প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা ২০২৩ বিভাগ হিসাববিজ্ঞান বিষয় ব্যবসায় অর্থায়ন: ৪১২৫০৫ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-FASB, SEC, DSE, EOM, CBD, COD, EIR, WACC, CAPM,
উঃ FASB এর পূর্ণরূপ হলো : Financial Accounting Standard Board.
২। অর্থায়ন কি?
উঃ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের অর্থ সংগ্রহ এবং ব্যবহার বিষয়ক ঘটনা, নীতি ও তত্ত্বাবলিকে অর্থায়ন বলে ।
৩। স্বতঃস্ফূর্ত অর্থায়ন কি?
উঃ ঋণদাতা ও ঋণগ্রহীতা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে ব্যবসায় ঋণ, ক্রেতাদের কাছ থেকে অগ্রিম এবং বকেয়া খরচের মাধ্যমে যে অর্থায়নের ব্যবস্থা করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে।
৪। প্রাথমিক বাজার কি?
উঃ যে বাজারে কোম্পানি বা ইস্যুকারি সরাসরি আর্থিক সম্পত্তি বিক্রি করে থাকে তাকে প্রাথমিক বাজার বলে।
৫। ব্যবসায় অর্থায়ন কি?
উঃ ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ প্রয়োগকেvব্যবসায় অর্থায়ন বলে।
৬। ঝুঁকি কাকে বলে?
উঃ কোন প্রত্যাশিত স্বাভাবিক ফলাফল লাভের ক্ষেত্রে যে সকল অনিশ্চয়তা বিদ্যমান থাকে তাকে বুঝুঁকি বলে।
৭। সুযোগ ব্যয় কি?
উত্তর বিকল্প বিনিয়োগ বা বাতিলকৃত বিনিয়োগ থেকে সম্ভাব্য আয়ই হচ্ছে গৃহীত বিনিয়োগের জন্য সুযোগ ব্যয়।
৮। বার্ষিক বৃত্তি কি?
উঃ ভবিষ্যৎ নির্দিষ্ট সময় পর্যন্ত সমান কিস্তিতে সমান সময়ের ব্যবধানে অর্থের আগমন-বহিঃগমনকে বার্ষিক বৃত্তি বলে।
৯। ব্যবসায় ঋণ কি?
উঃ ব্যবসায়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে ধারে ক্রয়-বিক্রয়ের ফলে যে ঋণের উদ্ভব হয় তাকে ব্যবসায় ঋণ বলে।
১০। অর্থের সময় মূল্য কি?
উঃ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে।।
১১। মূলধন ব্যয় কি?
উঃ বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ হতে যে ন্যূনতম লাভ পেতে আশা করেন তাই মূলধন ব্যয়।
১২। ইজারা অর্থায়ন কি?
উঃ যেসব ধরনের অর্থসংস্থানের মাধ্যমে সম্পত্তিসমূহের ক্রয় না করেই তার ব্যবহার করার সুবিধা লাভ করা যায় এবং বিনিময়ে তার ভাড়া প্রদান করা হয় তার প্রক্রিয়াকে বলা হয় ইজারা অর্থায়ন।
১৩। স্বতঃস্ফূর্ত অর্থায়নের দুটি উৎসের নাম লিখ ।
উঃ ১. ব্যবসায় ঋণ ও ২. ক্রেতাদের নিকট থেকে অগ্রিম ।
১৪। ঘূর্ণায়মান ঋণ কি?
উঃ যে স্বল্পমেয়াদি ঋণের চুক্তির মাধ্যমে ব্যাংক ঋণগ্রহীতাকে চুক্তিবদ্ধ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করতে আইনগতভাবে বাধ্য থাকে তাকে ঘূর্ণায়মান ঋণ বলা হয়।
১৫। মৌসুমি ডেটিংস কি?
উঃ যে বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতাকে বিক্রয় শুরুর আগেই মৌসুমি পণ্যের ফরমায়েশ প্রদানে উৎসাহিত করা হয় তাকে মৌসুমি ডেটিংস বলা হয়ে থাকে ।
১৬। বাণিজ্যিক পত্র কি?
উঃ বাণিজ্যিক পত্র হলো মুদ্রা বাজার হতে স্বল্পমেয়াদি অর্থায়নের জামানত বিহীন দলিল ।
১৭। মধ্যমেয়াদি অর্থসংস্থান কি?
উঃ স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থায়নের মধ্যবর্তী সময়ের জন্য যে অর্থ সংগৃহীত হয় তাকে মধ্যমেয়াদি অর্থসংস্থান বলে।
১৮। ক্ষতিপূরণ জমা কি?
উঃ মধ্যমেয়াদি ঋণের ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠানের মঞ্জুরিকৃত ঋনের একটি অংশ ক্ষতিপূরণ হিসেবে জমা রাখলে তাকে ক্ষতিপূরণের উদ্বৃত্ত/জমা বলে ।
১৯। দীর্ঘমেয়াদি অর্থসংস্থান কাকে বলে?
উঃ স্থায়ী সম্পত্তিতে অর্থ বিনিয়োগের জন্য দশ বছরের অধিক সময়ের জন্য যে ঋণ বা অর্থ সংগ্রহ করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থসংস্থান বলে।
২০। YTM বলতে কি বুঝ?
উঃ বর্তমান বাজারমূল্যে ক্রয়কৃত বণ্ড যেগুলো মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ধরে রাখা হবে সেগুলো থেকে প্রত্যাশিত প্রতিদানের হারকে YTM বলা হয় ।
২১। প্রদেয় বার্ষিক বৃত্তি কি?
উঃ যে বার্ষিক বৃত্তির নগদ অন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ বছরের শুরুতে সংঘটিত হয় তাকে প্রদেয় বার্ষিক বৃত্তি বলা হয় ৷
২২। বিলম্বিত বার্ষিক বৃত্তি বলতে কি বুঝ?
উঃ যে বার্ষিক বৃত্তির প্রবাহ চুক্তি সম্পাদনের একটি নির্দিষ্ট সময় থেকে আরম্ভ এবং ভবিষ্যতের নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকে তাকে বিলম্বিত বার্ষিক বৃত্তি বলে ।
২৩। PVIF কি?
উঃ ভবিষৎতে ১ টাকা পেলে তার আজকের মূল্য কত হতো তা নির্ধারণ করার সংক্ষিপ্ত রূপকে বর্তমান মূল্যের সুদের ফ্যাক্টর বা PVIF বলে।
২৪। পরিহারযোগ্য ঝুঁকি বলতে কি বুঝ?
উঃ মোট ঝুঁকি হতে বাজার ঝুঁকি বাদ দিলে যে ঝুঁকি পাওয়া যায় তাকে পরিহারযোগ্য ঝুঁকি বলে ।
২৫। মূলধন বাজেটিং কি?
উঃ ফার্মের সম্পদ সর্বাধিকরণের সাথে সংগতিপূর্ণ দীর্ঘমেয়াদি বিনিয়োগ মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়াকে মূলধন বাজেট বলে ।
২৬। রক্ষণশীলতার নীতি কি?
উঃ একটি নির্দিষ্ট মাত্রার উৎপাদন স্তরের জন্য তুলনামূলকভাবে চলতি সম্পত্তিতে অধিক বিনিয়োগ করার প্রক্রিয়াকে বলা হয় রক্ষণশীলতার নীতি ।
২৭। মুনাফা সর্বাধিকরণ কী?
উঃ উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে মুনাফার পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধির প্রক্রিয়াকে মুনাফা সর্বাধিকরণ বলা হয়।
২৮। আর্থিক বাজার কি?
উঃ যে বাজারে আর্থিক সম্পদের লেনদেন হয় তাকে আর্থিক বাজার বলে ।
২৯। মূলধন বাজার কী?
উঃ যে বাজার দীর্ঘমেয়াদী তহবিলের যোগানদাতা ও সংগ্রহকারীর মধ্যে লেনদেন সম্পন্ন করতে সক্ষম তাকে মূলধন বাজার বলে ।
৩০। নৈতিকতা কাকে বলে?
উঃ ব্যবসায়ের নৈতিকতা বলতে কোম্পানির কর্মী, ভোক্তা, সাধারণ মানুষ ও মালিকগণের প্রতি কোম্পানির মনোভাব ও আচরণকে বুঝায় ৷
৩১। কর্পোরেশন কি?
উঃ আইনের দ্বারা স্বীকৃত প্রাতিষ্ঠানিক কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট প্রতিষ্ঠানকে কর্পোরেশন বলে।
৩২। ক্রেডিট রেটিং কী?
উঃ সরকার ও কোম্পানির বণ্ড বা সিকিউরিটি বা অন্যান্য ঋণপত্রের যে বিভিন্ন গ্রেটিং থাকে তাকে ক্রেডিট রেটিং বলে।
৩৩। স্বল্পমেয়াদি অর্থায়ন কি?
উঃ অনধিক এক বছরের জন্য যে তহবিল সংগ্রহ করা হয় তাকে স্বল্পমেয়াদি অর্থায়ন বলে ।
৩৪। ক্রেডিট রেটিং কী?
উঃ সরকার ও কোম্পানির বণ্ড বা সিকিউরিটি বা অন্যান্য ঋণপত্রের যে বিভিন্ন গ্রেটিং থাকে তাকে ক্রেডিট রেটিং বলে।
৩৫। অর্থায়নের অভ্যন্তরীণ উৎসের দুইটি উদাহরণ দাও।
উঃ অর্থায়নের অভ্যন্তরীণ উৎসের দুইটি উদাহরণ হলো- ১. মালিকানা বা উদ্যোক্তাদের মূলধন ও ২. আবণ্টিত বা সংরক্ষিত মুনাফা ।
৩৬। সুদের প্রাইম রেট সংজ্ঞায়িত কর।
উঃ যখন ব্যাংক তার গুরুত্বপূর্ণ মক্কেলদের ঋণের উপর সর্বনিম্ন হারে সুদ আরোপ করে তখন তাকে সুদের প্রাইম রেট বলে ।
৩৭। স্টকহোল্ডার কে ?
উঃ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের উপর যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল থাকে তাদেরকে স্টকহোল্ডার বলে।
৩৮। এজেন্সি সমস্যা কী?
উঃ কর্পোরেট উদ্দেশ্যের উর্ধ্বে ব্যবস্থাপকদের ব্যক্তিগত উদ্দেশ্যকে স্থান দেয়ার সম্ভাবনাকে এজেন্সি সমস্যা বলে।
৩৯। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে?
উঃ প্রতি বছরের সুদ আসলের সাথে যোগ হয়ে নতুন বৃদ্ধিপ্রাপ্ত আসলের উপর নির্দিষ্ট হারে সুদ ধার্য করাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয় ।
৪০। বাট্টাকরণ কি ?
উঃ ভবিষ্যতে কোন সময়ে প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্য কত তা নির্ধারণ করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে ।
৪১। ঝুঁকি পরিমাপ কি?
উঃ ঝুঁকির তীব্রতার গাণিতিক বা সংখ্যাগত প্রকাশকেই ঝুঁকি পরিমাপ বলা হয় ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যবসায় ঋণের প্রয়োজনীয়তা বর্ণনা কর। ১০০%
২। ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য কর। ১০০%
৩। ব্যবসায় অর্থসংস্থানের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৪। ব্যবসায় অর্থায়ন বলতে কি বুঝ? অর্থের সময় মূল্যের নির্ধারকসমূহ লিখ। ১০০%
৫। স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৬। মূলধন বাজার ও মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৭। মধ্যমেয়াদি অর্থায়নের প্রধান চারটি উৎস বর্ণনা কর। ১০০%
৮। মধ্যমেয়াদি অর্থসংস্থানের ব্যবহারকারী কারা? ৯৯%
৯। দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎসসমূহ বর্ণনা কর। ৯৯%
১০। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১১। বন্ড ইনডেঞ্চার কি? ইক্যুইটি মূলধন ও ঋণমূলধনের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১২। বাংলাদেশের শেয়ার বাজারের সমস্যাগুলো চিহ্নিত কর। ৯৯%
১৩। ব্যবসায় ঋণ ও ব্যাংক ঋণের পার্থক্য লিখ । ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) স্বল্পমেয়াদি অর্থায়নের বৈশিষ্ট্য লিখ। ১০০%
(খ) স্বল্পমেয়াদি অর্থায়নের সুবিধা বর্ণনা কর। ১০০%
২। (ক) ইজারা অর্থায়নের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
(খ) পরিচালন ইজারা ও আর্থিক ইজারার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৩। (ক) দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎসসমূহ আলোচনা কর।
(খ) দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের সীমাবদ্ধতাসমূহ লিখ । ১০০%
৪। (ক) আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলি আলোচনা কর। ১০০%
(খ) আর্থিক ব্যবস্থাপনার সীমাবদ্ধতাসমূহ কি কি? ১০০%
৫। (ক) উদাহরণসহ ব্যবসায় ঋণের ধারণা ব্যাখ্যা কর। ১০০%
(খ) ব্যবসায় ঋণের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
৬। (ক) সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনামূলক আলোচনা কর । ১০০%
(খ) অ্যানুইটির প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৭। (ক) CML এবং SML এর মধ্যে পার্থক্য কি? ৯৯%
(খ) CAPM-এর অনুমিত শর্তসমূহ বর্ণনা কর। ৯৯%
৮। (ক) মূলধন রেশনিং বলতে কি বুঝায়? ৯৯%
(খ) মূলধন বাজেটিং ও মূলধন রেশনিং-এর মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
৯। (ক) অর্থায়নের সংজ্ঞা দাও । ৯৯%
(খ) অর্থায়নের কার্যাবলি বর্ণনা কর। ৯৯%
১০। (ক) স্বল্পমেয়াদি অর্থায়ন বলতে কি বুঝ? ৯৯%
(খ) স্বল্পমেয়াদি অর্থায়নের উৎসসমূহ উল্লেখ কর। ৯৯%
১১। (ক) মধ্যমেয়াদি অর্থায়ন কাকে বলে? ৯৯%
(খ) মধ্যমেয়াদি অর্থায়নের বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
★গাণিতিক সমস্যা
২০১৮ সালের: ৭, ৮, ৯, ১৪, ১৫, ১৬, ১৭, ২০১৫সালের: ২,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ বিগত সালের প্রশ্নগুলো হতে
হিসাববিজ্ঞান ২০১৫-২০১৯ সাল।
ফিন্যান্স ২০১৫-২০১৯ সাল।
মার্কেটিং ২০১৫-২০১৯ সাল।
[বিঃদ্রঃ যারা দূর্বল ছাত্র/ছাত্রী * চিহ্নযুক্ত প্রশ্নগুলো দ্রুত করে ফেল ৯০% কমন থাকবে ইনশাআল্লাহ।]