প্রথম অধ্যায় স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতি

ক-বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ইংরেজি Approach-এর বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ ।


Approach-এর আরাে একটি ইংরেজি প্রতিশব্দ লিখ।
উত্তর : Method.


পদ্ধতি বলতে কী বুঝ?
উত্তর : কোনাে কাজ সুশৃঙ্খলভাবে সম্পাদনের উপায় বা পথই হলাে পদ্ধতি।


‘Approach’ কথাটি কোন শাস্ত্রে বেশি ব্যবহৃত হয়?
উত্তর : রাজনীতি বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান।


‘Approach’ কী?
উত্তর : ‘Approach’ হচ্ছে রাজনীতি অধ্যয়নের এমন একটি পন্থা যার দ্বারা অধ্যয়নের বিষয়বস্তু বিশ্লেষিত হয় ।

‘An approach in political inquiry is a general strategy for studying political phenomena’ উক্তিটি কার?
উত্তর : উক্তিটি অ্যালান সি, আইজ্যাক এর ।


রাজনীতি বিশ্লেষণের পদ্ধতিগুলােকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : রাজনীতি বিশ্লেষণের পদ্ধতিগুলােকে দুই ভাগে ভাগ করা যায়।


রাজনীতি অধ্যয়নের পদ্ধতি দুটি কী কী?
উত্তর : রাজনীতি অধ্যয়নের পদ্ধতি দুটি হলাে : ১. আদর্শবাদী পদ্ধতি; ২. অভিজ্ঞতাবাদী পদ্ধতি।


আদর্শবাদী পদ্ধতির কয়েকজন তাত্ত্বিক এর নাম লিখ।
উত্তর : হেগেল, রুশাে, জন গেরিং।

‘The process of Government’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : আর্থার বেন্টলি ।

স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতির মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় পদ্ধতি কী?
উত্তর : অভিজ্ঞতামূলক পদ্ধতি।

স্থানীয় সরকারকে একটি বাস্তবরূপ বা প্রাকৃতিক রূপ হিসেবে দেখেছে কোন পদ্ধতি?
উত্তর : অভিজ্ঞতামূলক পদ্ধতি।

স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতির সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি?
উত্তর : ঐতিহাসিক পদ্ধতি ।

স্থানীয় সরকার অধ্যয়নে মূলভিত্তি কোন পদ্ধতি?
উত্তর : ঐতিহাসিক পদ্ধতি।

তুলনামূলক পদ্ধতির জনক কে?
উত্তর : এরিস্টটল

তুলনামূলক পদ্ধতি কোন পদ্ধতির পরিপূরক?
উত্তর : ঐতিহাসিক পদ্ধতির।

স্থানীয় সরকার পদ্ধতির অন্যতম পদ্ধতি কোনটি?
উত্তর : পর্যবেক্ষণমূলক পদ্ধতি।

স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির মধ্যে প্রাচীন পদ্ধতি কোনটি?
উত্তর : দার্শনিক পদ্ধতি।

স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির কোন পদ্ধতিকে আরােহ পদ্ধতি বলা হয়?
উত্তর : পর্যবেক্ষণমূলক পদ্ধতিকে।

দার্শনিক পদ্ধতি কোন প্রকৃতির?
উত্তর : অবরােহ প্রকৃতির।

স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান অধ্যয়নে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তর : প্রাতিষ্ঠানিক পদ্ধতি।

স্থানীয় সরকার অধ্যয়নে সব থেকে আধুনিক পদ্ধতি কোনটি?
উত্তর : পরিসংখ্যান পদ্ধতি।

বর্তমানে স্থানীয় সরকার অধ্যয়নে আধুনিক পদ্ধতিগুলাের মধ্যে অন্যতম কোনটি?
উত্তর : মনােবিজ্ঞান অধ্যয়ন পদ্ধতি।

স্থানীয় জনগণের মানসিক অবস্থা মূল্যায়ন করে স্থানীয় সরকার অধ্যয়ন শুরু করে কোন পদ্ধতি?
উত্তর : আচরণবাদ পদ্ধতি।

মনস্তাত্ত্বিক পদ্ধতিকে অন্য কী নামে অভিহিত করা হয়?
উত্তর : আচরণগত পদ্ধতি।

আচরণগত পদ্ধতির অন্যতম ও শক্তিশালী প্রবক্তা কে?
উত্তর : হার্বার্ট এ. সাইমন।

এরিস্টটল রাজনীতি অধ্যয়নে কোন পদ্ধতি ব্যবহার করেন?
উত্তর : তুলনামূলক পদ্ধতি।

আচরণবাদ পদ্ধতিটি প্রথমে কে ব্যবহার করেন?
উত্তর : জে. বি, ওয়াটসন।

কাঠামাে কার্যগত পদ্ধতির প্রবর্তক কে?
উত্তর : জি, এ. অ্যালমন্ড ।

ব্যবস্থা তত্ত্ব পদ্ধতির প্রবর্তক কে?
উত্তর : ডেভিড ইস্টন।

আচরণবাদ পদ্ধতির বিচরণ ভূমি বলা হয় কোন দেশকে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রকে ।

স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির দুটি আধুনিক পদ্ধতি লিখ।
উত্তর : ১, মনােবিজ্ঞান পদ্ধতি; ২. পরিসংখ্যান পদ্ধতি।

স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির দুটি গতানুগতিক পদ্ধতির নাম লেখ।
উত্তর : ১. ঐতিহাসিক পদ্ধতি; ২. দার্শনিক পদ্ধতি।

স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির আধুনিক পদ্ধতির ১টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : গতিশীল ও পরিবর্তনশীল।

গতানুগতিক অধ্যয়ন পদ্ধতির একটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : বর্ণনামূলক।

স্থানীয় সরকার ব্যবস্থার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Local Government.

খ-বিভাগের প্রশ্নসমূহ :
প্রশ্ন৷১৷৷ স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিগুলাের নাম লিখ।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিগুলাে কী কী?
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিগুলাে উলেখ কর।
অথবা, বিভিন্ন প্রকারের স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিগুলোর নাম লিখ।

প্রশ্ন ২৷৷ স্থানীয় সরকার অধ্যয়নের ঐতিহাসিক পদ্ধতি বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের ঐতিহাসিক পদ্ধতি আলােচনা কর।
অথবা, স্থানীয় রাজনীতি অধ্যয়নের ঐতিহাসিক পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলােচনা কর।
অথবা, স্থানীয় রাজনীতি অধ্যয়নের ঐতিহাসিক পদ্ধতি কী?
অথবা, ঐতিহাসিক অধ্যয়ন পদ্ধতি কী? স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি হিসেবে তা বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের ঐতিহাসিক পদ্ধতি বলতে কী বুঝ?

প্রশ্ন ৩৷৷ স্থানীয় সরকার অধ্যয়নে তুলনামূলক পদ্ধতি বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে তুলনামূলক পদ্ধতি উলেখ কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে তুলনামূলক পদ্ধতি আলােচনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে তুলনামূলক পদ্ধতি সম্পর্কে যা জান বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে অন্যতম গুরুত্বপূর্ণ গতানুগতিক পদ্ধতি হিসেবে তুলনামূলক পদ্ধতি বর্ণনা কর ।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতির পরিচয় দাও।
অথবা, এরিস্টটল কোন পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতেন? স্থানীয় সরকার অধ্যয়নের প্রেক্ষাপটে তা উলেখ কর।

প্রশ্ন ৪৷। স্থানীয় সরকার অধ্যয়নে আচরণগত পদ্ধতি বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে আচরণগত পদ্ধতিটি উলেখ কর।
অথবা, স্থানীয় রাজনীতি অধ্যয়নের আচরণগত পদ্ধতি কী? তা উলেখ কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে আচরণগত পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলােচনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের একটি আধুনিক পদ্ধতি হিসেবে আচরণগত পদ্ধতি সম্পর্কে বর্ণনা কর।
অথবা, স্থানীয় রাজনীতি অধ্যয়নে কোন পদ্ধতি মানবিক কার্যক্রম সম্পর্কে আলােচনা করে? বর্ণনা কর।

প্রশ্ন ৫৷৷ স্থানীয় সরকার অধ্যয়নে দুটি আধুনিক পদ্ধতি লিখ ।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে দুটি আধুনিক পদ্ধতি উলেখ কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে দুটি আধুনিক পদ্ধতি বর্ণনা কর।
অথবা, স্থানীয় রাজনীতি অধ্যয়নে দুটি আধুনিক পদ্ধতি ব্যাখ্যা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে দুটি আধুনিক পদ্ধতি সম্পর্কে আলােচনা কর ।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে পরিসংখ্যান পদ্ধতি ও মনস্তাত্ত্বিক অধ্যয়ন পদ্ধতি সম্পর্কে যা জান লিখ।

প্রশ্ন৷৬৷ স্থানীয় সরকার অধ্যয়নে দুটি গতানুগতিক পদ্ধতির উলেখ কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে দার্শনিক ও প্রাতিষ্ঠানিক পদ্ধতি বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে উলেখযােগ্য দুটি গতগতিক পদ্ধতির বর্ণনা দাও।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে দুটি গতানুগতিক পদ্ধতি সম্পর্কে বর্ণনা কর।
অথবা, স্থানীয় রাজনীতি অধ্যয়নের দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আলােচনা কর।
অথবা, গতানুগতিক পদ্ধতি হিসেবে অন্যতম প্রধান দুটি পদ্ধতি উলেখ কর।


গ-বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন ১ অধ্যয়নের বিষয় হিসেবে স্থানীয় সরকারের গুরুত্ব
অথবা, অধ্যয়নের বিষয় হিসেবে স্থানীয় সরকারের ভূমিকা আলােচনা কর।
অধ্যয়নের বিষয় হিসেবে স্থানীয় সরকার’ কেন গুরুত্বপূর্ণ? সে সম্পর্কে বর্ণনা কর।
রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নের বিষয় হিসেবে স্থানীয় সরকারের ভূমিকা আলােচনা কর ।
অথবা, অধ্যয়নের বিষয় হিসেবে স্থানীয় সরকারের ভূমিকা বা কার্যাবলি আলােচনা কর।
অথবা, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিষয় হিসেবে স্থানীয় সরকারের গুরুত্ব বর্ণনা কর।
অথবা, অধ্যয়নের বিষয় হিসেবে স্থানীয় সরকারের গুরুত্ব আলােচনা কর ।
অথবা, অধ্যয়নের বিষয় হিসেবে স্থানীয় সরকারের ভূমিকা বর্ণনা কর।

প্রশ্ন ২৷৷ স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলােচনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে পদ্ধতিসমূহ আলােকপাত কর ।

প্রশ্ন ৩৷৷ স্থানীয় সরকার অধ্যয়নে গতানুগতিক পদ্ধতিগুলাে উলেখ কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে গতানুগতিক পদ্ধতিগুলাে আলােচনা কর ।
অথবা, স্থানীয় রাজনীতি অধ্যয়নের গতানুগতিক পদ্ধতিগুলাে বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের পুরাতন বা প্রাচীনতম পদ্ধতিগুলাে সম্পর্কে সংক্ষেপে আলােচনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে গতানুগতিক পদ্ধতিসমূহ সম্পর্কে যা জান বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নের সনাতন বা গতানুগতিক পদ্ধতিগুলাে সম্পর্কে আলােচনা কর।

প্রশ্ন ৪৷। স্থানীয় প্রকার অধ্যয়নে আধুনিক পদ্ধতিগুলাে উলেখ কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে আধুনিক পদ্ধতিগুলাে আলােচনা কর ।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে নতুন বা আধুনিক পদ্ধতি সম্পর্কে আলােচনা কর ।
অথবা, স্থানীয় রাজনীতি অধ্যয়নে আধুনিক পদ্ধতিগুলাে সম্পর্কে বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে যুগােপযােগী বিজ্ঞানভিত্তিক পদ্ধতিগুলাে সম্পর্কে আলােচনা কর।
অথবা, স্থানীয় সরকার অধ্যয়নে আধুনিক পদ্ধতিগুলাের বর্ণনা দাও।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*