১১। অস্বাভাবিক আচরণের কারণ ব্যাখ্যা কর। মনোবিদ্যক কারণগুলো এই অস্বভাবিকতার ক্ষেত্রে কতটুকু দায়ী? ৯৯%
১২। মনোভাব কি? মনোভাব পরিমাপে থার্সোটন সমব্যবধান স্কেলটি আলোচনা কর। ৯৯%
১৩। মস্তিষ্ক কী? মস্তিষ্কের গঠন ও।কার্যাবলি আলোচনা কর। ৯৯%
১৪। মনোবিজ্ঞান বলতে কি বুঝ? মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!