প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা ২০২৩ বিভাগ দর্শন বিষয় পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক: ৪১১৭০৩ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। আধুনিক দর্শনের সময়কাল কত?
উঃ পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের সময়সীমা হলে ১৪৫৩ খ্রিস্টাব্দ থেকে ১৮৩১ খ্রিস্টাব্দ পর্যন্ত।
২। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কে?
উঃ আধুনিক দর্শনের জনক ফরাসি দার্শনিক ডেকার্ট।
৩। ডেকার্ট ধারণাকে কয় ভাগে ভাগ করেন?
উঃ ডেকার্টের মতে তিনটি ধারণা হলো-
১. আগন্তুক ধারণা; ২. কৃত্রিম ধারণা ও ৩. সহজাত ধারণা।
৪। স্পিনোজার মতে সম্পূর্ণ ও সুনিশ্চিত জ্ঞানের উৎস কী?
উঃ স্পিনোজার মতে সম্পূর্ণ ও সুনিশ্চিত জ্ঞানের উৎস বুদ্ধি।
৫। লাইবনিজের মতে দ্রব্য কী?
উঃ যার স্বনির্ভর অস্তিত্ব আছে তাকেই দ্রব্য বলে।
৬। জন লকের মতে গুণ কত প্রকার?
উঃ লকের মতে গুণ দুই প্রকার। যথা-ছাড়া (i) মূখ্য গুণ ও (ii) গৌণ গুণ।
৭। হিউমের মতে প্রত্যক্ষণ কত প্রকার ও কী কী?
উঃ হিউমের মতে প্রত্যক্ষণ দুই প্রকার। যথা—১. ইন্দ্রিয় ছাপ, ২. ধারণা।
৮। পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক অবধারণ কাকে বলে?
উঃ যে অবধারণে অনিবার্যতা ও সার্বিকতা আছে এবং বিধেয় উদ্দেশ্য সম্পর্কে নতুন জ্ঞান দেয় তাকে পূর্বতসিদ্ধ সংশ্লেষণাত্মক অবধারণ বলে।
৯। লকের বাস্তববাদের নাম কি?
উঃ লকের বাস্তববাদের নাম বৈজ্ঞানিক বাস্তববাদ।
১০। ফিকটের মতে চেতনা কী?
উঃ ফিকটের মতে চেতনা একটি সক্রিয় নীতি।
১৪। শেলিং এর মতে ঈশ্বর কী?
উঃ শেলিং ঈশ্বরকে পরম ঐক্য বলে ঘোষণা করেন।
১৫। “The Phenomenology of Spirit” গ্রন্থটির লেখক কে?
উঃ “The Phenomenology of Spirit” গ্রন্থটির
লেখক দার্শনিক হেগেল।
১১। দু’জন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লিখ।।
উঃ দুইজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন ১. ডেকার্ট ও ২.
১২। হিউমের মতে, প্রত্যক্ষণ কত প্রকার ও কী কী?
উঃ দুইভাগে । যথা- (১) ধারণা ও (২) ইন্দ্ৰিয়ছাপ বা ইন্দ্ৰিয়জ।
১৩। “The Phenomenology of Spirit”-গ্রন্থটি কে লিখেছেন?
উঃ হেগেল।
১৬। লাইবনিজের মতে, জগতের মূল উপাদানের নাম কি?
উঃ লাইবনিজের মতে, জগতের মূল উপাদান মোনাড বা চিৎপরমাণু।
১৭। ডেকার্টের মতে দ্রব্য কয়টি ও কী কী?
উঃ ডেকার্টের মতে দ্রব্য তিনটি। যথা : ১. ঈশ্বর; ২. মন ও ৩. জড় বা দেহ।
১৮। ‘হিউম আমাকে নির্বিচারের মোহনিদ্রা থেকে জাগিয়েছেন”-উক্তিটি কার?
উঃ উক্তিটি ইমানুয়েল কান্টের।
১৯। লাইবনিজের দেহ-মন সম্পর্কিত মতবাদের নাম কী?
উঃ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ।
২০। সহজাত ধারণা কী?
উঃ সহজভাবে আমাদের মনের মধ্যে যে ধারণা বিদ্যমান রয়েছে
তাকেই সহজাত ধারণা বলে।
২১। কে একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলেন?/সমান্তরালবাদের প্রবক্তা কে?
উঃ স্পিনোজা।
২২। ক্রিয়াপ্রতিক্রিয়াবাদের প্রবক্তা কে?/আধুনিক দর্শনের জনক কে?
উঃ দার্শনিক ডেকার্ট।
২৩। লক এর মতে, ধারণা কত প্রকার?
উঃ দুই প্রকার : যথা (১) মৌলিক ধারণা ও (২) যৌগিক ধারণা।
২৪। মোনাড কী?
উঃ মোনাড হলো জগতের আদি উপাদান। যা অবিভাজ্য বিস্তৃতিহীন ও সংখ্যায় অসং
২৫। হিউমের মতে, ধারণার অনুষঙ্গ নিয়মগুলো/নীতি কি কি?
উঃ ১. সাদৃশ্য; ২. দেশ বা কালের সান্নিধ্য ও ৩. কার্যকারণ।
২৬। “A Critique of Practical Reason” গ্রন্থটি কে লিখেছেন?
উঃ “A Critique of Practical Reason” গ্রন্থটি ইমানুয়েল কান্ট লিখেছেন।
২৭। দর্শনে বিচারবাদের জনক বলা হয় কাকে?
উঃ ইমানুয়েল কান্টকে।
২৮। সকল মোনাডের মোনাড কি?
উঃ সকল মোনাডের মোনাড হলেন ঈশ্বর।
২৯। লকের মতে বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদি কোন ধরনের গুণ?
উঃ গৌণ গুণ।
৩০। হেগেলের মৃত্যু সাল কত?
উঃ হেগেলের মৃত্যু ১৮৩১ সালে।
৩১। হেগেল এর পূর্ণ নাম কি?
উঃ জর্জ উইলহেম ফ্রেডারিক হেগেল।
৩২। “অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর”-উক্তিটি কার?
উঃ “অস্তিত্ব প্রত্যক্ষণ নির্ভর”-উক্তিটি বার্কলির।
৩৩। ফিকটের মতে অহং কী?
উঃ ফিকটের মতে, অহং হলো স্বাধীন
আত্মনিয়ন্ত্রণকারী অবস্তুগত ক্রিয়া।
৩৪। হেগেলের মতে দ্বান্দ্বিক পদ্ধতি কী?
উঃ এক সরল, বিমূর্ত ও শূন্য সম্প্রত্যয় থেকে অধিকতর জটিল, মূর্ত ও উচ্চতর সম্প্রত্যয়ের দিকে চিন্তার যাত্রা চিন্তার এ স্বাভাবিক পদ্ধতির সাথে সংগতি রেখে
অগ্রসর হওয়ার পদ্ধতিকে হেগেল দ্বান্দ্বিক পদ্ধতি নামে অভিহিত করেন।
৩৫। জর্জ বার্কলির মতে আত্মা বা মন কী?
উঃ সবকিছুর অস্তিত্ব যদি প্ৰত্যক্ষণ লব্ধ ধারণার উপর নির্ভরশীল হয় তাহলে
প্রত্যক্ষণকারী এই সত্তায় হল মন বা আত্মা।
৩৬। “কর্তব্যের জন্য কর্তব্য কর”-উক্তিটি কার?
উঃ হেগেল-এর।
৩৮। “রেনেসাঁ” শব্দের অর্থ কী?
উঃ ‘Renaissance’ শব্দের অর্থ নবজাগরণ।
৩৭। আধুনিক যুগের সময়কাল উল্লেখ কর।
উঃ১৪০০ খ্রিস্টাব্দ থেকে ১৮৩১ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৩৯। বস্তুগত ভাববাদের প্রবক্তা কে?
উঃ বস্তুগত ভাববাদের প্রবক্তা হেগেল।
৪০। Tabularasa শব্দটির অর্থ কী?
উঃ Tabularasa শব্দটির অর্থ অলিখিত ফলক।
৪১। জার্মান ভাববাদের জনক বলা হয় কাকে?
উঃ জার্মান ভাববাদের জনক বলা হয় ইমানুয়েল কান্টকে।
৪২। জন লকের মতে, জ্ঞানের উৎস কী?
উঃ অভিজ্ঞতাই জ্ঞানের উৎস।
৪৩। গৌণ গুণের দু’টি উদাহরণ দাও।
উঃ গৌণ গুণের দুটি উদাহরণ হলো- ১. আকার ও ২. আয়তন।
৪৪। বস্তুগত ভাববাদের প্রবক্তা কে?
উঃ বস্তুগত ভাববাদের প্রতিষ্ঠাতা হলেন হেগেল।
৪৫। হেগেলের মতে, দ্বান্দ্বিক পদ্ধতি কী?
উঃ এক সরল, বিমূর্ত ও শূন্য সম্প্রত্যয় থেকে অধিকতর জটিল, মূর্ত ও উচ্চতর
সম্প্রত্যয়ের দিকে চিন্তার যাত্রা চিন্তার এ স্বাভাবিক পদ্ধতির সাথে সংগতি
রেখে অগ্রসর হওয়ার পদ্ধতিকে হেগেল দ্বান্দ্বিক পদ্ধতি নামে
অভিহিত করেন।
৪৬। “A Critique of Pure Reason” গ্রন্থটি কে লিখেছেন?
উঃ “A Critique of Pure Reason” গ্রন্থটি ইমানুয়েল কান্ট লিখেছেন।
৪৭। “যা বৌদ্ধিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৌদ্ধিক”-উক্তিটি কার?
উঃ জার্মান দার্শনিক হেগেল।
৪৮। মুখ্য গুণের দুটি উদাহরণ দাও।
উঃ মুখ্য গুণের দুটি উদাহরণ হলো। এ আকার ৫২ আয়তন
৪৯। জন
লকের মতে জ্ঞানের উৎস কি কি?
উঃ জন লকের মতে, জ্ঞানের উৎস সংবেদন ও অন্তদর্শন।
৫০। “সব ধারণাই ইন্দ্রিয়ছাপ থেকে উদ্ভূত—উক্তিটি কার?
উঃ সব ধারণাই ইন্দ্ৰিয়ছাপ থেকে উদ্ভূত” উক্তিটি ডেভিট হিউমের।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভাববাদ কী? ১০০%
২। ডেকার্টের সহজাত ধারণা ব্যাখ্যা কর। ১০০%
অথবা, জন লোক কিভাবে ডেকার্টের সহজাত ধারণা খণ্ডন করেন?১০০%
৩। পূর্ব প্রতিষ্ঠিত শঙ্খাবাদ কী? ১০০%
৪। বার্কলির আত্মগত ভাববাদ খণ্ডন ব্যাখ্যা কর। ১০০%
৫। শেলিং এর প্রকৃতি দর্শন ব্যাখ্যা কর। ১০০%
৬। হেগেলের বস্তুগত ভাববাদ কি? ১০০%
৭। লাইবনিজের মোনাডতত্ত্ব ব্যাখ্যা কর। ১০০%
৮। হিউমের সংশয়বাদ ব্যাখ্যা কর। ১০০%
৯। কান্টের দেশ ও কাল ব্যাখ্যা কর। ১০০%
১০। ডেকার্টেকে কেন আধুনিক দর্শনের জনক বলা হয়? ১০০%
১১। আধুনিক পাশ্চাত্য দর্শনে রেনেসাঁর প্রভাব আলোচনা কর। ৯৯%
১২। অভিজ্ঞতা পূর্ণ সংশ্লেষক অবধারণ বলতে কান্ট কি বুঝিয়েছেন? ৯৯%
১৩। জন লকের বাস্তববাদের নাম কী? ৯৯%
১৪। চিতপরমাণুর পাঁচটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। আধুনিক পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
২। “আমি চিন্তা করি, সুতরাং আমি আছি” – রেনে ডেকার্টের এই উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৩। লাইবনিজের পূর্ব-প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ১০০%
৪। লকের অভিজ্ঞতাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ১০০%
৫। বার্কলির আত্মগত ভাববাদ ব্যাখ্যা কর। তিনি কি একজন আত্মকেন্দ্রিকতাবাদী দার্শনিক? ১০০%
৬। কান্টের বিচারবাদ ব্যাখ্যা কর ও মন্তব্য দাও। ১০০%
৭। হেগেরের দ্বান্দ্বিক ভাববাদের একটি বিচারমূলক ব্যাখ্যা দাও। ১০০%
৮। “মন বা আত্মা হচ্ছে প্রত্যক্ষণের সমষ্টি ” – হিউমের এই উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৯। মোনাড কী? মোনাডের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০%
১০। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ডেকার্টের তত্ত্ববিষয়ক যুক্তিটির বিচারমূলক ব্যাখ্যা দাও। ১০০%
১১। স্পিনোজার সমান্তরালবাদ ব্যাখ্যা কর। ৯৯%
১২। মধ্যযুগের দর্শনের সাথে আধুনিক যুগের দর্শনের পার্থক্য দেখাও। ৯৯%
১৩। হিউমের মতে আত্মা কি? ব্যাখ্যা কর। ৯৯%
১৪। কান্ট অনুসারে দেশ ও কালের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ৯৯%