প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র সম্পর্কে তোমার মতামত আলোচনা কর।

উত্তর : ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধের প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পণ্ডিত ভবানীচরণ বিদ্যাভূষণের দৌহিত্র এবং যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র। তিনি চব্বিশ পরগণা জেলার কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ১৮৫৮ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র প্রথম বাঙালি গ্রাজুয়েটের কৃতিত্ব অর্জনপূর্বক বি.এ. পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। বি. এ. পাস করার পর পরই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। কাব্যচর্চার মাধ্যমে বঙ্কিমচন্দ্রের সাহিত্যজীবনের সূত্রপাত হলেও বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব তাঁর। পাশাপাশি তিনি বাংলা ভাষায় প্রথম তুলনামূলক সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচনা করেও সফলকাম হয়েছেন। ১৮৯৪ খ্রিস্টাব্দে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ‘সাহিত্য সম্রাট’ খেতাব অর্জনকারী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরলোকগমন করেন। তিনি দুর্গেশনন্দিনী (১৮৬৫), ‘কপালকুণ্ডলা’ (১৮৬৬), ‘মৃণালিনী’ (১৮৬৯), ‘বিষবৃক্ষ’ (১৮৭৩), ‘কৃষ্ণকান্তের উইল’ (১৮৭৮) প্রভৃতি উপন্যাস এবং ‘লোক রহস্য’ (১৮৭৪), ‘কমলাকান্তের দপ্তর’ (১৮৭৫), ‘বিবিধ সমালোচনা’ (১৮৭৬) প্রভৃতি প্রবন্ধ গ্রন্থ রচনা করে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করে গিয়েছেন।

https://topsuggestionbd.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%99/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*