প্রথম অধ্যায় ভূমিকা

ক -বিভাগ

Statistics শব্দটির উৎপত্তি কী?
উত্তর : শাসনকার্য পরিচালনার সুবিধার জন্য সর্বপ্রথম পরিসংখ্যান বা ‘Statistics’ শব্দটির উৎপত্তি হয়। বর্তমানে ‘Statistics’ শব্দটি মূলত ল্যাটিন শব্দ (Latin word) ‘Status’ এবং ইতালীয়ান শব্দ (Italian word) ‘Statista’ হতে উৎপত্তি ।
পরিসংখ্যানের জনক কে?
উত্তর : Sir R. A. Fisher কে পরিসংখ্যানের জনক বলা হয় ।
পরিসংখ্যানের ব্যাপকতা বুঝাতে স্যার আর এ ফিশারের উক্তিটি লিখ।
উত্তর : বর্তমানে পরিসংখ্যানের ব্যাপকতা বুঝাতে পরিসংখ্যানের জনক Sir R. A. Fisher বলেছেন, “Statistics is the key technology of twentieth century.” অর্থাৎ, বিংশ শতকের প্রযুক্তির মূলই হলো পরিসংখ্যান ।
কখন অর্থনীতিতে পরিসংখ্যানের ব্যবহার শুরু হয়?
উত্তর : ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ হতে অর্থনীতির ক্ষেত্রে পরিসংখ্যান তথ্যের ক্রমবর্ধমান প্রয়োগ পরিলক্ষিত হয় । ডব্লিউ.
এস. জেবনস্ ১৮৭১ সালে প্রকাশিত তাঁর ‘Theory of Political Economy’ গ্রন্থে পরিসংখ্যান বিজ্ঞানের বিধিসমূহের সাহায্যে অর্থনৈতিক বিধিগুলোর কার্যকারিতা যাচাই করার প্রয়োজনীয়তার উপর বিশেষ জোর দেন । পরিসংখ্যানের সংজ্ঞা দাও।
উত্তর : পরিসংখ্যান হলো তথ্যবিশ্বের বা তথ্যবিশ্বের কোন বৈশিষ্ট্য সম্পর্কিত সংখ্যাত্মক তথ্যের সংগ্রহণ, শ্রেণিবদ্ধকরণ, উপস্থাপন, বিশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে তথ্যবিশ্ব বা তথ্যবিশ্বের উক্ত বৈশিষ্ট্য সম্পর্কে নির্দিষ্ট মাত্রার ভ্রান্তি (Error) সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করার সম্বলিত একটি বিজ্ঞান ।
পরিসংখ্যানের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : পরিসংখ্যানের কয়েকটি বৈশিষ্ট্য হলো : ১. পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি, ২.পরিসংখ্যান অবশ্যই সংখ্যা দ্বারা প্রকাশিত হবে, ৩. পরিসংখ্যান অবশ্যই পূর্বনির্ধারিত উদ্দেশের সাথে সম্পর্কিত, ৪. পরিসংখ্যান বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত এবং ৫. পরিসংখ্যান উপাত্ত তুলনাযোগ্য এবং সমজাতীয় ।
পরিসংখ্যানের প্রধান শ্রেণি বিভাগগুলো কী কী?


উত্তর : মূলত পরিসংখ্যানকে দু’ভাগে বিভক্ত করা হয় : ১. তত্ত্বীয় পরিসংখ্যান (Theoretical Statistics), ২.ফলিত বা ব্যবহারিক পরিসংখ্যান (Applied Statistics)।

বর্ণনামূলক পরিসংখ্যান কী?
উত্তর : পরিসংখ্যানের যে শাখায় তথ্যবিশ্ব সম্পর্কিত তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণিকরণ, উপস্থাপন করা এবং কেন্দ্রীয় প্রবণতার ও বিস্তারের পরিমাপসমূহ নির্ণয় করার মাধ্যমে মন্তব্য করা হয় তাকে বর্ণনামূলক পরিসংখ্যান বলা হয় ।
আরোহী পরিসংখ্যান কী?
উত্তর : যে প্রক্রিয়ায় সংগৃহীত উপাত্তে পরিসংখ্যানের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করার পর তথ্যবিশ্ব বা তথ্যবিশ্বের কোন বৈশিষ্ট্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাকে আরোহী পরিসংখ্যান বলা হয় ।
পরিসংখ্যানের কার্যাবলি কী কী?
উত্তর : পরিসংখ্যানের কার্যাবলি হলো : ১. তথ্য সংগ্রহকরণ, ২. তথ্য প্রক্রিয়াকরণ, ৩. তথ্যের উপস্থাপন, ৪. তথ্য বিশ্লেষণ এবং ৫. ব্যাখ্যাকরণ ।
পরিসংখ্যান বিজ্ঞান না কলা?
উত্তর : পরিসংখ্যান হলো প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বিষয়গুলোর সমন্বিত একটি বিজ্ঞান অথবা কোন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারী বিজ্ঞান ।
যে কোন সংখ্যাই কী পরিসংখ্যান?
উত্তর : একক বা সম্পর্কহীন সংখ্যা পরিসংখ্যান হবে না, একাধিক সম্পর্কযুক্ত সংখ্যা সমষ্টিগতভাবে পরিসংখ্যান হবে
অর্থাৎ পরিসংখ্যান কতকগুলো সম্পর্কযুক্ত এককের সমষ্টি। অনুরূপভাবে একাধিক সম্পর্কযুক্ত সংখ্যায় প্রকাশিত তথ্যের বা উপাত্তের প্রতিনিধিত্বকারী একটি সংখ্যাকে পরিসংখ্যান বলা যায় ।
কীভাবে পরিসংখ্যানের অপব্যবহার রোধ করা যায়?
উত্তর : সম্পূর্ণ দক্ষ ও অভিজ্ঞ পরিসংখ্যানবিদ এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে পরিসংখ্যানের অপব্যবহার দূর ক… সম্ভব ।
অর্থনীতির পাঁচটি ক্ষেত্রে পরিসংখ্যানের ব্যবহার উল্লেখ কর।
উত্তর : অর্থনীতিতে পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার হলো : ১. পণ্যের চাহিদা ও সরবরাহ নির্ণয়ে, ২. ঋতুগত ভেদ পরিমাপে, ৩. ব্যবসার আর্থিক অবস্থা বিশ্লেষণে, ৪. জাতীয় পরিকল্পনা প্রণয়ন, মনিটরিং এবং মূল্যায়নে এবং ৫. অর্থনৈতিক তত্ত্ব বিশ্লেষণে ।

খ-বিভাগ

প্রশ্ন।০১৷ পরিসংখ্যানের সংজ্ঞা দাও ।
প্রশ্ন৷৷০২৷ উৎপত্তি সম্পর্কে লিখ ।
প্রশ্ন৷৷০৩৷ সামাজিক পরিসংখ্যান কাকে বলে?
প্রশ্ন৷০৪। পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো লিখ ।
প্রশ্ন॥০৫৷ পরিসংখ্যানের প্রধান প্রধান বিভাগসমূহ লিখ ।
প্রশ্ন৷০৬৷ পরিসংখ্যানের বিষয়সমূহ লিখ।
প্রশ্ন৷০৭৷ পরিসংখ্যানের আওতা বা পরিসংখ্যানের পরিধি তুলে ধর ।
প্রশ্ন৷৷০৮৷৷ পরিসংখ্যানের কার্যাবলি লিখ ।
প্রশ্ন৷০৯৷ পরিসংখ্যানের উদ্দেশ্যাবলি লিখ ।
প্রশ্ন॥১০৷ পরিসংখ্যানের গুরুত্ব এবং ব্যবহার লিখ ।
প্রশ্ন॥১১। পরিসংখ্যানের সীমাবদ্ধতাসমূহ লিখ ।
প্রশ্ন।১২।পরিসংখ্যানের অপব্যবহার সম্পর্কে লিখ ।
প্ৰশ্ন৷॥১৩৷ যে কোন সংখ্যাই কী পরিসংখ্যান?
প্রশ্ন।১৪।পরিসংখ্যান বিজ্ঞান না কলা লিখ ।
প্রশ্ন॥১৫৷সমাজ গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব লিখ ।
প্রশ্ন॥১৬৷ সমাজকর্ম গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব লিখ ।
প্রশ্ন॥১৭৷ শ্রেণিবদ্ধকরণের প্রয়োজনীয়তা কী?

গ-বিভাগ

প্রশ্ন৷০১৷ পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যানের ক্রমবিকাশ ব্যাখ্যা কর ।
প্রশ্ন।০২।পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো কী কী আলোচনা কর?
প্রশ্ন।০৩। পরিসংখ্যানের কার্যাবলি আলোচনা কর ।
প্রশ্ন॥০৪৷ পরিসংখ্যানের সীমাবদ্ধতা সম্পর্কে লিখ ।
প্রশ্ন।০৫। পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা কর ।
প্ৰশ্ন৷০৬॥ সামাজিক পরিসংখ্যান কী? পরিসংখ্যানের উদ্দেশ্যগুলো কী কী? বর্ণনা কর ।
প্রশ্ন॥০৭৷ সমাজবিজ্ঞানে সামাজিক পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা কর ।
প্রশ্ন৷০৮৷ পরিসংখ্যানের ব্যবহার আলোচনা কর ।
প্রশ্ন॥০৯৷ পরিসংখ্যানের অপব্যবহার লিখ।
প্রশ্ন॥১০৷৷ পরিসংখ্যান বিজ্ঞান না কলা না সামাজিক বিজ্ঞান? আলোচনা কর ।
প্রশ্ন৷১১৷৷ পরিসংখ্যানের সংজ্ঞা দাও। পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো কী কী? সমাজকর্ম গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা কর ।
প্রশ্ন৷১২৷ পরিসংখ)নের সংজ্ঞা দাও। সামাজিক গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার ও সীমাবদ্ধতা বর্ণনা কর ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*