Preliminary To Masters Suggestions

প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় ভারতে মুসলিম প্রশাসন ব্যবস্থা: ৪১১৬০৫ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ আল বিরুনী ।
২। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আব্বাসীয় খলিফার স্বীকৃতি লাভ করেন?
অথবা, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ আব্বাসি খলিফার নিকট থেকে কী উপাধি লাভ করেন?
উঃ ভারতীয় সুলতানদের মধ্যে শামসুদ্দিন ইলতুৎমিশ সর্বপ্রথম খলিফার স্বীকৃতি লাভ করেন।
৩। দিউয়ান-উল-বারিদ কি?
উঃ দিউয়ান-উল-বারিদ হলো ডাক বিভাগ ।
৪। দিওয়ান-ই-আমীর কোহি কি?
উঃ কৃষি বিভাগ ।
৫। গানীমাত কী?
উঃ সুলতানি আমলে যুদ্ধ লব্ধ বা যুদ্ধ লুণ্ঠিত দ্রব্যকে গানীমাত বলা হতো ৷
৬। জিজিয়া কি?
উঃ জিজিয়া অমুসলমানদের উপর ধার্যকৃত নিরাপত্তামূলক সামরিক কর ।
৭। ‘খালসা” শব্দের অর্থ লিখ। অথবা, ‘খালসা’ শব্দের অর্থ কি?
উঃ ‘খালসা’ শব্দের অর্থ হলো- সরকারি ভূ-সম্পত্তি।
৮। টোডরমল কে ছিলেন?
উঃ টোডরমল সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন।
৯। প্রশাসন কি?
উঃ প্রাতিষ্ঠানিক সমস্যাবলি নিয়ন্ত্রণই হলো প্রশাসন ।
১০। মীর সামান কে?
অথবা, মীর সামান কাকে বলা হয়?
উঃ মীর সামান সামরিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
১১। ‘জাত’ কি?
অথবা, কাদেরকে ‘যাত’ বলা হতো?
উঃ মনসবদারদের ব্যক্তিগত সৈন্য বাহিনীকে জাত বলা হতো।
১২। জাহান কুশা অর্থ কী?
উঃ জাহান কুশা অর্থ হলো- বিশ্ববিজয়ী ।
১৩। গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
উঃ শের শাহ ।
১৪। মুঘল আমলে প্রাদেশিক শাসকগণকে কী বলা হতো?
উঃ মুঘল শাসনামলে প্রাদেশিক শাসনকর্তার নাম ছিল সুবাদার।
১৫। জিন্দাপীর’ কার উপাধী ছিল?
উঃ সম্রাট আওরঙ্গজেবের।
১৬। ইকতা শব্দের অর্থ কি?
উঃ সুলতানী আমলে ইকতা বলতে প্রদেশকে বুঝানো হতো।
১৭। ‘তবাকাতে নাসেরী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মিনহাজ উস সিরাজ।
১৮। আব্দুল হামিদ খান লাহোরীর গ্রন্থের নাম কী?
উঃ আব্দুল হামিদ খান লাহোরীর গ্রন্থের নাম ‘বাদশানামা’।
১৯। বাগদাদের শেষ আব্বাসীয় খলিফা কে ছিলেন?
উঃ মুস্তাসিম বিল্লাহ ।
২০। ওয়াকিল-ই-দারকে কি বলা হতো?
উঃ ‘আমীর হাজিব’।
২১। ডিজিও এবং ডিফেক্টো এর মধ্যে পার্থক্য কি?
উঃ শাসক নিজে শাসন করলে তাকে ডিজিও বলে এবং প্রকৃত শাসকের কার্যাবলি অন্য কেহ করলে তাকে ডিফেক্টো বলে।
২২। ওয়াকিল-ই-দার কে ছিলেন?
উঃ সুলতানী আমলে রাজকীয় পারিবারিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন ওয়াকিল-ই-দার ।
২৩। উজির শব্দের অর্থ কি?
উঃ প্রধানমন্ত্রী।
২৪। মুহতাসিব শব্দের অর্থ কি?
উঃ মুহতাসিব শব্দের অর্থ হলো- তত্ত্বাবধায়ক ।
২৫। আরবি শব্দ ‘ওশরের’ অর্থ কি?
উঃ উশর শব্দের অর্থ দশমাংশ ।
২৬। জায়গির প্রথা কি?
উঃ সুলতানি আমলে কর্মকর্তা কর্মচারীদের কাজের বিনিময়ে নগদ অর্থের পরিবর্তে যে ভূমি প্রদান করতো তাকে জায়গির প্রথা বলা হতো ।
২৭। দাগ ও হুলিয়া’ প্রথা চালু করেন কে?
উঃ সুলতান আলাউদ্দিন খলজী ।
২৮। আরিজ-ই-মামালিক কার উপাধি?
উঃ আরিজ-ই-মামালিক সামরিক বাহিনীর প্রধানের উপাধি ।
২৯। রাওয়াদ অর্থ কি?
উঃ হিন্দু অশ্বারোহী বাহিনী।
৩০। জায়গিয় প্রথা বন্ধ করেন কে?
উঃ আলাউদ্দিন খলজি ।
৩১। দিল্লির সুলতানি শাসনামলে পুলিশ প্রধানকে কি বলা হতো?
উঃ পুলিশ বাহিনীর প্রধানকে কোতোয়াল বলা হতো ।
৩২। প্রাদেশিক গভর্নর কে?
উঃ প্রদেশের প্রধান কর্মকর্তা হলেন প্রাদেশিক গভর্নর।
৩৩। মুকাদ্দামের কাজ কি?
উঃ মুকাদ্দাম নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকতেন এবং প্রশাসনিক কর্মকর্তা ও কৃষকদের মাঝে যোগসূত্র হিসেবে কাজ করতেন ।
৩৪। কেন্দ্রীয় শাসনের গুরুত্বপূর্ণ বিভাগের নাম কি ছিল?
উঃ ভকিল ।
৩৫। মীর সামান কে?
উঃ মুঘল প্রশাসনে সরবরাহ মন্ত্রণালয়ের প্রধান কর্মকর্তার পদবি ছিল মীর সামান।
৩৬। বাবুরের উজিরের নাম কি ছিল?
উঃ বাবুরের উজিরের নাম ছিল নিযাম উদ্দিন খলিফা।
৩৭। সম্রাট আকবরের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
উঃ বিখ্যাত মুঘল ঐতিহাসিক আবুল ফজল ।
৩৮। মুঘল বাদশাহদের রাজকীয় চিহ্ন কয়টি?
উঃ মুঘল বাদশাহদের রাজকীয় চিহ্ন তিনটি ।
৩৯। তীর্থকর ও জিজিয়া কোন মুগল সম্রাট রহিত করেন?
উঃ মহামতি সম্রাট আকবর রহিত করেন।
৪০। সুবা অর্থ কী?

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ‘দাগ ও হুলিয়া’ বলতে কি বুঝ? ১০০%
২। ‘কবুলিয়াত ও পাট্টা’ প্রথা বলতে কি বুঝ? ১০০%
৩। বন্দেগান-ই-চেহেলাম বলতে কি বুঝ? ১০০%
অথবা, দিওয়ান আল বারিদ কী?
৪। কোতায়ালের দায়িত্ব ও কর্তব্য লিখ। ১০০%
৫। উজিরের পরিচয় ও শ্রেণিবিভাগ বর্ণনা কর। ১০০%
৬। ‘আইন-ই-আকবরী’ এর উপর টীকা লিখ। ১০০%
৭। ইসলামে সার্বভৌমত্ব সম্পর্কে ধারণা দাও। ১০০%
৮। মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কি? ১০০%
অথবা, আলাউদ্দিন খলজীর মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা কর।
৯। মুহতাসিবের পরিচয় দাও। ১০০%
১০। পরিচয় দাও : ইবনে বতুতা, জিয়াউদ্দিন বিরানী। ১০০%
১১। আকবরের/শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থা লিখ। ৯৯%
১২। জাট ও সাওয়ার এবং ঝরোকা দর্শন কী? ৯৯%
১৩। মানসদরদারি প্রথা কি? এ প্রথার কুফল লিখ। ৯৯%
১৪। মুঘল আমলের স্থানীয় শাসন কাঠামো কেমন ছিল? ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। দিল্লির সুলতানের ক্ষমতা ও কার্যাবলি লিখ। ১০০%
২। দিল্লি সালতানাতের বিচার ব্যবস্থা বর্ণনা কর। ১০০%
৩। দিল্লি সুলতানি আমলের রাজকীয় গৃহস্থালি সংগঠনের বিবরণ দাও। ১০০%
৪। মুঘল আমলের বিচার ব্যবস্থার প্রকৃতি ও কাঠামো আলোচনা কর। ১০০%
৫। দিল্লি সালতানাতের আয়ের উৎসসমূহ লিখ। ১০০%
৬। শের শাহের প্রশাসনিক কাঠামোর বিবরণ দাও। ১০০%
৭। মুঘল আমলে ভারতের প্রাদেশিক ও স্থানীয় শাসনব্যবস্থা আলোচনা কর। ১০০%
৮। সুলতানি আমলের শাসন ব্যবস্থার আলোচনা কর। ১০০%
৯। মুঘল আমলে কেন্দ্রীয় শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা কর। ১০০%
১০। খিলাফতের প্রতি সুলতানদের দৃষ্টিভঙ্গি আলোচনা কর। ১০০%
১১। মীর বখশির/সামানের ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা কর। ৯৯%
১২। ফিরোজ শাহ তুঘলকের সংস্কারসমূহ পর্যালোচনা কর। ৯৯%
১৩। দেওয়ান কে ছিলেন? তার দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর। ৯৯%
১৪। মুঘল আমলে বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর। ৯৮%
১৫। মুঘল সাম্রাজ্যের প্রাদেশিক শাসনব্যবস্থার একটি নীতিদীর্ঘ বর্ণনা দাও। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!