অথবা, নারী উন্নয়ন বলতে কী বুঝ?
অথবা, নারী উন্নয়ন কাকে বলে?
উত্তর৷ ভূমিকা : আজকাল সর্বত্র এই নারী উন্নয়ন একটি বহুল আলোচিত বিষয়। সমগ্র দেশ ও জাতির উন্নয়ন যেসব আর্থসামাজিক উপকরণের উপর নির্ভরশীল, নারী উন্নয়নও সেই একই প্রক্রিয়ার অঙ্গ। উন্নয়নের ধারায় নারীকে সম্পৃক্তকরণের বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ।
নারী উন্নয়ন: নারী উন্নয়ন হলো নারীদের উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসার প্রক্রিয়া। এটি মূলত নারীর শিক্ষা, দীক্ষা, এবং চিন্তা-চেতনার সার্বিক উন্নয়ন বোঝায়। নারীর মানবিক অধিকার, আত্মনিয়ন্ত্রণাধিকার, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং উন্নয়নের বিকল্পগুলো চিহ্নিত করার প্রক্রিয়া হচ্ছে নারী উন্নয়ন।
অন্যভাবে, নারীদের পুরানো সীমাবদ্ধতা থেকে মুক্ত করতে নীতি, উপাদান এবং কৌশল নিরূপণ করা এবং সেগুলির যথাযথ প্রয়োগের মাধ্যমে উন্নয়নের মূলধারার সাথে নারীদের সংযুক্ত করা বর্তমান প্রেক্ষিতে ‘নারী উন্নয়ন’ হিসেবে বিবেচিত হতে পারে।
নারী উন্নয়ন নীতিমালা উন্নয়নে নারীর অংশগ্রহণের চেয়ে নারীর এবং উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে সম্পর্কের উপর গুরুত্ব দেয়। এটি নারীর উপার্জন ক্ষমতা ও কর্মকাণ্ডের উপর জোর দেয় এবং পরিকল্পিত হস্তক্ষেপমূলক কৌশলগুলির মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর মধ্যে নারীর সীমিত প্রতিনিধিত্বের সমাধান প্রদান করে। তবে, এটি পুরুষতন্ত্র, বিভিন্ন উৎপাদন ব্যবস্থার ধরন এবং নারীর অধঃস্তনতা ও নির্যাতনের সম্পর্ক ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে।
প্রকৃতপক্ষে, অসম ও শোষণমূলক বিশ্বব্যবস্থার দ্বারা নারীর জীবনের অনেক দিক ব্যাখ্যা করা যায়। নারী উন্নয়ন নীতি মনে করে, নারী ইতিমধ্যেই উন্নয়ন প্রক্রিয়ার অংশ। তাই নতুন করে উন্নয়ন প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করার বিষয়টি অন্তরায়। এই নীতি বিশ্বাস করে যে, উৎপাদন প্রক্রিয়ায় নারীর অধিক অংশগ্রহণ নারী ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, নারী উন্নয়ন হচ্ছে সাময়িকভাবে নির্দিষ্ট কতকগুলো ব্যবস্থা, কলাকৌশল ও নীতি প্রয়োগের মাধ্যমে নারীকে পুরুষের সমপর্যায়ে উন্নীতকরণ। মোট কথা উন্নয়নের মূলধারার সাথে নারীকে সংযোজিত বা উন্নয়ন প্রক্রিয়ায় নারীকে সম্পৃক্ত করার নামই নারী উন্নয়ন।
Leave a Reply