নিউইয়র্ক>বেইজিং প্লাস ফাইভ সম্মেলন ২০০০ সংক্ষেপে আলোচনা কর ।

অথবা, নারী উন্নয়নে নিউইয়র্ক > বেইজিং গ্লাস ফাইভ সম্মেলনের (২০০০) ইস্যুগুলো কী কী?
অথবা, নারী উন্নয়নে নিউইয়র্ক > বেইজিং প্লাস ফাইভ সম্মেলন ২০০০ এর ইস্যুগুলো ? লিখ।
অথবা, নারী উন্নয়নে নিউইয়র্ক > বেইজিং গ্লাস ফাইভ সম্মেলন ২০০০ এর মূল ইস্যুগুলো উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা :
বেইজিং সম্মেলন ১৯৯৫ এর পর থেকে ২০০০ সাল পর্যন্ত ‘Platform For Action’ (PFA) এর লক্ষ্যমাত্রা বিশ্বজুড়ে কতটা বাস্তবায়িত হয়েছে এবং নারী উন্নয়নে কতটুকু পরিবর্তন সাধিত হয়েছে তার একটি পর্যালোচনার জন্য ২০০০ সালের ২-১০ জুন নিউইয়র্ক শহরে জাতিসংঘের এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ
সম্মেলনের নাম ছিল ‘নারী ২০০০ : একবিংশ শতাব্দীতে জেন্ডার সমতা, উন্নয়ন ও শান্তি’। এটিই বেইজিং প্লাস ফাইভ ২০০০ নামে পরিচিত। এ সম্মেলনে মূলত Platform For Action এর ক্ষেত্রে বিদ্যমান বাধা চিহ্নিত করা, বাধাসমূহ দূর করা এবং পরিবর্তিত চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করার জন্য কতিপয় কর্মকৌশল ঘোষিত হয়।
নিউইয়র্ক>বেইজিং প্লাস ফাইভ সম্মেলন ২০০০ : আমেরিকার নিউইয়র্ক শহরে ২০০০ সালের ২ জুন থেকে ১০ জুন তারিখে অনুষ্ঠিত লিঙ্গ, সমতা, উন্নয়ন ও শান্তি শীর্ষক বিশেষ সভা সংক্ষেপে বেইজিং প্লাস ফাইভ হিসেবে পরিচিত। এ সম্মেলনে গত পঁচিশ বছরে বিশ্বের নানা দেশের নারী-পুরুষের মধ্যকার অবস্থান ও মর্যাদাগত বৈষম্যের কারণে নারীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণপূর্বক নারীর অগ্রগতি উন্নয়ন, নারীর বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের মূলোৎপাটনে অঙ্গীকার ব্যক্ত হয়। সম্মেলনে ১২টি গুরুত্বপূর্ণ ইস্যু গৃহীত হয়। এগুলো হলো :
ক. নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ।
খ. নারী ও দারিদ্র্য।
গ. নারীর শিক্ষা ও প্রশিক্ষণ।
ঘ. নারী ও স্বাস্থ্য।
ঙ. নারী ও সশস্ত্র সংঘাত।
চ. নারী ও অর্থনীতি।
ছ. নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণে নারী।
জ. নারী উন্নয়নের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাসমূহ।
ঝ. নারীর মানবাধিকার।
ঞ. প্রচারমাধ্যমে নারী।
ট. পরিবেশ রক্ষায় নারী।
ঠ. মেয়ে শিশু।
উপসংহার : মূলত নারীর অগ্রগতি ও উন্নয়নের বাধাসমূহ উত্তরণ এবং লক্ষ্য অর্জনের কলাকৌশল ও বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ এ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব কফি আনান বিশ্বব্যাপী নারীনির্যাতন, ধর্ষণ, খুন ও পাচারের ব্যাপকতা উল্লেখ করে নারী-পুরুষের পূর্ণ সমতার্জন এখনো স্বপ্ন পর্যায়ে রয়েছে বলে
মতামত ব্যক্ত করেন।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079 or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*