নিম্নের তথ্য ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় কর।স্বামীর বয়স : 30, 35, 36, 42, 45, 38, 44স্ত্রীর বয়স : 25, 30, 34, 37, 40, 37, 41
উত্তর৷ পরিসংখ্যান পদ্ধতিতে সংশ্লেষ বা Correlation অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানিক অনুসন্ধানের যেসব ক্ষেত্রে দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি ও মাত্রা নির্ণয়ের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে সংশ্লেষ ব্যবহার করা হয় । যদি কতকগুলো চলক এমন হয় যে, যাদের একটির মান পরিবর্তিত হলে অপরটির মানও পরিবর্তিত হয় তবে সেক্ষেত্রে চলকগুলোকে Correlation বলা হয়। এর মাধ্যমে চলকগুলোর মধ্যকার সম্পর্ক নির্ণয় করা হয় ।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079