Answer

প্রাগৈতিহাসিক’ গল্পের তাৎপর্য কী?

অথবা, ‘প্রাগৈতিহাসিক’ গল্পের মধ্য দিয়ে গল্পকার কোন বিষয়কে প্রধান করে তুলেছেন তার যথার্থ বর্ণনা দাও।
উত্তর :
‘প্রাগৈতিহাসিক’ শব্দটির আভিধানিক অর্থ ইতিহাসের পূর্ব কথা। অর্থাৎ ইতিহাস লেখার শুরুর পূর্বের জীবন ও সময়কালকে প্রাগৈতিহাসিক বলে অভিহিত করা হয়। সমাজ এবং মানুষের মধ্যে যে আদিম জীবনাচরণ লুকায়িত রয়েছে তা ভি নামে এক দুর্দান্ত ডাকাতের ইতিবৃত্ততে উঠে এসেছে। ভিখুর ডাকাতির সূত্র ধরে লেখক চরিত্র ছাড়িয়ে মানবজীবন স্বভাবের আদিমতম বৃত্তি, যৌনতা, ক্ষুধা-তৃষ্ণার রূক্ষ্ম বৈশিষ্ট্য লেখক এঁকেছেন শিল্পীর সততায়। ভিখুকে কেন্দ্র করে পুরো গল্প জুড়ে রয়েছে আদিম লোলুপতা ও প্রবৃত্তি। ভিখু চরিত্রের কদর্যতা ও স্বভাবের নিচতা আধুনিক সভ্য মানুষের ইতিহাসের মধ্যে পড়ে না, তা আদিম প্রবৃত্তির চেতনাকে বহন করে। তাছাড়া ভিখুর বেঁচে থাকার জন্য প্রতিকূল পরিবেশ জয়ে অদম্য শক্তির উৎসটি প্রাগৈতিহাসিক কালের । লেখক গল্পটির নামকরণের ক্ষেত্রে ভিখুর জৈবিক তাড়না, সংগ্রামরত অন্ধকার অজানা জীবন এবং বেঁচে থাকার প্রচণ্ডইচ্ছাশক্তিকে এ গল্পে ফুটিয়ে তুলেছেন।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!